মোনালি ঠাকুর

ভারতীয় গায়িকা

মোনালি ঠাকুর (জন্ম: ৩ নভেম্বর ১৯৮৫) একজন ভারতীয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। তিনি দম লাগা কে হাইশা (২০১৫) চলচ্চিত্রের "মোহ মোহ কে ধাগে" গানের জন্য একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং লুটেরা (২০১৩) চলচ্চিত্রের "সাওয়ার লুঁ" গানের জন্য একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।[২]

মোনালি ঠাকুর
কেলভিনেটর স্ত্রী শক্তি উইমেন অ্যাওয়ার্ড, ২০১৪-এ মোনালি ঠাকুর
জন্ম
মোনালি ঠাকুর

(1985-11-03) ৩ নভেম্বর ১৯৮৫ (বয়স ৩৮)
পেশাকণ্ঠশিল্পী, অভিনেত্রী
কর্মজীবন২০০৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীমাইক রিখটার (বি. ২০১৭)[১]
পিতা-মাতা
পুরস্কারফিল্মফেয়ার সেরা নারী নেপথ্য কণ্ঠশিল্পী (২০১৪)
সঙ্গীত কর্মজীবন
ধরনফিল্মি, পপ, হিন্দুস্তানি শাস্ত্রীয়, ঠুমরি

অভিনয়

শিশু হিসেবে তিনি বাংলা টিভি ধারাবাহিক আলোকিত এক ইন্দুতে অভিনয় করেছিলেন। এতে তিনি প্রধান চরিত্র 'ইন্দুবালা'র ভূমিকায় ছিলেন।[৩] এরপর একজোড়া টেলিছবি হিসেবেও তার অভিনয় ধারাবাহিকভাবে চলে,[৩] এবং তন্মধ্যে সুদেষ্ণা রায়ের ফাগুনে আগুন (এতে তিনি 'রুমান' নামক চরিত্রে ছিলেন) উল্লেখ্য।[৪] তার অভিনয়জীবন শুরু হয় রাজা সেন পরিচালিত বাংলা চলচ্চিত্র কৃষ্ণকান্তের উইল চলচ্চিত্রের মাধ্যমে,[৫] যেখানে তিনি 'ভ্রমর' চরিত্রে অভিনয় করেন।[৬] ২০১৪ সালে তিনি নাগেশ কুঙ্কুনুর-এর বলিউড চলচ্চিত্র লক্ষ্মীতে অভিনয় করেন।[৭] এই চলচ্চিত্রটি মানুষ পাচার এবং শিশু বেশ্যা বিষয়ক কাহিনীর ওপর গড়ে উঠেছে। এখানে তিনি ১৫ বছরের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেন যে ফাঁদে পড়ে যায়।[৮] তাকে আব্বাস তিয়েরেওয়ালার তারকাভর্তি চলচ্চিত্র ম্যাঙ্গো-এও দেখা যাবে।[৯]

চলচ্চিত্রে অভিনয়

বছরচলচ্চিত্রপরিচালকভূমিকাটীকা
কৃষ্ণকান্তের উইলরাজ সেনভ্রমরতার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র
২০১৪লক্ষ্মীনাগেশ কুঙ্কুনুরলক্ষ্মীতার অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র
২০১৪পিকেরাজকুমার হিরানীকাশ্মীরি মেয়েবিশেষ উপস্থিতি
২০১৪ম্যাঙ্গোআব্বাস তিয়েরেওয়ালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী