মৌসুমী

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও নাট্যকার

আরিফা পারভিন জামান মৌসুমী (জন্ম: ৩ নভেম্বর, ১৯৭৩)[৩] যিনি মৌসুমী নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী।[৪] নব্বই দশকের শুরুর দিকে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত মৌসুমী অভিনীত প্রথম ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)।[৫] মেঘলা আকাশ (২০০১), দেবদাস (২০১৩) ও তারকাঁটা (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি ছয়বার বাচসাস পুরস্কার ও তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

মৌসুমী
জন্ম
আরিফা পারভিন মৌসুমী

(1973-11-03) ৩ নভেম্বর ১৯৭৩ (বয়স ৫০)[১]
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
পরিচালক
প্রযোজক
কন্ঠশিল্পী
গীতিকার
ফ্যাশন ডিজাইনার
কর্মজীবন১৯৯৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীওমর সানী (বি. ১৯৯৬)
সন্তানফারদিন এহসান স্বাধীন (ছেলে)
ফাইজা (মেয়ে)
পিতা-মাতানাজমুজ্জামান মনি
শামীমা আখতার জামান
আত্মীয়ইরিন জামান (বোন), সাদিকা পারভিন পপি (ফুফাতো বোন)[২]
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (৩ বার)
বাচসাস পুরস্কার (৬বার)
মেরিল-প্রথম আলো পুরস্কার (৩ বার)

তিনি ২০০৩ সালের কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি প্রযোজনাও করেছেন তিনটি চলচ্চিত্র। মৌসুমীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।[৬] তিনি কয়েকটি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

প্রাথমিক জীবন

মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।[৭] মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। [৮] ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি "আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট" প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯২ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।[৯]

ব্যক্তিগত জীবন

মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এর সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। বাংলাদেশের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাঁদের।[১০] দাম্পত্য জীবনে তাঁদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইজা (মেয়ে) নামের দুটি সন্তান রয়েছে। মৌসুমী নিজের সেবামূলক প্রতিষ্ঠান "মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন" দেখাশুনা করে থাকেন। এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করে থাকেন। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের একটি পোশাক স্টল "লেডিস" এর মালিকানার দায়িত্বে রয়েছেন।[১১]

কর্মজীবন

অভিনয়

মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন।[১২] প্রথম চলচ্চিত্রে তাঁর বিপরীতে ছিলেন অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ। দুজনেরই এটি ছিল প্রথম চলচ্চিত্র। সিনেমাটি তখনকার সময়ে তেরো কোটি টাকা ইনকাম করে। যা ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজির স্থাপন করেন। মৌসুমী বনে যান সুপারস্টার। ছিনিয়ে নেন শীর্ষ নায়িকার আসন।আসনটি ধরে রেখেছিলেন সাত বছর। অর্থাৎ ১৯৯৯ পর্যন্ত মৌসুমী ছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়িকা।

১৯৯৩ সনে প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত এর পর থেকে মৌসুমী অভিনয় করেন মৌসুমীওমর সানির বিপরীতে দোলা ছায়াছবিতে।[১৩] প্রথম বছরই তার অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করে। পরের বছর সালমান শাহের বিপরীতে গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ, শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে ও শফি বিক্রমপুরির দেনমোহর ছায়াছবিতে।[১৪] ১৯৯৫ সালে তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকনের সাইকো-থ্রিলার বিশ্বপ্রেমিক। ১৯৯৬ সালে নিজের প্রযোজিত গরীবের রানীসুখের ঘরে দুখের আগুন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া চিত্রনায়ক মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র লুটতরাজ-এ অভিনয় করেন। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজানমনতাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক ছায়াছবি দুটি ব্যবসাসফল হয়। তবে শুধু অভিনয় নয়, অসাধারণ দেহ-বল্লব এর অধিকারিণী মৌসুমী ছিলেন সবার "ড্রিম গার্ল"। দর্শক চাহিদা মেটাতে তিনি নিজেকে আবেদনময়ী করে উপস্থাপন করেন বেশ কয়েকটি ছায়াছবিতে। পরাধীন, রক্তের অধিকার,উয়ের সম্মান, সুখের আশায় চলচ্চিত্রে শরীরী আবেদনে দর্শক মাতান। বিশেষ করে, রক্তের অধিকার চলচ্চিত্রে পিঠ উন্মুক্ত পশ্চিমা ফ্রক পরে বৃষ্টি ভেজা গানে নিজেকে আবেদনময়ী হিসাবে নতুন ভাবে চেনান। এর পরপরাধীন ছায়াছবিতে নায়ক রুবেলের সাথে "চুপ একদম চুপ" গানের মাধ্যমে সবার নজর কেড়ে নেন। সুখের আশায় ছায়াছবিতে একই নায়কের সাথে পশ্চিমা খোলামেলা পোশাকে হাজির করে আলোচনার ঝড় তুলেন। তবে সব ছাপিয়ে বউয়ের সম্মান চলচ্চিত্রে নিজের অপরূপ সৌন্দর্য তুলে ধরেন বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে। কিন্তু মিস ডায়নালাভ ইন থাইল্যান্ড ছায়াছবিতে অতিরিক্ত খোলামেলা পোশাকে উপস্থিত হয়ে কিছুটা সমালোচিত হন।[১৫]

২০০১ সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[১৬] পরের বছর কাজী হায়াতের ইতিহাসএফ আই মানিক পরিচালিত লাল দরিয়া ছায়াছবি গুলো বাণিজ্যিক সফলতা লাভ করে। ২০০৩ সালে তাঁর নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি[১৭]দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বীর সৈনিক ছায়াছবিতে অভিনয় করেন। ২০০৪ সালে খায়রুন সুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে নতুন ভাবে আবারো ফিরে পান শীর্ষ নায়িকার আসন। পরবর্তী দুই বছর অর্থাৎ ২০০৫ ও ২০০৬ সনে মৌসুমীই ছিলেন শীর্ষ চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৪ সালে তাঁর অভিনীত মাতৃত্ব চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করে। পরের বছর ধর্মীয় গোঁড়ামি নিয়ে নির্মিত মোল্লা বাড়ীর বউ ও তাঁর নিজের পরিচালিত মেহের নিগার ছায়াছবিতে অভিনয় করেন। ২০০৮ সালে একজন সঙ্গে ছিল ছায়াছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত বাবা আমার বাবা ছায়ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন বিলাতে ছায়াছবির নাম ভূমিকায় অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার

২০১১ সালে মুক্তি পায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রজাপতি, ও চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষপ্রজাপতি ছায়াছবিতে অভিনয়ের জন্য দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।[১৮] ২০১৩ সালে নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস দেবদাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে "চন্দ্রমুখী" চরিত্রে অভিনয় করেন।[১৯] এ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।[২০] এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এর সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) হিসেবে মনোনীত হন।[২১] একই বছর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা চলচ্চিত্রে অভিনয় করেন।[২২] ২০১৪ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা ছায়াছবিতে আরিফিন শুভর বোনের চরিত্রে অভিনয় করেন।[২৩] এছাড়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রযোজিত এক কাপ চা ছায়াছবিতে একজন লাইব্রেরিয়ান চরিত্রে অভিনয় করেন।[২৪] তারকাঁটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য লাভ করেন তৃতীয় বারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও এক কাপ চা চলচ্চিত্রের জন্য পান সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার[২৫] ২০১৫ সালে ঈদে মুক্তি পায় ইন্দো-বাংলা প্রযোজনায় আশোক পাতি ও আব্দুল আজিজ পরিচালিত আশিকী[২৬] ২০১৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি পায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‌মন জানেনা মনের ঠিকানা। এই চলচ্চিত্রে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেন।[২৭]

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন। ২০১৬ সালে চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর নির্দেশনায় মেঘের আড়ালে টেলিফিল্মে অভিনয় করেন। এতে প্রথম বারের মত একসাথে টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী ও রিয়াজ[২৮]একই বছর ঈদুল ফিতর উপলক্ষে আফতাব বিন তমিজের নির্দেশনায় অতীত হারায়ে খুঁজি টেলিফিল্মে কাজ করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি।[২৯]

প্রযোজনা

মৌসুমী ১৯৯৬ সালে গরীবের রানী ছায়াছবি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান। চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন।[৩০] একই বছর এই প্রতিষ্ঠান থেকে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সুখের ঘরে দুখের আগুনমনতাজুর রহমান আকবর পরিচালনায় বউয়ের সম্মান (আমার বউ) ছায়াছবি প্রযোজনা করেন।[৩১] এরপর দীর্ঘ ১৯ বছর পর তিনি আবার আমি এতিম হতে চাই দিয়ে চলচ্চিত্র প্রযোজনায় ফিরে আসেন। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন মৌসুমী ও ঋদ্দি টকিজ।[৩২]

পরিচালনা

২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন মেহের নিগার। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করছেন।[৩৩]

সঙ্গীত

মৌসুমী ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব ছায়াছবিতে একটি গানে কণ্ঠ দেন। ২০০৭ সালে ইথুন বাবুর সুরে ২০১৪ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা ছায়াছবিতে "কি যে শূন্য লাগে তুমিহীনা" গানে কণ্ঠ দেন।[৩৪] এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছায়াছবি চলচ্চিত্রে "মন যা বলে বলুক" গানের গীত রচনা করেছেন মৌসুমী।[৩৫]

চলচ্চিত্রের তালিকা

বছরশিরোনামচরিত্রপরিচালকটীকা
১৯৯৩কেয়ামত থেকে কেয়ামতরেশমীসোহানুর রহমান সোহানঅভিনীত প্রথম চলচ্চিত্র
মৌসুমীমৌসুমী
দোলাদোলাদিলীপ সোম
১৯৯৪আত্ম অহংকাররায়হান মুজিব
অন্তরে অন্তরেঝিনুকশিবলি সাদিক
স্নেহতিথিগাজী মাজহারুল আনোয়ার
বিদ্রোহী বধূইস্পাহানী আরিফ জাহান
প্রথম প্রেমএ. জে. মিন্টু
১৯৯৫দেনমোহররুখসানাশফি বিক্রমপুরী
ক্ষুধাগাজী মাজহারুল আনোয়ার
ভাংচুরসিদ্দিক জামাল নান্টু
মুক্তির সংগ্রামউত্তম আকাশ
সংসারের সুখ দুঃখমনোয়ার খোকন
বিশ্বপ্রেমিকশিখাশহীদুল ইসলাম খোকন
আদরের সন্তানমৌআমজাদ হোসেন
শেষ রক্ষাশওকত জামিল
প্রিয় তুমিহাফিজ উদ্দিন
লজ্জাআজিজুর রহমান
১৯৯৬স্বজনসোহানুর রহমান সোহান
ঘাত প্রতিঘাতমনোয়ার খোকন
হারানো প্রেমমিতাদেলোয়ার জাহান ঝন্টু
রাক্ষসশহীদুল ইসলাম খোকন
বাঘিনী কন্যামনতাজুর রহমান আকবর
গরীবের রাণীমনোয়ার খোকন
পাপের শাস্তিউজ্জ্বল
সুখের স্বর্গসুমিইস্পাহানী-আরিফ জাহান
আত্মত্যাগসৈয়দ হারুন
শয়তান মানুষমনতাজুর রহমান আকবর
ফাঁসির আসামীদেলোয়ার জাহান ঝন্টু
১৯৯৭জজ সাহেবশামসুদ্দিন টগর
শান্তি চাইসোহানুর রহমান সোহান
গোলাগুলিসিদ্দিক জামাল নান্টু
মিথ্যা অহংকারমোতালেব হোসেন
রূপসী রাজকন্যাএম এম সরকার
রঙিন রংবাজউত্তম আকাশ
বিশ বছর পরদেলোয়ার জাহান ঝন্টু
লাট সাহেবের মেয়েইস্পাহানী-আরিফ জাহান
স্নেহের বাঁধনমতিন রহমান
কাল নাগিনীর প্রেমসিরাজুল মিজান
কথা দাওআজিজুর রহমান
অন্ধ ভালোবাসামনতাজুর রহমান আকবর
সুখের ঘরে দুঃখের আগুনমুশফিকুর রহমান গুলজার
মোনাফেকসাঈদুর রহমান সাঈদ
নরপিশাচশহীদুল ইসলাম খোকন
লুটতরাজকাজী হায়াৎমান্নার সাথে অভিনীত প্রথম চলচ্চিত্র
১৯৯৮উল্কাগাজী মাজহারুল আনোয়ার
বাপের টাকাএ. জে. মিন্টু
তুমি সুন্দরইস্পাহানী-আরিফ জাহান
ত্যাজ্যপুত্রসাইফুল আজম কাসেম
রাজা বাংলাদেশীদেলোয়ার জাহান ঝন্টু
পরাধীনগাজী মাজহারুল আনোয়ার
রক্তের অধিকারশেখ জামাল
সুখের আশায়মতিন রহমান
১৯৯৯মোস্তফা ভাইইস্পাহানী-আরিফ জাহান
রাজার ভাই বাদশাসিদ্দিক জামাল নান্টু
ভণ্ড বাবাউত্তম আকাশ
মগের মুল্লুকমনতাজুর রহমান আকবর
দুশমন দুনিয়াশফিকুল ইসলাম
খবর আছেরায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল
আম্মাজানরিনাকাজী হায়াৎ
ভণ্ড প্রেমিকনাজমুল হুদা মিন্টু
বাঘের থাবামাসুদ পারভেজ
মিস ডায়নাবাদল খন্দকার
লাভ ইন থাইল্যান্ডমোহাম্মদ হোসেন
২০০০চিটার নাম্বার ওয়ানসিদ্দিক জামাল নান্টু
রাজু মাস্তানআবুল খায়ের বুলবুল
কষ্টকাজী হায়াৎ
আজ গায়ে হলুদমোহাম্মদ হোসেন
মনে রেখ পৃথিবীবজলুর রশিদ চৌধুরী
হৃদয় নিয়ে যুদ্ধমোস্তফা আনোয়ার
কালা কাফনমো: শরিফ উদ্দিন খান দীপু
আমার প্রেম আমার অহংকারজামশেদুর রহমান
বর্তমানকাজী হায়াৎ
আমার প্রতিজ্ঞাসোহানুর রহমান সোহান
গিরিঙ্গীবাজউত্তম আকাশ
কুখ্যাত খুনিমনতাজুর রহমান আকবর
২০০১পাঞ্জাকাজী হায়াৎ
ভেজা বিড়াললগ্নশহীদুল ইসলাম খোকন
মুখোমুখিআজিজ আহমেদ বাবুল
তাণ্ডবলীলাকাজী হায়াৎ
ঢাকাইয়া মাস্তানমনতাজুর রহমান আকবর
২০০২ভয়ানক সংঘর্ষমনতাজুর রহমান আকবর
মেজর সাহেবমনতাজুর রহমান আকবর
মেঘলা আকাশমেঘলানারগিস আক্তারবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
উত্তেজিতআহমেদ নাসির
বিপদজনকশেখ দিদার
আলীবাবাআবিদ হাসান বাদল
ভালোবাসার শত্রুআজিজ আহমেদ বাবুল
আর্তনাদগাজী মাজহারুল আনোয়ার
ইতিহাসমীমকাজী হায়াৎ
লাল দরিয়ারানুএফ আই মানিক
স্ত্রীর মর্যাদাএফ আই মানিক
ওরা ভয়ংকরমো: শরীফ উদ্দিন খান দিপু
আবার একটি যুদ্ধবাদল খন্দকার
আঘাত পাল্টা আঘাতমনতাজুর রহমান আকবর
২০০৩চাই ক্ষমতাশহীদুল ইসলাম খোকন
সত্যের বিজয়সোহানুর রহমান সোহান
বীর সৈনিকরুবিদেলোয়ার জাহান ঝন্টু
সত্য মিথ্যার লড়াইমনোয়ার খোকন
দুই বধূ এক স্বামীএফ আই মানিক
মিনিষ্টারকাজী হায়াৎ
বউয়ের সম্মানমনতাজুর রহমান আকবরপ্রযোজিত ছবি
বিগ বসমনতাজুর রহমান আকবর
স্ত্রী কেন ডাকাতশাহাদাত হোসেন বাদশা
রুস্তমমনতাজুর রহমান আকবর
কখনো মেঘ কখনো বৃষ্টিনদীমৌসুমীপরিচালিত প্রথম চলচ্চিত্র
২০০৪বাঘের বাচ্চাএম. এম. সরকার
খায়রুন সুন্দরীখায়রুনএ কে সোহেল
স্বামী ছিনতাইরত্নাসোহানুর রহমান সোহান
২০০৫রক্তে আমার আগুনএস আলম সাকী
মোল্লা বাড়ির বউবকুলসালাউদ্দিন লাভলু
আমি জেল থেকে বলছিমালেক আফসারী
সন্ত্রাসী মুন্নাইস্পাহানী আরিফ জাহান
গোলাপজানশাহাদাত হোসেন লিটন
মেহের নিগারমেহের নিগারমৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার
মাতৃত্বসখিনাজাহিদ হোসেন
প্রতিবাদী মাষ্টারছটকু আহমেদ
২০০৬মায়ের মর্যাদাদিলীপ বিশ্বাস
ধ্রুবতারাচাষী নজরুল ইসলাম
সোনার ময়না পাখিআনোয়ার সিরাজী
জীবনের গল্পগাজী মাজহারুল আনোয়ার
হৃদয়ের কথাএস এ হক অলিকঅতিথি চরিত্রে
ওরে সাম্পানওয়ালামাসুম বাবুল
দজ্জাল শ্বাশুড়ীরকিবুল আলম রকিব
বিন্দুর ছেলেবিন্দুবাশিনীমুশফিকুর রহমান গুলজারশরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
২০০৭বাংলার বউএ. কে. সোহেল
বৃষ্টি ভেজা আকাশসোহানুর রহমান সোহান
সাজঘরলীনাশাহ আলম কিরণ
তুই যদি আমার হইতি রেউত্তম আকাশ
একজন সঙ্গে ছিলসুমনাশওকত জামিলবিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
এই যে দুনিয়া!গাজী মাজহারুল আনোয়ার
বিয়াইন সাবআবুল কালাম আজাদ
মেশিনম্যানসাফি উদ্দিন সাফি
এক বুক জ্বালাআঁখি চৌধুরীশাহীন-সুমন
শত্রু শত্রু খেলাজয়নাল আবেদিন
২০০৮ |বাবা আমার বাবাইলিয়াস কাঞ্চন
অবুঝ শিশুশফিকুল ইসলাম ভৈরবী
বধূবরণনজরুল ইসলাম খান
স্বপ্নপূরণশহীদুল ইসলাম খোকন
পাষাণের প্রেমগাজী মাজহারুল আনোয়ার
২০০৯সাহেব নামের গোলামরাজু চৌধুরী
ময়না মতির সংসারআলী আজাদ
হৃদয় থেকে পাওয়ামোহাম্মদ হোসেন জেমী
ওপারে আকাশশফিকুল ইসলাম সোহেল
২০১০গোলাপী এখন বিলাতেগোলাপীআমজাদ হোসেনবিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
বিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (দর্শক জরিপ)
২০১১কুসুম কুসুম প্রেমকুসুমমুশফিকুর রহমান গুলজার
প্রজাপতিরিতামুহাম্মদ মোস্তফা কামাল রাজবিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (দর্শক জরিপ)
দুই পুরুষচাষী নজরুল ইসলাম
২০১৩দেবদাসচন্দ্রমুখীচাষী নজরুল ইসলামবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
কিছু আশা কিছু ভালোবাসামোস্তাফিজুর রহমান মানিক
২০১৪তারকাঁটামুহাম্মদ মোস্তফা কামাল রাজবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
এক কাপ চাদীপানঈম ইমতিয়াজ নিয়ামুলবিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (সমালোচক)
২০১৫আশিকীঅশোক পাতিইন্দো-বাংলা যৌথ প্রযোজনার চলচ্চিত্র
২০১৬ভালোবাসবোই তোবেলাল আহমেদ
মন জানেনা মনের ঠিকানাব্যারিস্টার শিরিনমুশফিকুর রহমান গুলজার
২০১৭দুলাভাই জিন্দাবাদজোসনামনতাজুর রহমান আকবর
২০১৮আমি নেতা হবোউত্তম আকাশ
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়াবৃষ্টি
পবিত্র ভালোবাসামায়াদেবীএ কে সোহেল
নায়কইস্পাহানী-আরিফ জাহান
লিডারদিলশাদুল হক শিমুল
২০১৯নোলকউকিলসাকিব সনেট
রাত্রির যাত্রীহাবিবুল ইসলাম হাবিব
২০২১সৌভাগ্যএফ আই মানিক
২০২২ভাঙনমির্জা সাখাওয়াত হোসেন
দেশান্তরআশুতোষ সুজন
২০২৪সোনার চরজাহিদ হাসান



মৌসুমী অভিনীত চলচ্চিত্রের তালিকা


১। কেয়ামত থেকে কেয়ামত (সালমানশাহ্) - সোহানুর রহমান সোহান - ২৫.০৩.১৯৯৩ - ঈদুল ফিতর২। মৌসুমী (নাদিম হায়দার/অমিত হাসান) - নাজমুল হুদা মিন্টু - ২৪.০৯.১৯৯৩৩। দোলা (ওমরসানী) - দিলীপ সোম - ০৩.১২.১৯৯৩

৪। আত্ম অহংকার (ওমরসানী) - রায়হান মুজিব - ২২.০৪.১৯৯৪৫। অন্তরে অন্তরে (সালমানশাহ্) - শিবলি সাদিক - ১০.০৬.১৯৯৪৬। স্নেহ (সালমানশাহ্) - গাজী মাজহারুল আনোয়ার - ১৬.০৯.১৯৯৪৭। বিদ্রোহী বধূ (বাপ্পারাজ) - ইস্পাহানি আরিফ জাহান - ২১.১০.১৯৯৪৮। প্রথম প্রেম (ওমরসানী) - এ জে মিন্টু - ৩০.১২.১৯৯৪

৯। দেন মোহর (সালমানশাহ্) - শফি বিক্রমপুরী - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর১০। ক্ষুধা (ওমরসানী) - গাজী মাজহারুল আনোয়ার - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর১১। ভাংচুর (ইলিয়াস কাঞ্চন/রুবেল) - সিদ্দিক জামাল নান্টু - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আজহা১২। মুক্তির সংগ্রাম (ওমরসানী) - উত্তম আকাশ - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা১৩। সংসারের সুখ দুঃখ (ওমরসানী) - মনোয়ার খোকন - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা১৪। বিশ্বপ্রেমিক (রুবেল/সোহেল রানা) - শহীদুল ইসলাম খোকন - ২৮.০৭.১৯৯৫১৫। আদরের সন্তান (ইলিয়াস কাঞ্চন) - আমজাদ হোসেন - ১১.০৮.১৯৯৫১৬। শেষ রক্ষা (ইলিয়াস কাঞ্চন) - শওকত জামিল - ২৫.০৮.১৯৯৫১৭। প্রিয় তুমি (ওমরসানী) - হাফিজ উদ্দিন - ১৭.১১.১৯৯৫১৮। লজ্জা (ওমরসানী) - আজিজুর রহমান - ২২.১২.১৯৯৫

১৯। স্বজন (ইলিয়াস কাঞ্চন/রুবেল) - সোহানুর রহমান সোহান - ২১.০২.১৯৯৬ - ঈদুল ফিতর২০। ঘাত প্রতিঘাত (ওমরসানী) - মনোয়ার খোকন - ২১.০২.১৯৯৬ - ঈদুল ফিতর২১। হারানো প্রেম (ওমরসানী/বাপ্পারাজ) - দেলোয়ার জাহান ঝন্টু - ২১.০২.১৯৯৬ - ঈদুল ফিতর২২। রাক্ষস (রুবেল) - শহীদুল ইসলাম খোকন - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা২৩। বাঘিনী কন্যা (বাপ্পারাজ) - মনতাজুর রহমান আকবর - ০৭.০৬.১৯৯৬২৪। গরিবের রাণী (ওমরসানী) - মনোয়ার খোকন - ১২.০৭.১৯৯৬২৫। পাপের শাস্তি (ওমরসানী) - উজ্জ্বল - ১৯.০৭.১৯৯৬২৬। সুখের স্বর্গ (ওমরসানী) - ইস্পাহানি আরিফ জাহান - ৩০.০৮.১৯৯৬২৭। আত্মত্যাগ (ইলিয়াস কাঞ্চন) - সৈয়দ হারুন - ১৩.০৯.১৯৯৬২৮। শয়তান মানুষ (ওমরসানী) - মনতাজুর রহমান আকবর - ১১.১০.১৯৯৬২৯। ফাঁসির আসামী (ওমরসানী) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.১১.১৯৯৬

৩০। জজ সাহেব (অমিত হাসান) - শামসুদ্দিন টগর - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর৩১। শান্তি চাই (ওমরসানী) - সোহানুর রহমান সোহান - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর৩২। গোলাগুলি (ইলিয়াস কাঞ্চন/ওমরসানী) - সিদ্দিক জামাল নান্টু - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর৩৩। মিথ্যা অহংকার (ওমরসানী) - মোতালেব হোসেন - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর৩৪। রূপসী রাজকন্যা (ওমরসানী) - এম এম সরকার - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর৩৫। রঙিন রংবাজ (ওমরসানী) - উত্তম আকাশ - ১৪.০৩.১৯৯৭৩৬। বিশ বছর পর (বাপ্পারাজ) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৪.০৩.১৯৯৭৩৭। লাট সাহেবের মেয়ে (ওমরসানী) - ইস্পাহানি আরিফ জাহান - ১৮.০৪.১৯৯৭ - ঈদুল আযহা৩৮। স্নেহের বাঁধন (ওমরসানী) - মতিন রহমান - ০৬.০৬.১৯৯৭৩৯। কাল নাগিনীর প্রেম (ওমরসানী) - সিরাজুল মিজান - ১৩.০৬.১৯৯৭৪০। কথা দাও (ওমরসানী/বাপ্পারাজ) - আজিজুর রহমান - ১৮.০৭.১৯৯৭৪১। অন্ধ ভালোবাসা (ইলিয়াস কাঞ্চন) - মনতাজুর রহমান আকবর - ১৫.০৮.১৯৯৭৪২। সুখের ঘরে দুখের আগুন (ইলিয়াস কাঞ্চন) - মুশফিকুর রহমান গুলজার - ১০.১০.১৯৯৭৪৩। মোনাফেক (ওমরসানী) - সাঈদুর রহমান সাঈদ - ৩১.১০.১৯৯৭৪৪। নরপিশাচ (রুবেল) - শহীদুল ইসলাম খোকন - ৩১.১০.১৯৯৭৪৫। লুটতরাজ (মান্না) - কাজী হায়াৎ - ০৭.১১.১৯৯৭

৪৬। উল্কা (ওমরসানী/রুবেল) - গাজী মাজহারুল আনোয়ার - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর৪৭। বাপের টাকা (ওমরসানী) - এ জে মিন্টু - ২০.০২.১৯৯৮৪৮। তুমি সুন্দর (ওমরসানী) - ইস্পাহানী আরিফ জাহান - ২০.০৩.১৯৯৮৪৯। ত্যাজ্যপুত্র (ওমরসানী) - সাইফুল আজম কাসেম - ২৯.০৫.১৯৯৮৫০। রাজা বাংলাদেশি (মান্না) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৬.১০.১৯৯৮৫১। পরাধীন (রুবেল) - গাজী মাজহারুল আনোয়ার - ২৩.১০.১৯৯৮৫২। রক্তের অধিকার (ইলিয়াস কাঞ্চন) - শেখ জামাল - ২০.১১.১৯৯৮৫৩। সুখের আশায় (রুবেল) - মতিন রহমান - ২০.১১.১৯৯৮

৫৪। মোস্তফা ভাই (মান্না) - ইস্পাহানি আরিফ জাহান - ১৯.০১.১৯৯৯ - ঈদুল ফিতর৫৫। রাজার ভাই বাদশা (ইলিয়াস কাঞ্চন) - সিদ্দিক জামাল নান্টু - ২৬.০২.১৯৯৯ ৫৬। ভণ্ড বাবা (মান্না) - উত্তম আকাশ - ২৯.০৩.১৯৯৯ - ঈদুল আযহা৫৭। মগের মুল্লুক (শাকিল খান) - মনতাজুর রহমান আকবর - ২১.০৫.১৯৯৯৫৮। দুশমন দুনিয়া (মান্না) - শফিকুল ইসলাম - ১১.০৬.১৯৯৯৫৯। খবর আছে (মান্না) - রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল - ১১.০৬.১৯৯৯৬০। আম্মাজান (মান্না/আমিন খান) - কাজী হায়াৎ - ২৫.০৬.১৯৯৯৬১। ভণ্ড প্রেমিক (ইলিয়াস কাঞ্চন) - নাজমুল হুদা মিন্টু - ১৬.০৭.১৯৯৯৬২। বাঘের থাবা (আলীরাজ) - মাসুদ পারভেজ - ০৬.০৮.১৯৯৯৬৩। মিস ডায়না (ফেরদৌস) - বাদল খন্দকার - ১৭.০৯.১৯৯৯৬৪। লাভ ইন থাইল্যান্ড (আমিন খান) - মোহাম্মদ হোসেন - ১৫.১০.১৯৯৯

৬৫। চিটার নাম্বার ওয়ান (মান্না) - সিদ্দিক জামাল নান্টু - ০৯.০১.২০০০ - ঈদুল ফিতর৬৬। রাজু মাস্তান (মান্না) - আবুল খায়ের বুলবুল - ১১.০২.২০০০৬৭। কষ্ট (মান্না/শাকিল খান) - কাজী হায়াৎ - ১৭.০৩.২০০০ - ঈদুল আযহা৬৮। আজ গায়ে হলুদ (আমিন খান/মাহফুজ) - মোহাম্মদ হোসেন - ১৭.০৩.২০০০ - ঈদুল আযহা৬৯। মনে রেখ পৃথিবী (ইলিয়াস কাঞ্চন/শাহিন আলম) - বজলুর রশিদ চৌধুরী - ১৪.০৪.২০০০৭০। হৃদয় নিয়ে যুদ্ধ (মান্না) - মোস্তফা আনোয়ার - ১৪.০৪.২০০০৭১। কালা কাফন (মান্না) - শরিফ উদ্দিন খান দীপু - ০৯.০৬.২০০০৭২। আমার প্রেম আমার অহংকার (শাকিল খান/মাহফুজ) - জামশেদুর রহমান - ২১.০৭.২০০০৭৩। বর্তমান (মান্না) - কাজী হায়াৎ - ২২.০৯.২০০০৭৪। আমার প্রতিজ্ঞা (মান্না) - সোহানুর রহমান সোহান - ০৬.১০.২০০০৭৫। গিরিঙ্গীবাজ (শাকিল খান) - উত্তম আকাশ - ২০.১০.২০০০৭৬। কুখ্যাত খুনী (মান্না) - মনতাজুর রহমান আকবর - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর

৭৭। পাঞ্জা (মান্না/সাগীর) - কাজী হায়াৎ - ০৭.০৩.২০০১ - ঈদুল আযহা৭৮। ভেজা বিড়াল (মান্না) - শহীদুল ইসলাম খোকন - ১৮.০৫.২০০১৭৯। মুখোমুখি (অমিত হাসান) - আজিজ আহমেদ বাবুল - ২৫.০৫.২০০১৮০। তাণ্ডবলীলা (মান্না) - কাজী হায়াৎ - ২২.০৬.২০০১৮১। ঢাকাইয়া মাস্তান (মান্না) - মনতাজুর রহমান আকবর - ১৭.১২.২০০১ - ঈদুল ফিতর

৮২। ভয়ানক সংঘর্ষ (মান্না) - মনতাজুর রহমান আকবর - ২৩.০২.২০০২ - ঈদুল আযহা৮৩। মেজর সাহেব (মান্না) - মনতাজুর রহমান আকবর - ২৩.০২.২০০২ - ঈদুল আযহা৮৪। মেঘলা আকাশ (আইয়ূব খান) - নার্গিস আক্তার - ২২.০৩.২০০২৮৫। উত্তেজিত (আমিন খান) - আহমেদ নাসির - ০৫.০৪.২০০২৮৬। বিপদজনক (আমিন খান) - শেখ দিদার - ২৬.০৪.২০০২৮৭। আলীবাবা (মান্না) - আবিদ হাসান বাদল - ২৪.০৫.২০০২৮৮। ভালোবাসার শত্রু (ইলিয়াস কাঞ্চন) - আজিজ আহমেদ বাবুল - ০৫.০৭.২০০২৮৯। আর্তনাদ (আমিন খান) - গাজী মাজহারুল আনোয়ার - ০৫.০৭.২০০২৯০। ইতিহাস (বিশেষ শিল্পী) - কাজী হায়াৎ - ০২.০৮.২০০২৯১। লাল দরিয়া (আমিন খান) - এফ আই মানিক - ০৯.০৮.২০০২৯২। স্ত্রীর মর্যাদা (আমিন খান) - এফ আই মানিক - ৩০.০৮.২০০২৯৩। ওরা ভয়ংকর (মান্না) - শরীফ উদ্দিন খান দিপু - ১৩.০৯.২০০২৯৪। আবার একটি যুদ্ধ (মান্না) - বাদল খন্দকার - ১৮.১০.২০০২৯৫। আঘাত পাল্টা আঘাত (মান্না) - মনতাজুর রহমান আকবর - ০৬.১২.২০০২ - ঈদুল ফিতর

৯৬। চাই ক্ষমতা (রুবেল) - শহীদুল ইসলাম খোকন - ১৭.০১.২০০৩৯৭। সত্যের বিজয় (অমিত হাসান) - সোহানুর রহমান সোহান - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা৯৮। বীর সৈনিক (মান্না) - দেলোয়ার জাহান ঝন্টু - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা৯৯। সত্য মিথ্যার লড়াই (মান্না) - মনোয়ার খোকন - ০৪.০৪.২০০৩১০০। দুই বধূ এক স্বামী (মান্না) - এফ আই মানিক - ১১.০৪.২০০৩১০১। মিনিষ্টার (মান্না) - কাজী হায়াৎ - ১৬.০৫.২০০৩১০২। বৌয়ের সম্মান (অমিত হাসান/মাসুম বাবুল) - মনতাজুর রহমান আকবর - ২৭.০৬.২০০৩১০৩। বিগবস (মান্না) - মনতাজুর রহমান আকবর - ০৪.০৭.২০০৩১০৪। স্ত্রী কেন শত্রু (আমিন খান) - বাদশা ভাই - ১১.০৭.২০০৩১০৫। রুস্তম (মান্না) - বদিউল আলম খোকন - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর১০৬। কখনো মেঘ কখনো বৃষ্টি (ফেরদৌস) - মৌসুমী - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর

১০৭। বাঘের বাচ্চা (মান্না) - এম এম সরকার - ০৯.০৭.২০০৪১০৮। খাইরুন সুন্দরী (ফেরদৌস) - এ কে সোহেল - ১৬.০৭.২০০৪১০৯। স্বামী ছিনতাই (মান্না/শরদ কাপুর) - সোহানুর রহমান সোহান - ১৫.১১.২০০৪ - ঈদুল ফিতর

১১০। রক্তে আমার আগুন (হেলাল খান) - এস আলম সাকী - ০৬.০৫.২০০৫১১১। মোল্লা বাড়ীর বউ (রিয়াজ) - সালাউদ্দিন লাভলু - ০২.০৯.২০০৫১১২। আমি জেল থেকে বলছি (মান্না) - মালেক আফসারী - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর১১৩। সন্ত্রাসী মুন্না (মান্না) - ইস্পাহানী আরিফ জাহান - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর১১৪। গোলাপজান (ফেরদৌস) - শাহাদাত হোসেন লিটন - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর১১৫। মেহের নেগার (ফেরদৌস) - মৌসুমী ও গুলজার - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর (চ্যানেল আই টিভি প্রিমিয়ার)১১৬। মাতৃত্ত (হুমায়ূন ফরিদী) - জাহিদ হোসেন - ১৮.১১.২০০৫১১৭। প্রতিবাদী মাষ্টার (মান্না) - ছটকু আহমদ - ০৯.১২.২০০৫

১১৮। মায়ের মর্যাদা (মান্না) - দীলিপ বিশ্বাস - ১১.০১.২০০৬ - ঈদুল আযহা১১৯। ধ্রুবতারা (ফেরদৌস/হেলাল খান) - চাষী নজরুল ইসলাম - ২৪.০৩.২০০৬১২০। সোনার ময়না পাখি (ফেরদৌস) - আনোয়ার সিরাজী - ০৫.০৫.২০০৬১২১। জীবনের গল্প (মান্না) - গাজী মাহজারুল আনোয়ার - ১২.০৫.২০০৬১২২। হৃদয়ের কথা (বিশেষ শিল্পী) - এস এ হক অলিক - ১৮.০৮.২০০৬১২৩। ওরে সাম্পানওয়ালা (ফেরদৌস) - মাসুম বাবুল - ২৫.১০.২০০৬ - ঈদুল ফিতর১২৪। দজ্জাল শ্বাশুড়ী (ফেরদৌস) - রকিবুল আলম রকিব - ২৫.১০.২০০৬ - ঈদুল ফিতর১২৫। বিন্দুর ছেলে (ফেরদৌস) - মুশফিকুর রহমান গুলজার - ২৪.১১.২০০৬

১২৬। বাংলার বউ (ফেরদৌস) - এ কে সোহেল - ০১.০১.২০০৭ - ঈদুল আযহা১২৭। বৃষ্টি ভেজা আকাশ (ফেরদৌস) - সোহানুর রহমান সোহান - ০২.০৩.২০০৭১২৮। সাজঘর (মান্না) - শাহ আলম কিরণ - ১৩.০৪.২০০৭১২৯। তুই যদি আমার হইতিরে (শাকিব খান/ফেরদৌস) - উত্তম আকাশ - ১৭.০৮.২০০৭১৩০। একজন সঙ্গে ছিল (রিয়াজ/আসিফ ইকবাল) - শওকত জামিল - ১৪.১০.২০০৭ - ঈদুল ফিতর১৩১। এই যে দুনিয়া! (মান্না) - গাজী মাজহারুল আনোয়ার - ১৬.১১.২০০৭১৩২। বিয়াইন সাব (শাকিল খান) - আবুল কালাম আজাদ - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা১৩৩। মেশিনম্যান (মান্না) - সাফি ইকবাল - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা১৩৪। এক বুক জ্বালা (ফেরদৌস) - শাহিন-সুমন - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা১৩৫। শত্রু শত্রু খেলা (মান্না) - জয়নাল আবেদিন - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা

১৩৬। বাবা আমার বাবা (ফেরদৌস) - ইলিয়াস কাঞ্চন - ১৫.০২.২০০৮১৩৭। অবুঝ শিশু (মান্না) - শফিকুল ইসলাম - ২২.০২.২০০৮১৩৮। বধূ বরণ (আমিন খান/ফেরদৌস) - নজরুল ইসলাম খান - ০২.০৫.২০০৮১৩৯। স্বপ্নপূরণ (ফেরদৌস) - শহিদুল ইসলাম খোকন - ০২.১০.২০০৮ - ঈদুল ফিতর১৪০। পাষাণের প্রেম (আদনান) - গাজী মাজহারুল আনোয়ার - ০৭.১১.২০০৮

১৪১। হৃদয় থেকে পাওয়া (মান্না) - মোহাম্মদ হোসেন জেমী - ০৬.০৩.২০০৯১৪২। ময়নামতির সংসার (ফেরদৌস) - আলী আজাদ - ০৬.০৩.২০০৯১৪৩। সাহেব নামে গোলাম (ওমরসানী) - রাজু চৌধুরী - ২১.০৯.২০০৯ - ঈদুল ফিতর

১৪৪। গোলাপি এখন বিলাতে (মিঠুন চক্রবর্তী) - আমজাদ হোসেন - ২৯.০১.২০১০

১৪৫। কুসুম কুসুম প্রেম (রিয়াজ/ফেরদৌস) - মুশফিকুর রহমান গুলজার - ৩১.০৮.২০১১ - ঈদুল ফিতর১৪৬। দুই পুরুষ (শোয়েব/রিয়াজ) - চাষী নজরুল ইসলাম - ০২.০৯.২০১১১৪৭। প্রজাপতি (জাহিদ হাসান/মোশাররফ করিম) - মোহাম্মদ মোস্তফা কামাল রাজ - ০৭.১১.২০১১ - ঈদুল আযহা

১৪৮। দেবদাস (শাকিব খান) - চাষী নজরুল ইসলাম - ১৫.০২.২০১৩১৪৯। কিছু আশা কিছু ভালবাসা (ফেরদৌস) - মোস্তাফিজুর রহমান মানিক - ২০.০৯.২০১৩

১৫০। তারকাঁটা (বিশেষ শিল্পী) - মুহম্মদ মোস্তফা কামাল রাজ - ০৬.০৬.২০১৪১৫১। এক কাপ চা (ফেরদৌস) - নঈম ইমতিয়াজ নেয়ামুল - ২৮.১১.২০১৪

১৫২। আশিকী (বিশেষ শিল্পী) - আবদুল আজিজ ও অশোক পাতি - ২৫.০৯.২০১৫ - ঈদুল আযহা

১৫৩। ভালোবাসবোই তো (নিলয়/ওমরসানী) - বেলাল আহমেদ - ১২.০২.২০১৬১৫৪। মন জানেনা মনের ঠিকানা (ফেরদৌস) - মুশফিকুর রহমান গুলজার - ০১.০৪.২০১৬

১৫৫। দুলাভাই জিন্দাবাদ (ডিপজল) - মনতাজুর রহমান আকবর - ২০.১০.২০১৭

১৫৬। আমি নেতা হবো (ওমরসানী) - উত্তম আকাশ - ১৬.০২.২০১৮১৫৭। চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া (ওমরসানী/ডি জে সোহেল) - উত্তম আকাশ - ১৬.০৬.২০১৮ - ঈদুল ফিতর১৫৮। পবিত্র ভালোবাসা (ফেরদৌস) - এ.কে সোহেল - ০৫.১০.২০১৮১৫৯। নায়ক (অমিত হাসান) - ইস্পাহানি আরিফ জাহান - ১৯.১০.২০১৮১৬০। লিডার (ফেরদৌস/ওমরসানী) - দিলশাদুল হক শিমুল - ১৬.১১.২০১৮১৬১। পোস্টমাস্টার ৭১ (ফেরদৌস) - আবির খান ও রাশেদ শামীম - ১৪.১২.২০১৮

১৬২। রাত্রির যাত্রী (আনিসুর রহমান মিলন) - হাবিবুল ইসলাম হাবিব - ১৫.০২.২০১৯ ১৬৩। নোলক (ওমরসানী) - সাকিব সনেট - ০৫.০৬.২০১৯ - ঈদুল ফিতর

১৬৪। সৌভাগ্য (ডিপজল) - এফ আই মানিক - ১৪.০৫.২০২১ - ঈদুল ফিতর

১৬৫। ভাঙন (ফজলুর রহমান বাবু) - মির্জা সাখাওয়াৎ হোসেন - ১১.১১.২০২২১৬৬। দেশান্তর (আহমেদ রুবেল) - আশুতোষ সুজন - ১১.১১.২০২২

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বাচসাস পুরস্কার
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - কষ্ট (২০০০)
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - ভেজা বিড়াল (২০০১)
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - মাতৃত্ব (২০০৫)
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - একজন সঙ্গে ছিল (২০০৮)
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - গোলাপী এখন বিলাতে (২০১০)
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী-এক কাপ চা(২০১৩)
মেরিল-প্রথম আলো পুরস্কার
    • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (দর্শক জরিপ) - গোলাপী এখন বিলাতে (২০১০)
    • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (দর্শক জরিপ) - প্রজাপতি (২০১১)
    • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (সমালোচক) - এক কাপ চা (২০১৪)
    • মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (সমালোচক) - প্রজাপতি (২০১১)
    • মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (সমালোচক) - দেবদাস (২০১৩)
    • মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) (দর্শক জরিপ) - এক কাপ চা (২০১৪)


    • লাক্স চ্যানেল আই পারফর্মেন্স পুরস্কার
    • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (কখনো মেঘ কখনো বৃষ্টি)(২০০৩)
    • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী -( মোল্লা বাড়ির বউ) (২০০৫)
    • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী - (একজন সঙ্গে ছিলো) (২০০৭)
    • প্রযোজক সমিতি পুরস্কার
    • বিজয়ী: সেরা অভিনেত্রী - (অন্তরে অন্তরে) (১৯৯৪)
    • বিজয়ী: সেরা অভিনেত্রী - আদরের সন্তান (১৯৯৫)
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - লাট সাহেবের মেয়ে (১৯৯৭)
    • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - স্বামী ছিনতাই (২০০৪)

ইন্দো ইন্টারন্যাশনাল এওয়ার্ড

বছরবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
২০০৬শ্রেষ্ঠ অভিনেত্রীমোল্লা বাড়ির বউবিজয়ী[তথ্যসূত্র প্রয়োজন]
২০০৭শ্রেষ্ঠ অভিনেত্রীসাজঘরবিজয়ী[তথ্যসূত্র প্রয়োজন]
    • মেরিল ভোরের কাগজ পুরুষ্কার
    • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে (১৯৯৩-১৯৯৬) সাল পর্যন্ত টানা চারবার মৌসুমী এই পুরস্কার লাভ করেন।

দর্শক ফোরাম পুরস্কার

বছরবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
১৯৯৩শ্রেষ্ঠ অভিনেত্রীকেয়ামত থেকে কেয়ামতবিজয়ী[তথ্যসূত্র প্রয়োজন]
১৯৯৪শ্রেষ্ঠ অভিনেত্রীআত্ন-অহংকারবিজয়ী[তথ্যসূত্র প্রয়োজন]
১৯৯৫শ্রেষ্ঠ অভিনেত্রীদেনমোহরবিজয়ী[তথ্যসূত্র প্রয়োজন]
২০০০শ্রেষ্ঠ অভিনেত্রীআজ গায়ে হলুদ বিজয়ী[তথ্যসূত্র প্রয়োজন]

সম্মাননা

বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি তিনি ও বাংলাদেশের প্রথিতযশা জাদুকর জুয়েল আইচ ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পান। ১৬ জুন ২০১৯ তারিখে মৌসুমীকে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আজীবন সম্মাননা প্রদান করে। এ সম্মাননার মাধ্যমে তিনি এ সংগঠনটির সদস্য মনোনিত হন।[৩৬][৩৭][৩৮]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী