মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল

মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী জাতীয় ক্রিকেট দল। ১৯৬৫ সালে দলটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য পদ লাভ করে। দলটি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউএসএসিএ) কর্তৃক পরিচালিত হচ্ছে। কিন্তু আইসিসি’র নতুন গঠনতন্ত্রের ফলে সংস্থার সদস্যপদ বাতিল করা হয়। পরবর্তীতে ১ এপ্রিল, ২০০৮ তারিখে গঠনতন্ত্র সংশোধনের ফলে প্রয়োজনীয় শর্ত অনুসরণ করায় এর সদস্যপদ বহাল রাখা হয়। এরফলে সংস্থাটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে চলে যায় ও আইসিসি দলটির প্রত্যাবর্তনকে স্বাগতঃ জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল
সংঘমার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (১৯৬৫; ৫৯ বছর আগে (1965))
আইসিসি অঞ্চলআইসিসি আমেরিকাস
বিশ্ব ক্রিকেট লিগতৃতীয় বিভাগ
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২৪ সেপ্টেম্বর, ১৮৪৪ ব কানাডা, সেন্ট জর্জেস ক্রিকেট ক্লাব, নিউইয়র্ক

ওডিআই কিট

টি২০আই কিট

২ জানুয়ারি ২০২৩ অনুযায়ী

কিন্তু অদ্যাবধি ক্রিকেট খেলা মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। মাত্র পাঁচটি মানসম্মত ক্রিকেট পিচ রয়েছে ও দলে মাত্র তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী খেলোয়াড় রয়েছেন।

ইতিহাস

অষ্টাদশ শতকের শুরুতে ব্রিটিশেরা তেরোটি উপনিবেশে ক্রিকেট খেলোর গোড়াপত্তন করে। অষ্টাদশ শতকে ক্রিকেটের প্রসার শুরু হয়।[১] অসমর্থিত সূত্রে জানা যায়, জর্জ ওয়াশিংটন ক্রিকেটের তুথোড় সমর্থক ছিলেন। আমেরিকার বিপ্লবের সময় ভ্যালি ফোর্জে তাঁর সমর্থকদের নিয়ে কমপক্ষে একটি খেলায় অংশ নিয়েছিলেন।[২] এ প্রসঙ্গে জন অ্যাডামস কংগ্রেসে বক্তব্য রাখেন যে, যদি ক্রিকেট ক্লাবের প্রধানকে ‘প্রেসিডেন্ট’ বলা হয়, তাহলে নতুন দেশের প্রধানকে একই নামে না ডাকার কোন কারণ নেই।[৩]১৮৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দল সর্বপ্রথম কানাডার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নেয়। নিউইয়র্কের ব্লুমিংড্যাল পার্কের সেন্ট জর্জেস ক্রিকেট ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল।[৪] এই প্রথম আন্তর্জাতিক খেলায় প্রায় ২০,০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন ও আধুনিক যুগে অবস্থান করেও দীর্ঘকালীন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিপক্ষের মর্যাদা লাভ করে আসছে উভয়দল।[৫] খেলা থেকে $১২০,০০০ মার্কিন ডলার সংগ্রহ করা হয় যা ২০০৭ সালের সাথে তুলনান্তে $১.৫ মিলিয়ন মার্কিন ডলারের সমান।[৬][৭]

১৮৫৯, ১৮৬৮ ও ১৮৭২ সালে ইংল্যান্ড দল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর আমেরিকা সফর করে। এ সফরগুলো মূলতঃ বাণিজ্যিকধর্মী ছিল। অধিকাংশ খেলাই ছিল অসামঞ্জস্য। বলা হয়ে থাকে যে, স্বাগতিক দল এগারো জনের অধিক যা সচরাচর বাইশজনের দল নিয়ে গঠন করা হয়। প্রতিযোগিতাপূর্ণ হওয়ার তাগিদে খেলোয়াড়ের সংখ্যা এরচেয়েও বেশি ছিল।[৮]

বর্তমান স্কোয়াড

এটি দলের সাম্প্রতিক স্কোয়াডে নির্বাচিত সমস্ত সক্রিয় খেলোয়াড়দের তালিকা করে। 17 আগস্ট, 2022 তারিখে আপডেট করা হয়েছে।

চাবি

  • S/N = শার্ট নম্বর
নামবয়সব্যাটিং স্টাইলবোলিং স্টাইলএমএলসি দলএমআইএলসি দলফর্মS/Nশেষ ওয়ানডেশেষ টি-টোয়েন্টিঅধিনায়কত্ব
ব্যাটারস
গজানন্দ সিং36বাঁ হাতীবাঁহাতি মাঝারি-ম্যানহাটন ইয়র্কার্সওডিআই এবং টি-টোয়েন্টি4620232022
অ্যারন জোন্স29ডান হাতিডানহাতি লেগ স্পিনসিয়াটেল অরকাসআটলান্টা ফায়ারওডিআই এবং টি-টোয়েন্টি8520232022সহ-অধিনায়ক
সুশান্ত মোদানি35ডান হাতিডানহাতি অফ স্পিন-ডালাস Mustangsওডিআই এবং টি-টোয়েন্টি620232022
সাইতেজা মুক্কামল্লা20ডান হাতিডানহাতি অফ স্পিনটেক্সাস সুপার কিংসনিউ জার্সি Stallionsওডিআই122023-
মার্টি কাইন36বাঁ হাতীধীর বাঁহাতি গোঁড়া-সান দিয়েগো সার্ফ রাইডার্সটি-টোয়েন্টি19-2022
অলরাউন্ডার
নিসর্গ প্যাটেল30ডান হাতিডানহাতি অফ স্পিন-হলিউড মাস্টার ব্লাস্টারওডিআই এবং টি-টোয়েন্টি720232022
স্টিভেন টেলর30বাঁ হাতীডানহাতি অফ স্পিনএমআই নিউইয়র্কআটলান্টা ফায়ারওডিআই এবং টি-টোয়েন্টি820232022
বৎসল ভাঘেলা22বাঁ হাতীধীর বাঁহাতি গোঁড়া-গোল্ডেন স্টেট গ্রিজলিসটি-টোয়েন্টি14-2022
উইকেট-রক্ষক
মনঙ্ক প্যাটেল31ডান হাতিধীর বাঁহাতি গোঁড়াএমআই নিউইয়র্কএম্পায়ার স্টেট টাইটানসওডিআই এবং টি-টোয়েন্টি120232022ক্যাপ্টেন
জাসকরন মালহোত্রা29ডান হাতিধীর বাঁহাতি গোঁড়ালস এঞ্জেলেস নাইট রাইডার্সডিসি হকসওডিআই এবং টি-টোয়েন্টি420222022
শায়ান জাহাঙ্গীর29ডান হাতিধীর বাঁহাতি গোঁড়াএমআই নিউইয়র্কলোন স্টার অ্যাথলেটিক্সওডিআই এবং টি-টোয়েন্টি3020232022
স্পিন বোলার
নস্টুশ কেনজিগে38বাঁ হাতীডানহাতি অফ স্পিনএমআই নিউইয়র্কডালাস Mustangsওডিআই এবং টি-টোয়েন্টি6420232018
ইয়াসির মোহাম্মদ21বাঁ হাতীডানহাতি লেগ স্পিন-ম্যানহাটন ইয়র্কার্সওডিআই এবং টি-টোয়েন্টি৮৮20222022
উসমান রফিক35ডান হাতিডানহাতি অফ স্পিনএমআই নিউইয়র্কহিউস্টন হারিকেনসওডিআই322023-
পেস বোলার
সৌরভ নেত্রভালকর32ডান হাতিবাঁহাতি মাঝারিওয়াশিংটন ফ্রিডমসিলিকন ভ্যালি স্ট্রাইকারসওডিআই এবং টি-টোয়েন্টি2020232022
ক্যামেরন স্টিভেনসন31ডান হাতিডান হাত দ্রুত-মাঝারিটেক্সাস সুপার কিংস-ওডিআই এবং টি-টোয়েন্টি1320222022
আলী খান32ডান হাতিডান হাতের মাধ্যমলস এঞ্জেলেস নাইট রাইডার্সহিউস্টন হারিকেনসওডিআই এবং টি-টোয়েন্টি4720232022
জসদীপ সিং31ডান হাতিডান হাতের মাধ্যম-নিউ জার্সি Stallionsওডিআই এবং টি-টোয়েন্টি2920232019
শিব কুমার34ডান হাতিডান হাত দ্রুত-মাঝারি-মরিসভিল র‍্যাপ্টরসটি-টোয়েন্টি9-2022
কাইল ফিলিপ27ডান হাতিডান হাত দ্রুত-মাঝারিএমআই নিউইয়র্কআটলান্টা বজ্রপাতওডিআই262023-
অভিষেক পারাদকার23বাঁ হাতীবাঁহাতি মাঝারি-ইস্ট বে ব্লেজারওডিআই442023-

26 জুন, 2023 তারিখে আপডেট করা হয়েছে

প্রতিযোগিতায় অংশগ্রহণ

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী