রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক

মস্তিষ্ক ও রক্তকে পৃথককারী অর্ধভেদ্য ঝিল্লি

রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক হল মস্তিষ্কের কৈশিকনালীগুলিকে আবরণ প্রদানকারী ঠাসাঠাসিভাবে বিন্যস্ত বহুসংখ্যক অন্তঃঝিল্লীয় কোষের জাল দিয়ে গঠিত উচ্চমাত্রায় নৈর্বাচনিক অর্ধভেদ্য একটি বিশেষ ঝিল্লি বা পর্দা যেটি রক্তে উপস্থিত দ্রবগুলি (দ্রবীভূত পদার্থ) (বিশেষ করে মস্তিষ্কের জন্য ক্ষতিকর পদার্থ) ঝিল্লি ভেদ করে স্নায়ুকোষবিশিষ্ট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোষবহিঃস্থ তরলে প্রবেশ করার ব্যাপারটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।[১] আরও সঠিকভাবে বললে রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধকটি কৈশিকনালীর প্রাচীরের অন্তঃঝিল্লীয় কোষসমূহ, তারকাকৃতি কোষের (অ্যাস্ট্রোসাইট) প্রান্তপদ যেটি কৈশিকনালীকে খাপবদ্ধ করে রাখে, এবং কৈশিকনালীর ভিত্তি ঝিল্লিতে গ্রথিত পরিকোষগুলি নিয়ে গঠিত।[২] এই ব্যবস্থাটি পরোক্ষ ব্যাপনের দ্বারা কিছু ক্ষুদ্র অণুর প্রবেশ করা অনুমোদন করে। এছাড়া স্নায়বিক ক্রিয়ার জন্য অত্যাবশ্যক বিভিন্ন পুষ্টি উপাদান, আয়ন, জৈব ঋণায়ন (অ্যানায়ন) ও বৃহদাণু যেমন গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিডের নির্বাচিত ও সক্রিয় স্থানান্তরও এটি অনুমোদন করে।[৩]

রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক
Solute permeability at the BBB
vs. choroid plexus
বিস্তারিত
তন্ত্রস্নায়ুপ্রতিরক্ষা তন্ত্র
শনাক্তকারী
আদ্যক্ষরাBBB
মে-এসএইচD001812
শারীরস্থান পরিভাষা

রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক মস্তিষ্ক-সুষুম্নাকাণ্ডীয় তরলের ভেতরে রোগসৃষ্টিকারক জীবাণু, রক্তের বিভিন্ন দ্রব এবং বৃহৎ কিংবা জলাকর্ষী অণুগুলির প্রবেশ সীমাবদ্ধ করে, তবে একই সময়ে জলবিকর্ষী অণু (অক্সিজেন O2, কার্বন ডাই-অক্সাইড CO2, গ্রন্থিরস বা হরমোন) এবং কিছু ক্ষুদ্র মেরুবিহীন অণু প্রবেশ করতে দেয়।[৪][৫] প্রতিবন্ধকের কোষগুলি সক্রিয়ভাবে বিপাকীয় উৎপাদ যেমন গ্লুকোজ প্রতিবন্ধকের ভেতরে দিয়ে বহন করে দেয় এবং এ কাজে বিশেষ পরিবাহক প্রোটিন ব্যবহার করে।[৬] অধিকন্তু, প্রতিবন্ধকটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রান্তিক অনাক্রম্য উপাদান, যেমন সংকেতপ্রেরক অণু, প্রতিরক্ষিকা (অ্যান্টিবডি), অনাক্রম্য কোষ, ইত্যাদির প্রবেশ সীমাবদ্ধ করে এবং এভাবে প্রান্তিক অনাক্রম্য অঘটনের কারণে মস্তিষ্কের ক্ষতি হওয়া প্রতিরোধ করে।[৭] এভাবে রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধকটি সঠিক স্নায়বিক কর্মকাণ্ড নিশ্চিত করে এবং একই সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিষাক্ত পদার্থ, রোগজীবাণু, প্রদাহ, আঘাত ও রোগের হাত থেকে সুরক্ষা প্রদান করে।

যেসব বিশেষায়িত মস্তিষ্ক কাঠামো মস্তিষ্কের স্নায়বিক বর্তনীর ভেতরে সংবেদী ও নিঃসরক সমন্বয়সাধনে অংশগ্রহণ করে (যেমন কোরয়েড প্লেক্সাস বা সার্কামভেন্ট্রিকিলার অর্গান), সেগুলিতে উচ্চমাত্রায় ভেদ্য কৈশিকনালী থাকে।[৮]

কাঠামো

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী