মার্ক বার্ত্রা

স্পেনীয় ফুটবলার

মার্ক বার্ত্রা আরেগাল (জন্ম ১৫ জানুয়ারি ১৯৯১) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি বরুসিয়া ডর্টমুন্ড এর হয়ে একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন।

মার্ক বার্ত্রা
বার্সেলোনার হয়ে ২০১৪ সালে বার্ত্রা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমার্ক বার্ত্রা আরেগাল
জন্ম (1991-01-15) ১৫ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থানসান্ত জাউমে, স্পেন
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থানসেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বরুসিয়া ডর্টমুন্ড
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০১–২০০২এস্পানিওল
২০০২–২০০৯বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৯–২০১২বার্সেলোনা বি৮১(২)
২০১০–২০১৬বার্সেলোনা৫৯(৫)
২০১৬-বরুসিয়া ডর্টমুন্ড(০)
জাতীয় দল
২০০৯স্পেন অনূর্ধ্ব ১৮(০)
২০০৯–২০১০স্পেন অনূর্ধ্ব ১৯১১(০)
২০১১স্পেন অনূর্ধ্ব ২০(০)
২০১১–স্পেন অনূর্ধ্ব ২১১৬(২)
২০১৩–স্পেন১১(০)
২০১০–কাতালোনিয়া(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৮ অগাস্ট ২০১৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

বার্সেলোনা

কাতালোনিয়ার সান্ত জাউমে দেল দমেনিস এ জন্মগ্রহণ করেন বার্ত্রা। ১১ বছর বয়সে তিনি বার্সেলোনার যুব প্রকল্প লা মাসিয়ায় যোগ দেন। ২০০৯ সালে তিনি বি দলে সুযোগ পান।[১]

২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলায় বার্সেলোনার হয়ে তার অভিষেক হয়। জেফ্রেন সুয়ারেজের বদলি হিসেবে তিনি মাঠে নামেন। খেলায় বার্সেলোনা ২–১ ব্যবধানে পরাজিত হয়।[২] এর এক বছর তিন মাস পর লা লিগায় দেপর্তিভো লা করুনার বিপক্ষে খেলায় প্রথম একাদশে জায়গা পান বার্ত্রা। তিনি পুরো ৯০ মিনিট খেললেও, খেলাটি গোলশূন্য ড্র হয়।[৩]

২০১১ সালের ২১ মে, বার্সেলোনার হয়ে বার্ত্রা তার প্রথম গোল করেন। মালাগার বিপক্ষে ঐ খেলায় বার্সেলোনা ৩–১ ব্যবধানে জয় লাভ করে।[৪] ২০১২–১৩ মৌসুমে সিনিয়র দলে জায়গা পাকা করলেও হ্যাভিয়ের মাশ্চেরানো, অ্যালেক্স সং এবং আদ্রিয়ানো করেইয়ার মত ডিফেন্ডারদের কারণে প্রথম একাদশে জায়গা করে নেয়া বার্ত্রার জন্য কঠিন ছিল। এছাড়া ম্যানেজার টিটো ভিলানোভা বার্ত্রার পরিবর্তে তাদের উপরই অধিক ভরসা করতেন।[৫][৬][৭] ঐ মৌসুমে বার্ত্রা সব ধরনের প্রতিযোগিতায় ১৬টি খেলায় মাঠে নামেন, সব মিলিয়ে মোট ৯০২ মিনিট তিনি মাঠে ছিলেন।

২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর, বার্সেলোনার হয়ে নিজের দ্বিতীয় গোল করেন মার্ক বার্ত্রা। খেলার প্রথমার্ধে ইনজুরি আক্রান্ত মাশ্চেরানোর বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ক্যাম্প ন্যু-তে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঐ খেলায় বার্সেলোনা ৪–১ গোলের ব্যবধানে জয় লাভ করে।[৮]

বরুসিয়া ডর্টমুন্ড

২০১৬ সালে ৮০ লক্ষ ইউরোর বিনিময়ে বারত্রা জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এ যোগ দেন।

পরিসংখ্যান

ক্লাব

১৪ অগাস্ট ২০১৬ অনুসারে।[৯]

ক্লাবমৌসুমলীগকাপইউরোপঅন্যান্য [১০]মোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
বার্সেলোনা বি২০০৯–১০৩০৩০
২০১০–১১২৮২৮
২০১১–১২২৩২৩
মোট৮১৮১
বার্সেলোনা২০০৯–১০
২০১০–১১
২০১১–১২
২০১২–১৩১৬
২০১৩–১৪২০৩০
২০১৪-১৫১৪২৫
২০১৫-১৬১৩২৪
মোট৫৯২০২২১০৩
বরুসিয়া ডর্টমুন্ড২০১৬-১৭
মোট
সর্বমোট১৪১২০২২১৮৬

আন্তর্জাতিক

১ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।[১১]
স্পেন
বছরউপস্থিতিগোল
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
মোট১১

সম্মাননা

ক্লাব

বার্সেলোনা

দেশ

স্পেন অনূর্ধ্ব-২১
  • উয়েফা ইউরোপীয়ান অনূর্ধ্ব-২১ ফুটবল চ্যাম্পিয়নশিপ: ২০১৩

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী