মার্কিন স্বাধীনতা যুদ্ধ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম

মার্কিন স্বাধীনতা যুদ্ধ বা মার্কিন বিপ্লবী যুদ্ধ (১৭৭৫-১৭৮৩) হল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার তের উপনিবেশের বিদ্রোহ। এর ফলে যুক্তরাষ্ট্র গঠিত হয়। প্রথমে এই লড়াই শুধু উপনিবেশে সীমাবদ্ধ থাকলেও ফরাসি ও স্প্যানিশদের আগমনের ফলে তা ইউরোপ, ক্যারিবীয় ও ইস্ট ইন্ডিজে ছড়িয়ে পড়ে।

মার্কিন স্বাধীনতা যুদ্ধ

উপরে বাম দিক থেকে ঘড়ির কাটার দিকে: বাঙ্কার হিলের যুদ্ধ, কুইবেকের যুদ্ধে রিচার্ড‌ মন্টোগোমারির মৃত্যু, কাউপেন্সের যুদ্ধ, ইয়র্কটাউন অবরোধ, Surrender of জন বুরগয়েন সারাটোগা অভিযান এর সময়, "Moonlight Battle"
তারিখ১৯ এপ্রিল ১৭৭৫ – ০৩ সেপ্টেম্বর ১৭৮৩[১]
(৭ বছর, ১০ মাস, ২ সপ্তাহ ও ৪ দিন)
অবস্থান
Eastern North America, Atlantic, Caribbean
ফলাফলপ্যারিসের চুক্তি: ব্রিটেন কর্তৃক যুক্তরাষ্ট্রের স্বীকৃতি
অধিকৃত
এলাকার
পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ব্রিটেন যে জমি হারিয়েছেঃ মিসিসিপি নদীর পূর্বে এবং গ্ৰেট লেক্স ও সেন্ট লরেন্স নদীর দক্ষিণে - স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেনের কাছে; Spain gains East Florida and West Florida
বিবাদমান পক্ষ
 যুক্তরাষ্ট্র
টেমপ্লেট:দেশের উপাত্ত কিংডম অব ফ্রান্স ফ্রান্স (১৭৭৮–৮৩)
স্পেন (১৭৭৯–৮৩)
টেমপ্লেট:দেশের উপাত্ত ডাচ রিপাবলিক ওলন্দাজ প্রজাতন্ত্র (১৭৮০–৮৩)
স্থানীয় মার্কিনী গোত্র:
অনেইডা
টুসকারোরা
কাটাওবা
লেনাপ
টেমপ্লেট:দেশের উপাত্ত কিংডম অব গ্রেট ব্রিটেন
টেমপ্লেট:দেশের উপাত্ত কিংডম অব আয়ারল্যান্ড আয়ারল্যান্ড
টেমপ্লেট:দেশের উপাত্ত কিংডম অব গ্রেট ব্রিটেন অনুগত মার্কিনী
হেসে German auxiliaries
Native American Tribes:
Onondaga
Mohawk
Cayuga
Seneca
Cherokee
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
মার্কিন যুক্তরাষ্ট্র জর্জ ওয়াশিংটন
মার্কিন যুক্তরাষ্ট্র Nathanael Greene
মার্কিন যুক্তরাষ্ট্র Horatio Gates
মার্কিন যুক্তরাষ্ট্র Richard Montgomery 
মার্কিন যুক্তরাষ্ট্র Daniel Morgan
মার্কিন যুক্তরাষ্ট্র Henry Knox
মার্কিন যুক্তরাষ্ট্র Benedict Arnold (Defected)
মার্কিন যুক্তরাষ্ট্র Friedrich Wilhelm von Steuben
মার্কিন যুক্তরাষ্ট্র Marquis de La Fayette
ফরাসি রাজত্ব Comte de Rochambeau
ফরাসি রাজত্ব Comte de Grasse
ফরাসি রাজত্ব Duc de Crillon
ফরাসি রাজত্ব Comte d'Estaing
ফরাসি রাজত্ব Bailli de Suffren
স্পেন Bernardo de Gálvez
স্পেন Luis de Córdova
স্পেন Juan de Lángara
Full list
গ্রেট ব্রিটেনের রাজত্ব Sir William Howe
গ্রেট ব্রিটেনের রাজত্ব Thomas Gage
গ্রেট ব্রিটেনের রাজত্ব Sir Henry Clinton
গ্রেট ব্রিটেনের রাজত্ব Lord Cornwallis যু. বন্দী
গ্রেট ব্রিটেনের রাজত্ব Sir Guy Carleton
গ্রেট ব্রিটেনের রাজত্ব John Burgoyne যু. বন্দী
গ্রেট ব্রিটেনের রাজত্ব George Eliott
গ্রেট ব্রিটেনের রাজত্ব Benedict Arnold
গ্রেট ব্রিটেনের রাজত্ব George Rodney
গ্রেট ব্রিটেনের রাজত্ব Richard Howe
গ্রেট ব্রিটেনের রাজত্ব Sir Hector Munro
গ্রেট ব্রিটেনের রাজত্ব Wilhelm von Knyphausen
গ্রেট ব্রিটেনের রাজত্ব Banastre Tarleton
Joseph Brant
Full list
শক্তি

At Height:
৩৫,০০০ কন্টিনেন্টাল
৪৪,৫০০ মিলিশিয়া
৫,০০০ কন্টিনেন্টাল নেভির নাবিক (১৭৭৯ সালে সর্বো‌চ্চ)[২]
৫৩ জাহাজ (যুদ্ধের সময় কিছু ক্ষেরে কার্যকর ছিল)[২]

১২,০০০ ফরাসি (আমেরিকায়)

৪৯,০০০ (উত্তর আমেরিকায় ৮,৬০০) (১৭৭৫)[৩] ১১০,০০০ (উত্তর আমেরিকায় ৫৬,০০০/ওয়েস্ট ইন্ডিজ) (১৭৮১)[৪] ৭৮ রাজকীয় নৌবাহিনী জাহাজ (১৭৭৫)[২]১৭১,০০০ নাবিক[৫]
৩০,০০০ জার্মান[৬]
১৯,০০০ অণুগত[৭]
২০,০০০ মুক্ত দাস (ব্রিটিশ পক্ষ)

১৩,০০০ নেটিভ[৮]
হতাহত ও ক্ষয়ক্ষতি

মার্কিনী: ২৫,০০০ মৃত[৯]

  • ৮,০০০ (যুদ্ধক্ষেত্রে)
  • ১৭,০০০ (অন্যান্য কারণে)

মোট মার্কিনী হতাহত: ৫০,০০০ পর্যন্ত নিহত ও আহত[১০]
Allies:

  • ফ্রান্স: ১০,০০০ যুদ্ধক্ষেত্রে নিহত (৭৫% সমুদ্রে)[১১]
  • স্পেন: ৫,০০০[১২]

২৪,০০০ ব্রিটিশ হতাহত (যুদ্ধক্ষেত্র ও রোগ)[১৩]

৭,৫৫৪ জার্মান মৃত

ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক কর আরোপের কারণে মূলত এই যুদ্ধ শুরু হয়। এই করকে মার্কিনীরা বেআইনি হিসেবে দেখত। ১৭৭৪ সালে সাফোক রিসলভস ম্যাসাচুসেটস বে প্রদেশের রাজকীয় সরকার অধিকার করলে বিদ্রোহ শুরু হয়। এর ফলে সৃষ্ট উত্তেজনার ফলে পেট্রিওট মিলিশিয়া ও ব্রিটিশ নিয়মিত সেনাবাহিনীর মধ্যে ১৭৭৫ সালে লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধ সংঘটিত হয়। ১৭৭৬ সালের বসন্ত নাগাদ পেট্রিওটরা ১৩ টি উপনিবেশে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করে এবং ১৭৭৬ সালের ৪ জুন কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতা ঘোষণা করে।

এর মধ্যে ব্রিটিশরা বিদ্রোহ দমন করার জন্য বৃহৎ আকারে সেনা সমবেত করে। মার্কিন বিদ্রোহী সেনাদের বিরুদ্ধে তারা গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে। এসময় জর্জ ওয়াশিংটন এর নেতৃত্বে ছিলেন। ১৭৭৬ সালে নিউ ইয়র্ক ও ১৭৭৭ সালে ফিলাডেলফিয়া জয় করা হয়। কিন্তু তারা ওয়াশিংটনের বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত কোনো হামলা করতে সক্ষম হয়নি। ব্রিটিশদের কৌশল মার্কিন অনুগতদের চালনা করার উপর নির্ভর করছিল। সামঞ্জস্যের দুরবস্থার কারণে ১৭৭৭ সালে আলবেনির বিরুদ্ধে ব্রিটিশদের অগ্রযাত্রা ব্যাহত হয়।

ফ্রান্স, স্পেন ও ডাচ প্রজাতন্ত্র ১৭৭৬ সালের শুরুতে গোপনে বিপ্লবীদেরকে রসদ ও অস্ত্র সরবরাহ করতে থাকে। সারাটোগায় মার্কিনীদের বিজয়ের ফলে ব্রিটেন উপনিবেশে পূর্ণ স্বশাসনের প্রস্তাব করে। কিন্তু মার্কিনীদের আপোস থেকে বিরত রাখার জন্য ফ্রান্স যুদ্ধে প্রবেশ করে। ১৭৭৯ সালে তাদের মিত্র স্পেনও এতে যোগ দেয়। ফ্রান্স ও স্পেনের যোগদান বিজয়সূচক ছিল। তারা স্থল ও নৌ ক্ষেত্রে মার্কিনীদের সহায়তা দেয় এবং ব্রিটিশদেরকে উত্তর আমেরিকা থেকে হটিয়ে দেয়।

১৭৭৮ সালের পর ব্রিটিশরা দক্ষিণ উপনিবেশগুলোতে মনোনিবেশ করে এবং ১৭৭৯ ও ১৭৮০ সালে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনা জয় করতে সক্ষম হয়। ১৭৮১ সালে ব্রিটিশরা ভার্জিনিয়া দখলের চেষ্টা চালায় কিন্তু ফরাসি নৌ বিজয়ের ফলে ফরাসি-মার্কিনীদের কর্তৃক ইয়র্কটাউন অবরোধ করা হয় এবং ৭,০০০ এর বেশি ব্রিটিশ সৈনিক বন্দী হয়। এর ফলে যুদ্ধ এগিয়ে নেয়ার ব্যাপারে ব্রিটেনের ইচ্ছায় পরিবর্তন আসে। ১৭৮২ সাল পর্যন্ত সীমিত আকারে লড়াই চলতে থাকে। ১৭৮৩ সালে স্বাক্ষরিত প্যারিসের চুক্তি মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং বর্তমানকালের হিসেবে উত্তরে কানাডা, দক্ষিণে ফ্লোরিডা ও পশ্চিমে মিসিসিপি নদী দ্বারা চিহ্নিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়া হয়। পক্ষগুলো বৃহৎ পরিসরে একটি আন্তর্জাতিক শান্তিতে একমত হয় যাতে কয়েকটি অঞ্চল বিনিময় করা হয়। ব্যয়বহুল যুদ্ধ ফ্রান্সকে বড় অঙ্কের ঋণগ্রস্ত করে। এর ফলে পরবর্তীতে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

তথ্যসূত্র

To avoid duplication, notes for sections with a link to a "Main article" will be found in the linked article.

আরও পড়ুন

বহিঃসংযোগ

গ্রন্থপঞ্জি

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী