রাইপুর বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র

রায়পুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তপসিলি উপজাতির জন্য সংরক্ষিত।

রায়পুর
বিধানসভা কেন্দ্র
রায়পুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
রায়পুর
রায়পুর
রায়পুর ভারত-এ অবস্থিত
রায়পুর
রায়পুর
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′ উত্তর ৮৬°৫৭′ পূর্ব / ২২.৮০০° উত্তর ৮৬.৯৫০° পূর্ব / 22.800; 86.950
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবাঁকুড়া
কেন্দ্র নং.২৫০
আসনতপসিলি উপজাতির জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র৩৬. বাঁকুড়া
নির্বাচনী বছর১৭৮,২৬৭ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৫০ নং রায়পুর বিধানসভা কেন্দ্রটি রায়পুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং সারেঙ্গা সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[১]

রায়পুর বিধানসভা কেন্দ্রটি ৩৬ নং বাঁকুড়া লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। [১]

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১রায়পুরযদুনাথ মুর্মুনির্দল [২]
যতীন্দ্র নাথ বসুভারতীয় জাতীয় কংগ্রেস[২]
১৯৫৭যদুনাথ মুর্মুভারতীয় জাতীয় কংগ্রেস[৩]
সুধা রাণী দত্তভারতীয় জাতীয় কংগ্রেস[৩]
১৯৬২সুধা রাণী দত্তভারতীয় জাতীয় কংগ্রেস[৪]
১৯৬৭ভবতোষ সোরেনবাংলা কংগ্রেস[৫]
১৯৬৯ভবতোষ সোরেনবাংলা কংগ্রেস[৬]
১৯৭১বাবুলাল সোরেনঝাড়খণ্ড পার্টি[৭]
১৯৭২মানিকলাল বেস্রাভারতের কমিউনিস্ট পার্টি[৮]
১৯৭৭আপিন্দ্র কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৯]
১৯৮২উপেন কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০]
১৯৮৭উপেন কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১১]
১৯৯১উপেন কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২]
১৯৯৬উপেন কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৩]
২০০১উপেন কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৪]
২০০৬উপেন কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫]
২০১১উপেন কিসকুভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৬]

নির্বাচনী ফলাফল

২০১৬

২০১১

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: রায়পুর কেন্দ্র [১৭][১৮][১৯]
দলপ্রার্থীভোট%±%
সিপিআই(এম)উপেন কিসকু৬৯,০০৮৪৪.৩৮-১০.৩৪
তৃণমূলপ্রমিলা মুর্মু৬৮,৮২৬৪৪.২৬+৯.১১
জেএমএমকৃষ্ণ মোহন হাঁসদা৭,১৭৬
বিজেপিপেলারাম মুর্মু৩,৭৭০
নির্দলসুকচন্দ সোরেন৩,৫০১
নির্দলজ্ঞানদা মান্ডি১,৫০১
নির্দলধীরেন্দ্রনাথ মান্ডি১,০৫০
ঝাড়খণ্ড বিকাস মোর্চা (প্রজাতান্ত্রিক)পরিতোষ সোরেন৬৫৮
ভোটার উপস্থিতি১,৫৫,৪৯০৮৭.২২
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখেসুইং-১৯.৪৫
 •  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১
বাঁকুড়া জেলার সারাংশ
পার্টিআসন জয়আসন পরিবর্তন
তৃণমূল কংগ্রেস
ভারতীয় জাতীয় কংগ্রেস
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
ফরওয়ার্ড ব্লক
বিপ্লবী সমাজতন্ত্রী দল
ভারতের কমিউনিস্ট পার্টি


১৯৭৭-২০০৬

২০০৬, ২০০১, ১৯৯৬, ১৯৯১, ১৯৮৭ এবং ১৯৮২ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে, সিপিআই (এম) এর উপেন কিসকু রায়পুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসের বিভাবতি টুডুকে পরাজিত করেন,[১৫] ২০০১ সালে নির্দলের কশেত্রা মোহন হাঁসদাকে,[১৪] ১৯৯৬ সালে কংগ্রেসের স্মৃতিরেখা কিসকু কে,[১৩] ১৯৯১ সালে নির্দলের আদিত্য কিসকু [১২] এবং ১৯৮৭[১১] এবং ১৯৮২ সালে কংগ্রেসের ভবতোষ সোরেনকে পরাজিত করেন।[১০] অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। সিপিআই (এম) এর আপিন্দ্র কিসকু ১৯৭৭ সালে কংগ্রেসের গঙ্গাধর মুর্মুকে পরাজিত করেন।[৯][২০]

১৯৫১-১৯৭২

সিপিআই এর মানিকলাল বেস্রা ১৯৭২ সালে জয়ী হন।[৮] ঝাড়খণ্ড পার্টির বাবুলাল সোরেন ১৯৭১ সালে জয়ী হন।[৭] ১৯৬৯[৬] এবং ১৯৬৭ সালে[৫] বাংলা কংগ্রেসের ভবতোষ সোরেন জয়ী হন। ১৯৬২ সালে কংগ্রেসের সুধা রানী দত্ত জয়ী হন।[৪] ১৯৫৭ এবং ১৯৫২ সালে রায়পুর যৌথ আসন ছিল। ১৯৫৭ সালে কংগ্রেসের যদুনাথ মুর্মু এবং সুধা রাণী দত্ত উভয়ই জয়ী হন।[৩] স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে, নির্দলের যদুনাথ মুর্মু এবং কংগ্রেসের যতীন্দ্র নাথ বসু উভয়ই জয়ী হন।[২][২১]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী