রিং লার্ডনার জুনিয়র

রিংগোল্ড উইলমার "রিং" লার্ডনার জুনিয়র (ইংরেজি: Ringgold Wilmer "Ring" Lardner Jr.; ১৯ আগস্ট ১৯১৫ - ৩১ অক্টোবর ২০০০) ছিলেন একজন মার্কিন সাংবাদিক ও চিত্রনাট্যকার। তিনি ওম্যান অব দ্য ইয়ার (১৯৪২) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য মাইকেল ক্যানিনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার এবং ম্যাশ (১৯৭০) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি ১৯৪০-এর দশকের শেষভাগে ও ১৯৫০-এর দশকের রেড স্কেয়ার চলাকালীন হলিউড চলচ্চিত্র স্টুডিও কর্তৃক কালোতালিকাভুক্ত হন।[১]

রিং লার্ডনার জুনিয়র
Ring Lardner Jr.
জন্ম
রিংগোল্ড উইলমার লার্ডনার জুনিয়র

(১৯১৫-০৮-১৯)১৯ আগস্ট ১৯১৫
মৃত্যুঅক্টোবর ৩১, ২০০০(2000-10-31) (বয়স ৮৫)
ম্যানহাটন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশালেখক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৩৭–১৯৭৭
দাম্পত্য সঙ্গীসিলভিয়া শুলমান (বি. ১৯৩৭; বিচ্ছেদ. ১৯৪৫)
ফ্রান্সেস চেনি (বি. ১৯৪৬; মৃ. ২০০০)
সন্তান
পিতা-মাতারিং লার্ডনার (পিতা)
এলিস অ্যাবট (মাতা)
পুরস্কারএকাডেমি পুরস্কার (২ বার)

প্রারম্ভিক জীবন

লার্ডনার জুনিয়র ১৯১৫ সালের ১৯শে আগস্ট ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা রিং লার্ডনার ছিলেন একজন সাংবাদিক ও কলামিস্ট এবং মাতা এলিস অ্যাবট। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়, তার বাকি তিন ভাই হলেন জন, জেমস ও ডেভিড লার্ডনার। তিনি অ্যান্ডোভারের ফিলিপস একাডেমি ও পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি মস্কো বিশ্ববিদ্যালয়ের অ্যাংলো-আমেরিকান ইনস্টিটিউটেও ভর্তি হয়েছিলেন। নিউ ইয়র্কে ফিরে এসে তিনি ১৯৩৫ সালে ডেইলি মিরর-এ অল্প কিছুদিন কাজ করার পর ডেভিড ও. সেলৎসনিকের নতুন চলচ্চিত্র কোম্পানিতে প্রচারণা পরিচালক হিসেবে যোগ দেন। ১৯৩৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।[২]

কর্মজীবন

লার্ডনার জুনিয়র শুরুতে প্রচারণাকর্মী ও পাণ্ডুলিপি সমন্বয়ক হিসেবে হলিউডে কাজ করেন এবং পরে তার নিজের লেখনী শুরু করেন। তিনি ওম্যান অব দ্য ইয়ার (১৯৪২) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য মাইকেল ক্যানিনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য পাণ্ডুলিপি হল লরা (১৯৪৪), ব্রাদারহুড অব ম্যান (১৯৪৬), ফরেভার অ্যাম্বার (১৯৪৭) এবং ম্যাশ (১৯৭০)। শেষোক্ত চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী