মাহরাম

মাহরাম শব্দটি আরবী হারাম শব্দ থেকে এসেছে। ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায়, যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ।[১]

পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন ১৪ জন।[২][৩][৪]

পুরুষদের মাহরাম

ছেলেদের জন্য মাহরাম হলো ১৪ প্রকার। যথা:[৫]

আপনার আপন
দাদী(মাহরাম)
মা/দুধ মা(মাহরাম)
বোন/দুধ বোন(মাহরাম)
শাশুড়ি(মাহরাম)
মেয়ে/দুধ মেয়ে/সৎ মেয়ে(মাহরাম)
ছেলের/দুধ ছেলের স্ত্রী(মাহরাম)
ফুপু(মাহরাম)
খালা(মাহরাম)
ভাইয়ের/বোনের মেয়ে(মাহরাম)
নানী(মাহরাম)
নাতনী(মাহরাম)

এসব ব্যক্তি ছাড়া ছেলেরা বাকি সবার সাথে বিবাহ করতে পারবে। এছাড়া স্ত্রী জীবিত থাকা অবস্থায় স্ত্রীর আপন বোনকে বিবাহ করা যাবেনা।এ বিষয়ে কুরআনে বর্ণিত আছে:

তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজীদেরকে, ভাগ্নীদেরকে, তোমাদের সেসব মাতাকে যারা তোমাদের দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে, তোমাদের শাশুড়ীদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছো সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত হয়ে না থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুইবোনকে একত্রে করা (তোমাদের উপর হারাম করা হয়েছে)। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

মহিলাদের মাহরাম

মহিলাদের মাহরাম ১৪ জনঃ

আপনার আপন
দাদা(মাহরাম)
বাবা(মাহরাম)
ভাই/সৎ ভাই/দুধ ভাই(মাহরাম)
শ্বশুর(মাহরাম)
ছেলে(মাহরাম)
দুধ ছেলে(মাহরাম)
নাতী(মাহরাম)
চাচা(মাহরাম)
ভাইয়ের/বোনের ছেলে(মাহরাম)
নানা(মাহরাম)
মামা(মাহরাম)
মেয়ের জামাই(মাহরাম)
(মাহরাম)

তথ্যসূত্র

টীকা

  • The Quran, al-Baqara, 2:221
  • Abdul-Rahman, Muhammad Saed,

Islam: Questions and Answers - Jurisprudence and Islamic Rulings, London: MSA Publication Limited, 2007, pp. 22–23.

  • Packard, Gwen K., Coping in an Interfaith Family, New York: Rosen Publishing Group, 1993, p. 11.

আরোও দেখুন

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী