মাটিরাঙ্গা উপজেলা

খাগড়াছড়ি জেলার একটি উপজেলা

মাটিরাঙ্গা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি মাটিরাঙ্গা উপজেলা হিসেবে ঘোষিত হয় ১৯৮৩ সালে।[২]

মাটিরাঙ্গা
উপজেলা
মানচিত্রে মাটিরাঙ্গা উপজেলা
মানচিত্রে মাটিরাঙ্গা উপজেলা
স্থানাঙ্ক: ২৩°২′১৮″ উত্তর ৯১°৫২′৪৬″ পূর্ব / ২৩.০৩৮৩৩° উত্তর ৯১.৮৭৯৪৪° পূর্ব / 23.03833; 91.87944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
সরকার
 • উপজেলা চেয়ারম্যানমোহাম্মদ রফিকুল ইসলাম
আয়তন
 • মোট৪৯৫.৪০ বর্গকিমি (১৯১.২৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,২৬,৪৭৭
 • জনঘনত্ব২৬০/বর্গকিমি (৬৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.২০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৪৬ ৭০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

মাটিরাঙ্গা উপজেলার উত্তরে ও পশ্চিমে ভারতের ত্রিপুরা, দক্ষিণে গুইমারা উপজেলারামগড় উপজেলা, পূর্বে পানছড়ি উপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলামহালছড়ি উপজেলা[২]

প্রশাসনিক এলাকা

মাটিরাঙ্গা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

নামকরণের ইতিহাস

জনশ্রুতি আছে যে, মাটিরাঙ্গা উপজেলা'র প্রাণকেন্দ্রে জনবসতি গড়ে উঠার সময়কালে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে ধ্বসে পড়া একটি পাহাড়ের মাটির রং তামাটে লাল দেখে জায়গার নাম “মাটিরাঙ্গা” নামকরণ করা হয়।[২]

জনসংখ্যার উপাত্ত

  • এখানে মোট জনসংখ্যা- ১,২৬,৪৭৭ জন তার মধ্যে
  • পুরুষ- ৬৩,৬৯৫ জন ও
  • মহিলা- ৬২,৭৮২ জন, আর
  • বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার- ৩৭.৬৪%.[২]

শিক্ষা

  • উচ্চ বিদ্যালয়ের সংখ্যা - ৯ টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৮২ টি
  • বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮ টি
  • কিন্ডার গার্টেন- ৩ টি
  • শিক্ষার হার- ৪৪.২%।

নদ-নদী

  • ফেনী নদী
  • গোমতি নদী
  • তৈলাফাং নদী
  • তৈকাতাং নদী
  • ধলিয়া নদী।[৩]

অর্থনীতি

কৃষি সংক্রান্ত তথ্য

  • মোট জমির পরিমাণ - ২২,৫৩০ হেক্টর
  • নীট ফসলি জমি - ১৭,৩৫০ হেক্টর
  • মোট ফসলী জমি - ৩৫,১৪০ হেক্টর
  • এক ফসলী জমি - ৬৯৩৫.০০ একর
  • দুই ফসলী জমি - ৭৮৯০.০০ একর
  • তিন ফসলী জমি - ৩৯০৪.০০ একর
  • গভীর নলকূপ- ১২২৬ টি
  • অ-গভীর নলকূপ- ২৮৫২ টি
  • শক্তি চালিত পাম্প- ৪৪১ টি
  • ব্লক সংখ্যা- ৪২ টি
  • বাৎসরিক খাদ্য চাহিদা- ৭৬,৩৩৪.০০০ মেট্রিক টন
  • মোট নলকূপ - ৪১৭০ টি

জনপ্রতিনিধি

সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[৪]সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯]রাজনৈতিক দল
২৯৯ পার্বত্য খাগড়াছড়িখাগড়াছড়ি জেলাকুজেন্দ্র লাল ত্রিপুরাবাংলাদেশ আওয়ামী লীগ

উপজেলা পরিষদ ও প্রশাসন

ক্রম নং.পদবীনাম
০১উপজেলা চেয়ারম্যানমোহাম্মদ রফিকুল ইসলাম
০২ভাইস চেয়ারম্যানমোঃ আনিসুজ্জামান ডালিম
০৩মহিলা ভাইস চেয়ারম্যানহাসিনা বেগম
০৪উপজেলা নির্বাহী কর্মকর্তাডেজী চক্রবর্তী[১০]

বিবিধ

১৯৬ নং মাটিরাঙ্গা মৌজাসমূহের উল্লেখযোগ্য গ্রামের নামসমূহঃ১/বাবু পাড়া

২/মংতু চৌধুরীপাড়া৩/চরপাড়া

৪/মিস্ত্রি পাড়া

৫/হাসপাতাল পাড়া

৬/কাঁঠাল বাগান

৭/চৌধুরী পাড়া

৮/বরজালা

৯/ভূইয়া পাড়া

১০/আর্দশগ্রাম

১১/ওয়াছো মৌজা

১২/মুসলিম পাড়া

১৩/নতুন পাড়া

১৪/নবীনগর

১৫/মাতব্বর পাড়া

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী