রবিনসন ক্রুসো দ্বীপ

চিলির একটি দ্বীপ

রবিনসন ক্রুসো দ্বীপ (স্পেনীয়: Isla Róbinson Crusoe, উচ্চারিত: [ˈizla ˈroβinson kɾuˈso]), পূর্বে মাস অ্যা টেরা নামে পরিচিত (আক্ষ.'ভূমির কাছাকাছি') হল [৩] জুয়ান ফার্নান্দেজ দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ যা চিলির সান আন্তোনিওর পশ্চিমে ৬৭০  কিমি (362 nmi; 416 মাই) দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি দ্বীপপুঞ্জের অধ্যুষিত দ্বীপগুলির মধ্যে বেশি জনবহুল (অন্যটি হল আলেজান্দ্রো সেলকির্ক দ্বীপ) যার বেশিরভাগই অংশই দ্বীপের উত্তর উপকূলে কাম্বারল্যান্ড উপসাগরের সান জুয়ান বাউটিস্তা শহরে বর্তমান। [২]

রবিনসন ক্রুসো দ্বীপ
স্থানীয় নাম:
ইসলা রবিনসন ক্রুসো
কৃত্রিম উপগ্রহ থেকে তোলা রবিনসন ক্রসো দ্বীপের একটি ছবি
রবিনসন ক্রুসো দ্বীপ চিলি-এ অবস্থিত
রবিনসন ক্রুসো দ্বীপ
রবিনসন ক্রুসো দ্বীপ
ভূগোল
স্থানাঙ্ক৩৩°৩৮′২৯″ দক্ষিণ ৭৮°৫০′২৮″ পশ্চিম / ৩৩.৬৪১৩৯° দক্ষিণ ৭৮.৮৪১১১° পশ্চিম / -33.64139; -78.84111
ধরনশিল্ড আগ্নেয়গিরি (শেষ অগ্ন্যুৎপাত ১৮৩৫ খ্রী:)
দ্বীপপুঞ্জজুয়ান ফারনান্দেজ দ্বীপপুঞ্জ
সংলগ্ন জলাশয়প্রশান্ত মহাসাগর
আয়তন৪৭.৯৪ বর্গকিলোমিটার (১৮.৫১ বর্গমাইল)[১]
সর্বোচ্চ উচ্চতা৯১৫ মিটার (৩,০০২ ফুট)[১]
সর্বোচ্চ বিন্দুএল য়ুনকু
প্রশাসন
অঞ্চলভালপারাইজো
প্রদেশভালপারাইজো প্রদেশ
কমিউনজুয়ান ফারনান্দেজ দ্বীপপুঞ্জ
জনপরিসংখ্যান
জনসংখ্যা৮৪৩[২] (২০১২)

১৭০৪ থেকে ১৭০৯ সাল পর্যন্ত, এই দ্বীপটি জলবন্দি নাবিক আলেকজান্ডার সেলকির্কের বাড়ি ছিল, যিনি ঔপন্যাসিক ড্যানিয়েল ডিফোকে তাঁর রবিনসন ক্রুসোকে তাঁর উপন্যাসে (১৭১৯ খ্রী:) অনুপ্রাণিত করেছিলেন, যদিও উপন্যাসটি স্পষ্টভাবে ক্যারিবীয় অঞ্চলে সেট করা হয়েছে। [৪] এটি ঐ মুখের বেঁচে থাকা শেষ গল্প গুলোর মধ্যে একটি (যা সম্পর্কে ডেফো অবশ্যই অবগত ছিলেন)।[৫] দ্বীপের সাথে জড়িত সাহিত্যকে প্রতিফলিত করতে এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য, চিলির সরকার ১৯৬৬ সালে স্থানটির নাম পরিবর্তন করে রবিনসন ক্রুসো দ্বীপ রাখেন। [৩]

ভূগোল

সান জুয়ান বাউটিস্তা, দ্বীপের উত্তর উপকূল, কাম্বারল্যান্ড উপরে (এপ্ৰিল,২০১৫)

রবিনসন ক্রুসো দ্বীপের ভূমিরূপ পার্বত্য এবং উচ্চবচ৷ এটি অসংখ্য আগ্নেয়গিরির ক্রমান্বয়ে অগ্নুৎপাতের ফলে উৎপন্নলাভাপ্রবাহ থেকে নির্মিত৷ দ্বীপটির উচ্চতম শৃঙ্গ হল এল য়ুনকু যার উচ্চতা ৯১৫ মি (৩,০০২ ফু)৷ অতি মাত্রায় ক্ষয়ীভবনের ফলে এখানে বহু সুগভীর উপত্যকা এবং খাড়া শৈল্যশিরা দেখা যায়। দ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে করডন এসক্যারাডো নামক একটি সংকীর্ণ উপদ্বীপ তৈরি হয়েছে। এই প্রান্তের নিকটেই সান্তা ক্লারা দ্বীপ অবস্থিত৷[১]

রবিনসন ক্রসো দ্বীপ নাজকা পাত ও দক্ষিণ আমেরিকীয় পাত-এর পাত প্রান্তের উপর পশ্চিম দিক বরাবর অবস্থিত। এটি সমুদ্র থেকে ৩.৮ থেকে ৪.২ মিলিয়ন বছর আগে উত্থিত হয়েছে। ১৭৪৩ খ্রীষ্টাব্দে এল য়ুনকুর বিস্ফোরণের নথি পাওয়া গেছে, যদিও ঘটনাটি অনিশ্চিত৷ ২০শে ফেবুয়ারী,১৮৩৫ খ্রীষ্টাব্দে দ্বীপটি থেকে ১.৬ কিমি (০.৯৯ মা) দূরে পুন্তা বালাচাও-এর নিকটে একটি ভেন্ট থেকে দিনব্যাপী অগ্নুদগিরণ শুরু হয়। যদিও এর অগ্নুদগিরণ মাত্রা 1 ছিল তবুও এই ঘটনার জন্য ছোটোখাটো দাবানল ও সুনামি দেখা দেয়৷[১][তথ্যসূত্র প্রয়োজন]

জলবায়ু

রবিনসন ক্রসো দ্বীপের জলবায়ু উপ-ক্রান্তীয় প্রকৃতির৷ এই দ্বীপের পূৰ্বে শীতল হামবোল্ট স্রোত এবং দক্ষিণ-পূৰ্ব আয়ন বায়ু প্রবাহিত হয়। গড় বার্ষিক উষ্ণতার পরিমাণ ৩ °সে (৩৭ °ফা) থেকে ৩৪ °সে (৯৩ °ফা)৷ বর্ষিক উষ্ণতার প্রসর ১৫.৪ °সে (৬০ °ফা)৷ উচ্চ পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ু বিরাজ করে এবং কখনো কখনো তুষারপাত দেখা যায়। শীতকালেই বেশি বৃষ্টিপাত দেখা যায়, যদিও বৃষ্টিপাত উচ্চতা ও উদঘাটনের উপর বেশি নির্ভর করে। ৫০০ মিটার (১,৬৪০ ফু) অধিক উচ্চতায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়। কিন্তু অনুবাত ঢালে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়৷[৬]

সান জুয়ান বাউটিস্তা, চিলি-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাসজানুফেব্রুমার্চএপ্রিলমেজুনজুলাইআগস্টসেপ্টেঅক্টোনভেডিসেবছর
সর্বোচ্চ গড় °সে (°ফা)২২
(৭২)
২২
(৭২)
২১
(৭০)
২০
(৬৮)
১৮
(৬৪)
১৬
(৬১)
১৫
(৫৯)
১৫
(৫৯)
১৫
(৫৯)
১৬
(৬১)
১৮
(৬৪)
২০
(৬৮)
১৮
(৬৫)
সর্বনিম্ন গড় °সে (°ফা)১৫
(৫৯)
১৬
(৬১)
১৫
(৫৯)
১৩
(৫৫)
১২
(৫৪)
১১
(৫২)
১০
(৫০)

(৪৮)

(৪৮)
১০
(৫০)
১২
(৫৪)
১৩
(৫৫)
১২
(৫৪)
বৃষ্টিপাতের গড় মিমি (ইঞ্চি)২২
(০.৯)
৩৩
(১.৩)
৪০
(১.৬)
৯০
(৩.৫)
১৫১
(৫.৯)
১৫৯
(৬.৩)
১৬৭
(৬.৬)
১১৪
(৪.৫)
৭৮
(৩.১)
৫৭
(২.২)
৩৭
(১.৫)
২৮
(১.১)
৯৭৬
(৩৮.৫)
বৃষ্টিবহুল দিনগুলির গড় (≥ ০.১ mm)১১১০১৩১৫২১২৩২১১৯১৬১৪১০১০১৮৩
আপেক্ষিক আদ্রতার গড় (%)৭৩৭৩৭৩৭৭৭৮৭৮৭৯৭৭৭৭৭৬৭৪৭৩৭৬
মাসিক সূর্যালোক ঘণ্টার গড়২৪৮.০২০৯.০১৫৮.১১২৩.০১০৮.৫৯৯.০৯৩.০১০৫.৪১৪৭.০২০৪.৬২৪৯.০২৬০.৪২,০০৫
উৎস: Climate & Temperature[৭]

উদ্ভিদ ও প্রাণী

জুয়ান ফারনান্দেজ দ্বীপপুঞ্জ টি ফারনান্দেজীয় রিজিয়ান নামক একটি উদ্ভিদজ অঞ্চলের মধ্যে অবস্থিত৷ এই রিজিয়ানটিকে কখনো আন্টার্ককটিকা জীবভৌগোলিক রাজ্য বা কখনো নিওট্রপিকাল জীবভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়৷ ১৯৭৭ সাল থেকেই এটি একটি বিশ্ব বাওস্ফিয়ার রিজার্ভ ৷ এটি প্রচুর স্থানিক উদ্ভিদ পরিবার , গণ এবং প্রজাতির বাসসস্থান৷ এখানকার ২১১টি প্রজাতির মধ্যে ১৩২ (৬৩%) টিই স্থানিক ও এখানে ২৩০ কীটপতঙ্গের প্রজাতি দেখা যায়৷[৮]

জুয়ান ফারনান্দেজ বাঁধাকপি

রবিনসন ক্রুসো দ্বীপের একটি স্থানিক উদ্ভিদ প্রজাতি হল ল্যাক্টোরিডাকি ৷ এখানে ম্যাগেলানিক পেঙ্গুইনও দেখা যায়।[৯] নিজের ছুঁচ সম সূক্ষ্ম ঠোঁট ও পশম সম পালকের জন্য বিশ্ব বিখ্যাত জুয়ান ফারনান্দেজ ফায়ারক্রাউন , যা কিনা মহাবিপন্ন, এখানকারই একটি স্থানিক হামিংবার্ড প্রজাতি। মাসাটিয়েরা পেট্রেল এই দ্বীপটিরই আদি নামে নামাঙ্কিত৷[৮] মাসাটিয়েরা পেট্রেল, গোলাপি-পা শিয়ার ওয়াটার , জুয়ান ফারনান্দেজ ফায়ারক্রাউন এবং জুয়ান ফারনান্দেজ টিট-টাইর‍্যান্ট-এর মত পাখির উপস্থিতির জন্য এই দ্বীপটিকে (প্রতিবেশি সান্তা ক্লারার সাথে) বার্ডলাইফ ইন্টারন্যাশনাল গুরুত্ত্বপূর্ণ পক্ষি অঞ্চল (আই.বি.এ) বলে ঘোষনা করেছে।[১০]

রবিনসন ক্রুসো দ্বীপ, সি.এস রেসপন্ডার, ২০১৪

ইতিহাস

আদি ইতিহাস

জুয়ান ফারনান্দেজ দ্বীপপুঞ্জ ক্যাপ্টেন জুয়ান ফারনান্দেজের নামে নামাঙ্কিত, যিনি ১৫৭৪ খ্রীষ্টাব্দে এখানে প্রথম পদার্পণ করেন৷ পূর্বে রবিনসন ক্রসো দ্বীপের নাম ছিল মাস অ্যা টেরা।[৩] ইস্টার দ্বীপ থেকে এর নৈকট্যের সত্ত্বেও কোনো পলিনেশীয় বা নেটিভ আমেরিকানরা এখানে আসেননি।[১১]

১৭-১৬ শতক

১৬৮১ থেকে ১৬৮৪ খ্রীষ্টাব্দের মধ্যে উইল নামক একজনমিসকিটোকে এই দ্বীপে জলবন্দী করে রাখা হয়েছিল৷ তার সম্ভব বিশ বছর পর ১৭০৪ খ্রীষ্টাব্দে আলেকজান্ডার সেলির্কিককে এখানে জলবন্দী করা হয়৷ তিনি চার বছর চার মাস ধরে এই দ্বীপে একাকীত্বে বাস করেন৷ সেলকির্ক তার জাহাজ সিঙ্ক পোর্টস-এর সমুদ্র অভিযানের যোগ্যতা সম্পর্কে সন্ধিহান ছিলেন এবং পথ্যি মধ্যেই জাহাজ থেকে নেমে পড়ার অনুমতি চান (তার নামার কিছু সময় বাদে সত্যিই জাহাজডুবি হয়!)৷ তাদের জাহাজের ক্যাপ্টেন থমাস স্ট্র্যান্ডিং (যিনি কিনা উইলিয়াম ডামপিয়ের কর্তৃক আয়োজিত এই অভিযানে তার কলিগ ছিলেন) তাদের এই মত পথক্যের বচসায় ক্লান্ত হয়ে শেষে তাকে আদেশ দেন। সেলকির্ককে একটি মাস্কেট, বারুদ, ছুতোর সরঞ্জাম, একটি চাকু, একটি বাইবেল ও কিছু কাপড় দিয়ে দ্বীপিটিতে ছেড়ে দেওয়া হয়।[১২] তার উদ্ধারের কাহিনী এডওয়ার্ড কুক রচিত ১৭১২ সালে প্রকাশিত এ ভয়েজ রাউন্ড দ্যা সাউথ সি, এন্ড রাউন্ড দ্যা ওয়ার্ল্ড গ্রন্থে বর্ণিত রয়েছে।

১৯-২০ শতক

১৮৪০ সালে রিচার্ড হেনরি ডানা,Jr. কর্তৃক রচিত টু ইর্য়াস বিফোর দ্যা মাস্ট গ্রন্থে জুয়ান ফারনান্দেজকে একটি নতুন কারগার কলোনি বলে উল্লেখ করা হয়েছে।[১৩] সংশোধনাগারটি খুব তাড়াতাড়ি পরিত্যাগ করার জন্য দ্বীপটি পুনরায় জন শূণ্য হয়ে পড়ে।[১৪] ১৯ শতকের শেষের দিকে এইখানে স্থায়ী বাসস্থান তৈরী হয়। জোশুয়া স্লোকাম তার স্প্রে নামক ভিঙ্গায় পৃথিবী প্রদক্ষিণের সময় ২৬শে এপ্রিল থেকে ৫ই মে, ১৮৯৬ সালে এখানে কিছুদিন থেকে ছিলেন। তার রচিত সেলিং অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড এলোন স্মৃতিকথায় এই দ্বীপ ও তার ৪৫ জন অধিবাসীদের সম্পর্কে বলা হয়েছে।[১৫]

প্রথম বিশ্বযুদ্ধ

এস.এম.এস ড্রেসডন কাম্বারল্যান্ড উপসাগরে জাহাজডুবির পূর্বে

প্রথম বিশ্বযুদ্বের সময় অ্যাডমিরাল ম্যাক্সিমিলিয়ান ফন স্পি- এর জার্মান ইস্ট এশিয়া স্কোয়াড্রন ২৬-২৮শে অক্টোবর ১৯১৪ এখানে জ্বালানি সংগ্রহের জন্য কিছু দিন এখানে ছিলেন। এই দ্বীপেই তিনি তার স্কোয়াড্রনের মার্চেন্ট ক্রসার প্ৰিনজ্ এইটেল ফ্রেডরিখ-এর সাথে মিলিত হন।

সুনামি,২০১১

সমাজ

মায়া মূর্তিসমুহ

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী