মায়া (নদী)

রাশিয়ার নদী

মায়া ( রুশ: Мая ) হল খাবারোভস্ক ক্রাই এবং ইয়াকুট, রাশিয়া মধ্যে অবস্থিত একটি নদী । এটি লেনা অববাহিকার আলডানের একটি ডান শাখা নদী । নদীর দৈর্ঘ্য ১,০৫৩ কিলোমিটার (৬৫৪ মা) । এর অববাহিকার ক্ষেত্রফল ১,৭১,০০০ বর্গকিলোমিটার (৬৬,০০০ মা) । মায়া অক্টোবরের শেষের দিকে জমে যায় এবং মে অবধি বরফের নিচে থাকে। ইউদোমা হ'ল মায়ার অন্যতম বৃহত্তম শাখা। নদীটি এর মুখ হতে উজানের দিকে ৫০০ কিলোমিটার (৩১০ মা) পর্যন্ত চলাচল করতে পারে ।

মায়া
অক্টোবরে মায়া নদী
মায়া এই মানচিত্রে দৃশ্যমান আলডানের ভি-আকৃতির শাখা নদী।
অবস্থান
দেশরাশিয়া
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানডিজগডজুর পর্বতমালা
 • স্থানাঙ্ক৫৯°৪৪′৫০″ উত্তর ১৩৯°৩৮′০২″ পূর্ব / ৫৯.৭৪৭২° উত্তর ১৩৯.৬৩৩৯° পূর্ব / 59.7472; 139.6339
মোহনাআলডান
 • স্থানাঙ্ক
৬০°২৪′২২″ উত্তর ১৩৪°৩৩′০৬″ পূর্ব / ৬০.৪০৬২° উত্তর ১৩৪.৫৫১৮° পূর্ব / 60.4062; 134.5518
দৈর্ঘ্য১,০৮৭ কিমি (৬৭৫ মা)
অববাহিকার আকার১,৭১,০০০ কিমি (৬৬,০০০ মা)
নিষ্কাশন 
 • গড়১,১৮০ মি/সে (৪২,০০০ ঘনফুট/সে)
অববাহিকার বৈশিষ্ট্য
ক্রমবৃদ্ধিটেমপ্লেট:RAldan

ইউদোমা-মায়া উচ্চভূমিগুলি মায়ার অববাহিকায় অবস্থিত। [১]

মায়া ইয়াকুটস্ক থেকে ওখোটস্ক উপকূলের নদী পথের অংশ ছিল। এই যাত্রাপথ প্রায় "ভি" আকৃতির। উপরের দিকে মায়া নদী প্রায় ২০১ কিলোমিটার (১২৫ মা) ডিজগডজুর পর্বতমালা এবং ইউদোমা মালভূমির সমুদ্র উপকূলের দক্ষিণ-পশ্চিম দিকে সমান্তরাল ভাবে চলে।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী