রয়্যাল এক্সেল মুকরোঁ

বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব

রয়্যাল এক্সেল মুকরোঁ (ফরাসি উচ্চারণ: ​[mukʁɔ̃], ওলন্দাজ উচ্চারণ: [muˈskrun]); এছাড়াও আর এক্সেল মুকরোঁ, আরই মুকরোঁ অথবা শুধুমাত্র মুকরোঁ নামে পরিচিত) হচ্ছে মুকরোঁ ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। রয়্যাল এক্সেল মুকরোঁ তাদের সকল হোম ম্যাচ মুকরোঁর স্টাড লে কানোনিরে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৮০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোর্জে সিমাও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন পাট্রিক ডেকলার্ক। ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় দিমিত্রি মোহামেদ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

মুকরোঁ
পূর্ণ নামরয়্যাল এক্সেল মুকরোঁ
ডাকনাম'লে উর্লু'
সংক্ষিপ্ত নামআরইএম
প্রতিষ্ঠিত১৯২২; ১০২ বছর আগে (1922)
আরআরসি পেরুওয়েলজ
মাঠস্টাড লে কানোনির
ধারণক্ষমতা১০,৮০০[১]
মালিকলাটিমার ইন্টারন্যাশনাল লিমিটেড[২]
সভাপতিবেলজিয়াম পাট্রিক ডেকলার্ক
ম্যানেজারপর্তুগাল জোর্জে সিমাও
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:রয়্যাল এক্সেল মুকরোঁটেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী