মৃণাল সেন

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

মৃণাল সেন (১৪ মে ১৯২৩ - ৩০ ডিসেম্বর ২০১৮) ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক।

মৃণাল সেন
জন্ম(১৯২৩-০৫-১৪)১৪ মে ১৯২৩
মৃত্যুডিসেম্বর ৩০, ২০১৮(2018-12-30) (বয়স ৯৫)
মৃত্যুর কারণবার্ধক্যজনিত অসুখ
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত
পেশা
  • চলচ্চিত্র পরিচালক
  • লেখক
  • চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৫৫-২০০২
আদি নিবাসফরিদপুর
দাম্পত্য সঙ্গীগীতা সোম (বি. ১৯৫২; মৃ. ২০১৭)
পুরস্কারপদ্মভূষণ, দাদাসাহেব ফালকে
ওয়েবসাইটmrinalsen.org

প্রাথমিক জীবন

১৯২৩ সালের ১৪ মে মৃণাল সেন তৎকালীন ব্রিটিশ ভারত পূর্ব বঙ্গের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের একটি শহরে বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন[১][২]। ফরিদপুরে থাকাকালীন তিনি সেখানেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি পড়াশোনার জন্য কলকাতায় আসেন এবং স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হন। যদিও তিনি কখনও কমিউনিস্ট পার্টির সদস্য হন নি। চল্লিশের দশকে তিনি সমাজবাদী সংস্থা আইপিটিএর (ইন্ডিয়ান পিপ্‌লস থিয়েটার অ্যাসোসিয়েশন) সঙ্গে যুক্ত হন এবং এর মাধ্যমে তিনি সমমনোভাবাপন্ন মানুষদের কাছাকাছি আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার পর তিনি একজন সাংবাদিক, একজন ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্রে শব্দ কলাকুশলী হিসাবে কাজ করেন।

ছবি পরিচালনা

১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাত-ভোর মুক্তি পায়। এই ছবিটি বেশি সাফল্য পায় নি। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয় পরিচিতি এনে দেয়। তার তৃতীয় ছবি বাইশে শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান।

১৯৬৯ সালে তার পরিচালিত ছবি ভুবন সোম মুক্তি পায়। এই ছবিতে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেছিলেন। এই ছবিটি অনেকের মতে মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি। তার কলকাতা ট্রিলোজি অর্থাৎ ইন্টারভিউ (১৯৭১), কলকাতা ৭১ (১৯৭২) এবং পদাতিক (১৯৭৩) ছবি তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেন তার খুবই প্রশংসিত দুটি ছবি এক দিন প্রতিদিন (১৯৭৯) এবং খারিজ (১৯৮২) এর মাধ্যমে। খারিজ ১৯৮৩ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। ১৯৮০ সালের চলচ্চিত্র আকালের সন্ধানে। এই ছবিতে দেখানো হয়েছিল একটি চলচ্চিত্র কলাকুশলী দলের একটি গ্রামে গিয়ে ১৯৪৩ খ্রীষ্টাব্দের দুর্ভিক্ষের উপর একটি চলচ্চিত্র তৈরির কাহিনী। কীভাবে ১৯৪৩ এর দুর্ভিক্ষের কাল্পনিক কাহিনী মিলেমিশে একাকার হয়ে যায় সেই গ্রামের সাধারণ মানুষদের সাথে সেটাই ছিল এই চলচ্চিত্রের সারমর্ম। আকালের সন্ধানে ১৯৮১ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার হিসাবে রুপোর ভালুক জয় করে। মৃণাল সেনের পরবর্তীকালের ছবির মধ্যে উল্লেখযোগ্য মহা পৃথিবী (১৯৯২) এবং অন্তরীণ (১৯৯৪)। তার শেষ ছবি আমার ভুবন মুক্তি পায় ২০০২ সালে।[৩]

মৃণাল সেন বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন। ১৯৬৬ সালে ওড়িয়া ভাষায় নির্মাণ করেন মাটির মনীষ, যা কালীন্দিচরণ পাণিগ্রাহীর গল্প অবলম্বনে নির্মিত হয়। ১৯৬৯ এ বনফুলের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় নির্মাণ করেন ভুবন সোম। ১৯৭৭ সালে প্রেম চন্দের গল্প অবলম্বনে তেলুগু ভাষায় নির্মাণ করেন ওকা উরি কথা। ১৯৮৫ সালে নির্মাণ করেন জেনেসিস, যা হিন্দি, ফরাসি ও ইংরেজি তিনটি ভাষায় তৈরি হয়।[৪]

চলচ্চিত্র তালিকা

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

শিরোনামইংরেজি শিরোনামবছরভাষাহিসেবে কৃতিত্বটিকাসূত্র
পরিচালকচিত্রনাট্যকারপ্রযোজকঅভিনেতাঅন্যান্য
রাত-ভোরThe Dawn১৯৫৫বাংলাহ্যাঁহ্যাঁনানাহ্যাঁসাদাকালো
নীল আকাশের নিচেUnder the Blue Sky১৯৫৮বাংলাহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
বাইশে শ্রাবণWedding Day১৯৬০বাংলাহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
পুনশ্চOver Again১৯৬১বাংলাহ্যাঁহ্যাঁহ্যাঁনানাসাদাকালো
অবশেষেAnd at Last১৯৬৩বাংলাহ্যাঁনানানানাসাদাকালো
প্রতিনিধীThe Representative১৯৬৪বাংলাহ্যাঁনানানানাসাদাকালো
আকাশ কুসুমUp in the Clouds১৯৬৫বাংলাহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
কাঁচ কাটা হীরেUp in the Clouds১৯৬৫হিন্দিনাহ্যাঁনানানাসাদাকালো
মাটির মনিষাMan of the Soil১৯৬৬ওড়িয়াহ্যাঁনানানানাসাদাকালো
জোরাদিঘির চৌধুরী পরিবার১৯৬৬ওড়িয়ানাহ্যাঁনানানাসাদাকালো
ভুবন সোমMr. Bhuvan Shome১৯৬৯হিন্দিহ্যাঁহ্যাঁহ্যাঁনানাসাদাকালো
ইন্টারভিউ১৯৭০বাংলাহ্যাঁহ্যাঁহ্যাঁনানাসাদাকালো
এক আধুরি কাহানিAn Unfinished Story১৯৭১হিন্দিহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
কলকাতা ৭১১৯৭২বাংলাহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
পদাতিকThe Guerilla Fighter১৯৭৩বাংলাহ্যাঁহ্যাঁহ্যাঁনানাসাদাকালো
কোরাস১৯৭৪বাংলাহ্যাঁহ্যাঁহ্যাঁনানাসাদাকালো
মৃগয়াThe Royal Hunt১৯৭৬হিন্দিহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
ওকা উরি কাথাThe Outsiders১৯৭৭তেলুগুহ্যাঁনানানানাসাদাকালো
পরশুরামThe Man with the Axe১৯৭৮বাংলাহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
এক দিন প্রতিদিনAnd Quiet Rolls the Dawn১৯৭৯বাংলাহ্যাঁহ্যাঁহ্যাঁনানাসাদাকালো
আকালের সন্ধানেIn Search of Famine১৯৮০বাংলাহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
চলচ্চিত্রThe Kaleidoscope১৯৮১বাংলাহ্যাঁহ্যাঁনানানাসাদাকালো
খারিজThe Case Is Closed১৯৮২বাংলাহ্যাঁহ্যাঁনানানারঙিন
খন্ডহরThe Ruins১৯৮৩হিন্দিহ্যাঁহ্যাঁনানানারঙিন
জেনেসিস১৯৮৬হিন্দিহ্যাঁহ্যাঁহ্যাঁনানারঙিন
এক দিন আচানকSuddenly, One Day১৯৮৯হিন্দিহ্যাঁহ্যাঁহ্যাঁনানারঙিন
মহাপৃথিবীWorld Within, World Without১৯৯১বাংলাহ্যাঁহ্যাঁহ্যাঁনানারঙিন
অন্তরীণThe Confined১৯৯৩বাংলাহ্যাঁহ্যাঁহ্যাঁনানারঙিন
আমার ভুবনThis, My Land২০০২বাংলাহ্যাঁহ্যাঁনানানারঙিন

টেলিভিশন

শিরোনামবছরচরিত্রভাষাচ্যানেলটিকাসূত্র
ইচ্ছেপূরণ১৯৭০পরিচালকবাংলাসাদাকালো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প অবলম্বনে
তাযবির আপনা আপনি১৯৮৪পরিচালকহিন্দিদূরদর্শনরঙিন, স্বল্পদৈর্ঘ্য
অপরাজিত১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
কাভি দূর কাভি পাস১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
সম্ভার১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
আয়না১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
রবিবার১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
আজকাল১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
দো বাহানে১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
জিৎ১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
সালগিরা১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
সাওয়াল১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
আজনবি১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক
দশ সাল বাদ১৯৮৬-৮৭পরিচালকহিন্দিভারতীয় টেলিভিশনরঙিন, ১৩ পর্বের ধারাবাহিক

গ্রন্থতালিকা

  • জনৈকের জীবনচরিত (১৯৪৬, নিউ এজ) - অনুবাদক
  • চার্লি চ্যাপলিন (১৯৫৩, নিউ এজ)
  • ভিউস অন সিনেমা (১৯৭৭, ইংরেজি)
  • সিনেমা, আধুনিকতা (১৯৯২, প্রতিক্ষণ প্রকাশনী)
  • মন্টেজ: লাইফ, পলিটিক্স, সিনেমা (২০০২, ইংরেজি, সীগাল বুক্‌স)
  • অলোয়েজ বিইঙ্গ বর্ন (২০০৪, ইংরেজি, স্টেলার পাবলিশার্স প্রাইভেট লিমিটেড)

চিত্রনাট্য

  • দ্য রুইন্স (১৯৮৪, ইংরেজি, সীগাল বুক্‌স)
  • অকালের সন্ধানে (১৯৮২, বিভব)
  • ইন সার্চ অব ফেমিন (১৯৮৫, ইংরেজি, সীগাল বুক্‌স)
  • অন্তরীণ (১৯৯৭, বিতর্ক)
  • দ্য অ্যাবসেন্স ট্রিলজি (১৯৯৯, সীগাল বুক্‌স)
  • চিত্রনাট্য (২০০৪, পুনশ্চ)
  • আমার ভুবন (২০০৪, দে'জ পাবলিশিং)

মৃত্যু

মৃণাল সেন ২০১৮ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ রবিবার সকালে নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৫]

পুরস্কার ও সম্মান

মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্র গুলি প্রায় সবকটি বড় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জয় করেছে। ভারত এবং ভারতের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দি ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

  • ১৯৮১ সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।
  • ২০০৫ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান।
  • তিনি ১৯৯৮ থেকে ২০০৩ অবধি ভারতীয় সংসদের সাম্মানিক সদস্যপদ লাভ করেন।
  • ফরাসি সরকার তাকে কম্যান্ডার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস (Ordre des Arts et des Lettres ) সম্মানে সম্মানিত করেন। এই সম্মান ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান।
  • ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন।

তথ্যসূত্র

আরো পড়ুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী