মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকা অনেক প্রকাশনাই প্রকাশ করে। এমন সকল তালিকা ব্যবহারের সময় দুটো বিষয় মনে রাখা দরকার:

  • প্রথমত, ভাষা ও উপভাষা কীভাবে ও কতটুকু আলাদা তা নির্ধারণের নির্দিষ্ট কোন মানদণ্ড নেই। উদাহরণস্বরূপ, আরবি ও চীনা কখনো একটি ভাষা, কখনো আবার ভাষা পরিবার হিসেবে বিবেচিত হয়। একইভাবে, হিন্দি ও উর্দুর পারস্পারিক বোধগম্যতা ও সাদৃশ্যের কারণে সম্মিলিতভাবে প্রায়শ হিন্দুস্তানি ভাষা হিসেবে বিবেচিত হয়।
  • দ্বিতীয়ত, একটি ভাষার দ্বিতীয় ভাষী ব্যবহারকারী হিসেবে উত্তীর্ণ হতে সেই ভাষা কতটুকু জানাশোনা দরকার তার কোন একক মানদণ্ড নেই।

এথনোলগ (২০১৯, ২২তম সংস্করণ)

এথনোলগ-এর ২০১৯ সালে প্রকাশিত ২২তম সংস্করণ অনুযায়ী নিম্নোক্ত ২৬টি ভাষার প্রতিটিতে ৫ কোটি বা তার বেশি ব্যবহারকারী কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এসআইএল ইন্টারন্যাশনাল নামক সংস্থা এথনোলগ নামক ভাষা-বিষয়ক আকরগ্রন্থটি প্রকাশ করে থাকে।[১]

ক্রমভাষাভাষা পরিবারমাতৃভাষীর সংখ্যামাতৃভাষীর সংখ্যা অনুযায়ী ক্রমদ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যাদ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী ক্রমমোট ব্যবহারকারীর সংখ্যা
ম্যান্ডারিন চীনা (মান্য চীনা অন্তর্ভুক্ত)চীনা-তিব্বতি, চৈনিক৮৯.৭ কোটি১৯.৩ কোটি১০৯ কোটি
ইংরেজিইন্দো-ইউরোপীয়, জার্মানীয়৩৭.১ কোটি৬১.১ কোটি৯৮.৩ কোটি
হিন্দুস্তানি (হিন্দি/উর্দু)[টীকা ১]ইন্দো-ইউরোপীয়, ইন্দো-আর্য৩২.৯ কোটি২১.৫ কোটি৫৪.৪ কোটি
স্পেনীয়ইন্দো-ইউরোপীয়, রোমান্স৪৩.৬ কোটি৯.১ কোটি৫২.৭ কোটি
আরবিআফ্রো-এশীয়, সেমীয়২৯ কোটি (২০১৭)১৩.২ কোটি৪২.২ কোটি[৪][৫]
মালয় (ইন্দোনেশীয় এবং মালয়েশীয় এর অন্তর্ভুক্ত)অস্ট্রোনেশীয়, মালয়-পলিনেশীয়৭.৭ কোটি (২০০৭)১৫২০.৪ কোটি২৮.১ কোটি[৬]
বাংলাইন্দো-ইউরোপীয়, ইন্দো-আর্য ভাষাসমূহ|ইন্দো-আর্য২২.৮৩ কোটি৩.৬৭ কোটি১৩২৬.১ কোটি
রুশইন্দো-ইউরোপীয়, স্লাভীয় ভাষাসমূহ|স্লাভীয়১৫.৩ কোটি১১.৩ কোটি (২০১০)২৬.৭ কোটি
পর্তুগিজইন্দো-ইউরোপীয়, রোমান্স২১.৮ কোটি১.১ কোটি১৫২২.৯ কোটি
১০ফরাসিইন্দো-ইউরোপীয়, রোমান্স৭.৬ কোটি১৭১৫.৩ কোটি২২.৯ কোটি
১১হাউসাআফ্রো-এশীয়, চাদীয়৮.৫ কোটি১১৬.৫ কোটি১০১৫ কোটি[৭]
১২পাঞ্জাবিইন্দো-ইউরোপীয়, ইন্দো-আর্য১৪.৮ কোটি[৮]??১৪.৮ কোটি
১৩জার্মানইন্দো-ইউরোপীয়, জার্মানীয়৭.৬ কোটি১৮৫.২ কোটি১২১২.৯ কোটি
১৪জাপানিজাপোনীয়১২.৮ কোটি১০০.১ কোটি (২০১০)[৯]১৯১২.৯ কোটি
১৫ফার্সিইন্দো-ইউরোপীয়, ইরানীয়৬ কোটি (২০০৯)২৫৬.১ কোটি[১০]১১১২.১ কোটি[১০]
১৬সোয়াহিলিনাইজার-কঙ্গো, বান্টু১.৬ কোটি২৬৯.১ কোটি১০.৭ কোটি
১৭তেলুগুদ্রাবিড়৮ কোটি (২০১১)১৩১.২ কোটি (ভারতে, ২০১১)১৪৯.২ কোটি
১৮জাভানীয়অস্ট্রোনেশীয়, মালয়-পলিনেশীয়৮.৪ কোটি (২০০০)১২??৮.৪ কোটি
১৯উ চীনা (সাংহাইনীয়সহ)চীনা-তিব্বতি, চীনা৮ কোটি (২০১৩)১৪??৮ কোটি
২০কোরীয়কোরিয়ানীয়৭.৭ কোটি (২০০৮–২০১০)১৬??৭.৭ কোটি
২১তামিলদ্রাবিড়৬.৭ কোটি (২০০১)২৩০.৮ কোটি (ভারতে)১৬৭.৫ কোটি
২২মারাঠিইন্দো-ইউরোপীয়, ইন্দো-আর্য৭.১ কোটি (২০০১)২০০.৩ কোটি (ভারতে)১৭৭.৪ কোটি
২৩ইউয়ে চীনা (ক্যান্টোনীয়সহ)চীনা-তিব্বতি, চীনা৭.২ কোটি১৯??৭.২ কোটি
২৪তুর্কিতুর্কীয়, ওগুজ৭.১ কোটি২১<০.১ কোটি২০৭.১ কোটি
২৫ভিয়েতনামীয়অস্ট্রো-এশীয়, ভিয়েত-মুওং৬.৮ কোটি২২??৬.৮ কোটি
২৬ইতালীয়ইন্দো-ইউরোপীয়, রোমান্স৬.৩ কোটি২৪০.৩ কোটি১৭৬.৬ কোটি

টীকা

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী