ম্যারিল্যান্ড রুট ৬৫৭

ম্যারিল্যান্ড রুট ৬৫৭ (এমডি ৬৫৭) ছিল যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থিত একটি রাজ্য মহাসড়ক। ১.৮২ মাইল (২.৯৩ কি.মি.) এর রাস্তাটি গ্যারেথ কাউন্টি লাইনের ল্যানকোনিং এ অবস্থিত এমডি ৩৬ থেকে উত্তরে অ্যাভিল্টন-ল্যানকোনিং রোড পর্যন্ত বিস্তৃত। রাস্তাটিকে ১৯৩০ সালে নামকরণ করা হয়। ২০০৮ সালের রক্ষনাবেক্ষন প্রকল্পের অধীনে, এমডি ৬৫৭ কে ২০১০ সালে অ্যালিগনি কাউন্টি পর্যন্ত পুনরায় নির্মাণ করা হয়।

Maryland Route 657 marker

Maryland Route 657

A map of western Allegany County, Maryland, showing major roads. Maryland Route 657 was a local road between Lonaconing and the Garrett County line.
সাবেক ম্যারিল্যান্ড রুট ৬৫৭ লাল কালিতে চিত্রিত
পথের তথ্য
এমডিএসএইচএ and ল্যানকোনিং কাউন্টি প্রশাসন কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১.৮২ মা[২] (২.৯৩ কিমি)
অস্তিত্বকাল১৯৩৯–২০১১[১]
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত:এমডি ৩৬ MD ৩৬, ল্যানকোনিং
উত্তর প্রান্ত:গ্যারেথ কাউন্টি লাইনে অ্যাভিল্টন-ল্যানকোনিং রোড
অবস্থান
কাউন্টিসমূহঅ্যালিগনি
মহাসড়ক ব্যবস্থা
  • Maryland highway system
  • আন্তঃরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • রাজ্য
  • Scenic Byways
MD ৬৫৬ MD ৬৫৮

রাস্তার বিবরণ

এমডি ৬৫৭ রাস্তাটি এমডি ৩৬ থেকে শুরু হয়, যেটি কিনা ল্যানকোনিং ঐতিহাসিক স্থাপনার পাশে অবস্থিত। তারপর রাস্তাটি উত্তর-পশ্চিমদিকে ডগলাস অ্যাভিনিউ নাম নিয়ে চলতে থাকে।এখানে রাস্তাটি দুই-লেন বিশিষ্ট, সর্বোচ্চ গতিবেগ ১৫ মাইল/ঘণ্টা নির্ধারিত। পুরাতন বিচউড রোড অতিক্রম করে রাস্তাটি ল্যানকোনিং শহর ত্যাগ করে রাজ্য নিয়ন্ত্রিত স্কাইড হিলস রোড অংশে প্রবেশ করে। এখানে রাস্তাটি মাত্র ১৫ ফিট (৪.৬মি.) প্রশস্থ এবং সর্বোচ্চ গতিবেগ ২৫ মাইল/ঘণ্টা নির্ধারিত। তারপর এমডি ৬৫৭, কোন্ট ক্রিক ধরে বিগ স্যাভেজ পর্বত অতিক্রম করে। অবশেষে রাস্তাটি গ্যারেখ কাউন্টি লাইনে এসে সমাপ্ত হয় এবং সেখান থেকে পরবর্তি অংশটি অ্যাভিল্টন-ল্যানকোনিং রোড নামধারন করে উত্তরদিক বরাবর চলতে থাকে।[২][৩]

ইতিহাস

১৯৩৪ সালে ম্যারিল্যান্ড স্টেট রোডস কমিশন, স্কাইড হিলস রোডকে একটি কাউন্টি মহাসড়ক হিসেবে তৈরী করে।[৪] ১৯৩৯ সালে রাস্তাটিকে এমডি ৬৫৭ নামকরণ করে রাজ্য মহাসড়ক ব্যবস্থায় নিয়ে আসা হয়।[৫] কিন্তু ২০০৮ সালে ম্যারিল্যান্ডে স্টেট হাইওয়ে এ্যাডমিন্সট্রেশান(এমডিএসএইচএ) এবং অ্যালিগনি কাউন্টির চুক্তি অনুযায়ী রাস্তাটিকে কিংবারল্যান্ডের মিশিক রোড এর অংশটির রক্ষনাবেক্ষনের দায়িত্ব রাজ্যের কাছে হস্তান্তরের কথা বলা হয়।[১] তারপর ২০০৮ সালেই রাস্তাটি এমডি ৬৩৯ এর অংশে পরিনত হয়।[৬] বর্তমানে রাস্তাটির রক্ষনাবেক্ষনের দায়িত্ব নগর প্রশাসনের হাতে ন্যস্ত।[১][৭] এদিকে ২০১০ সালের অতিরিক্ত বৃষ্টিপাতের দরুন রাস্তাটির ব্যাপক ক্ষতিসাধন হয়, ফলশ্রুতিতে রাস্তাটিকে পুনঃনির্মাণ করতে হয়।[৮] ৫০ ফুট রাস্তাটির প্রস্থ তখন দাঁড়ায় মাত্র ১৫ থেকে ১৬ ফুট। এমডিএসএইচএ ২০১০ সালে রাস্তাটিকে পুরাতন বিচওয়ে রোড থেকে নির্মাণের পরিকল্পনা করে[৭][৯], যেটি ২০১০ সালের ডিসেম্বর নাগাদ সম্পন্ন হয় [১০] এবং ২০১১ সালে এমডি ৬৫৭ এর নামকরণ রদ করা হয়।[১]

মূখ্য অংশবিশেষ

সম্পূর্ণ রুট ছিল ল্যানকোনিং, অ্যালিগনি কাউণ্টি-এ।

মাইল
[২]
কিঃমিঃগন্তব্যটীকা
০.০০০.০০ MD ৩৬ (মেইন স্ট্রিট)  – ওয়েস্টার্নপোর্ট, ফ্রস্টবার্গদক্ষিণ প্রান্তবিন্দু
১.৮২২.৯৩উত্তর অ্যাভিল্টন-ল্যানকোনিং রোডউত্তর প্রান্তবিন্দু; গ্যারেথ কাউন্টি লাইন
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

KML is from Wikidata
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী