মামলুক সুলতানদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

নিম্নে মামলুক সুলতানদের তালিকা দেওয়া হয়েছেমামলুক সালতানাত ১২৫০ খ্রিস্টাব্দে আইয়ুবীয় সুলতান সালিহ আইয়ুবের মুক্ত ক্রীতদাসরা প্রতিষ্ঠা করেন। যা আইয়ুবীয় সালতানাতের উত্তরসূরী হিসেবে প্রমাণিত হয়। মামলুক সালতানাতের রাজধানী ছিল কায়রো। ইতিহাসের বেশিরভাগ সময় সালতানাতটি মিশর, শাম আর জাযিরা ফুরাতিয়া, আনাতোলিয়ার কিছু অংশ আর হেজাজ পর্যন্ত বিস্তৃত ছিল। ১৫১৭ খ্রিস্টাব্দে উসমানীয় সাম্রাজ্যের বিজয়ের সাথে সালতানাতটির সমাপ্তি ঘটে।

মামলুক সালতানাতের সুলতান
প্রাক্তন রাজতন্ত্র
কায়রো দুর্গ, মামলুক সুলতানদের মূল শক্তির কেন্দ্র
প্রথম রাজশাসকইযযুদ্দিন আইবাক
শেষ রাজশাসকতুমান বে দ্বিতীয়
দাপ্তরিক আবাসকায়রো
রাজতন্ত্রের সূচনা১২৫০
রাজতন্ত্রের সমাপ্তি১৫১৭

মোট ৪৭জন সুলতান ছিলেন। সুলতান নাসির মুহাম্মাদ তিনবার শাসন করেছিলেন। এছাড়া নাসির হাসান, সালাহুদ্দিন হাজ্জি, বারকুক আর নাসির ফারাজ দুইবার করে শাসন করেছিলেন। মামলুক যুগকে সাধারণতঃ দুই ভাগে ভাগ করা হয়: বাহরি ও বুরজি। বাহরি সুলতানরা প্রধানত তুর্কি আর বুরজিরা প্রধানত সার্কাসিয়ান বংশোদ্ভূত। যদিও প্রথম তিন মামলুক সুলতান আইবাক, মানসুর আলি ও কুতুযকে বাহরিয়া রাজবংশের অংশ হিসেবে গণ্য করা হয়না। কারণ, তারা বাহরিয়া মামলুকের রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। তাদেরকে সালিহ আইয়ুবের মামলুক হিসেবে সালিহী নাম দেয়া হয়ে থাকে।[১] প্রথম বাহরিয়া সুলতান ছিলেন বাইবার্স[১] বুরজি মামলুকরা ১৩৮২ খ্রিস্টাব্দে সিংহাসন দখল করেন। তাদের প্রথম সুলতান ছিলেন সাইফুদ্দিন বারকুক। ৩৪তম সুলতান মুসতাইন বিল্লাহ ছিলেন মামলুক আব্বাসীয় খলিফা; যাকে রাজনৈতিক কারণে বুরজি আমিররা সুলতান হিসেবে নিযুক্ত করেছিলেন।[২]

সুলতানদের তালিকা

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী