মানুয়েল লানজিনি

আর্জেন্টিনীয় ফুটবলার

মানুয়েল লানজিনি (আমেরিকান স্পেনীয়: [maˈnwel lanˈsini]; জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৯৩) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি এরপূর্বে রিভার প্লেত এবং ফ্লিমিনেন্সের হয়ে খেলেছেন। তিনি তার বল ধরে রাখার খমতা, ড্রিবলিং করার দক্ষতা, চমৎকার ত্বরণ এবং ডিফেন্ডারদের দ্রুত অতিক্রম করার দক্ষতার জন্য অধিক পরিচিত।[৩] তার ডাকনাম হচ্ছে "লা জোয়া" ("রত্ন")।[৪][৫]

মানুয়েল লানজিনি
২০১৫ সালে লানজিনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমানুয়েল লানজিনি[১]
জন্ম (1993-02-15) ১৫ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩১)[২]
জন্ম স্থানইতুজাইঙ্গো, আর্জেন্টিনা
উচ্চতা১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)[২]
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
জার্সি নম্বর১০
যুব পর্যায়
২০০২–২০১০রিভার প্লেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১০–২০১৪রিভার প্লেত৯৩(১৩)
২০১১–২০১২→ ফ্লুমিনেন্সে (ধার)২৮(৩)
২০১৪–২০১৬আল জাজিরা ক্লাব২৪(৮)
২০১৫–২০১৬ওয়েস্ট হ্যাম ইউনাইটেড (ধার)২৬(৬)
২০১৬–ওয়েস্ট হ্যাম ইউনাইটেড৬২(১৩)
জাতীয় দল
২০১৩আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০(১)
২০১৭–আর্জেন্টিনা(১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

সুপারক্লাসিকোয়, আর্জেন্টিনা ডার্বিতে সবচেয়ে দ্রুততম গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তিনি খেলা শুরু হওয়ার মাত্র ৪৩ সেকেন্ডের মাথায় তিনি গোল করে রেকর্ড গড়েন।[৬]

সম্মাননা

ক্লাব

ফ্লুমিনেন্সে
  • ক্যাম্পিওনাতো কারিওকা: ২০১২[৭]
  • ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি এ: ২০১২
রিভার প্লেত
  • আর্জেন্টাইন প্রিমেরা দিভিসন: ২০১৪[৮]

ব্যক্তিগত

  • ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বছরের সেরা খেলোয়াড়: ২০১৬–১৭[৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী