মধুমতি (১৯৫৮-এর চলচ্চিত্র)

বিমল রায় পরিচালিত হিন্দি চলচ্চিত্র

মধুমতি হল বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৫৮ সালের ভারতীয় অতিপ্রাকৃত প্রণয়মূলক চলচ্চিত্র। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ঋত্বিক ঘটক। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমারবৈজয়ন্তীমালা, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন প্রাণ ও জনি ওয়াকার। চলচ্চিত্রের গল্পে দেখা যায় আনন্দ নামে এক আধুনিক মনন-সম্পন্ন ব্যক্তি মধুমতি নামে এক আধিবাসী নারী প্রেমে পড়েন, কিন্তু তারা এই জীবনে সম্পর্কে জড়াতে পারেন না এবং তাদের পুনর্জন্ম হয়।

মধুমতি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকবিমল রায়
প্রযোজকবিমল রায়
চিত্রনাট্যকারঋত্বিক ঘটক
কাহিনিকারঋত্বিক ঘটক
শ্রেষ্ঠাংশে
সুরকারসলিল চৌধুরী
চিত্রগ্রাহকদিলীপ গুপ্ত
সম্পাদকহৃষিকেশ মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
বিমল রায় প্রডাকশন্স
মুক্তি
  • ১২ সেপ্টেম্বর ১৯৫৮ (1958-09-12)
স্থিতিকাল১৬৬ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
উর্দু
আয়প্রা.৪ কোটি

মধুমতি পুনর্জন্মের ঘটনা নিয়ে নির্মিত প্রথম দিকের চলচ্চিত্রের একটি। এই চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তী কালে পুনর্জন্মের ঘটনা নিয়ে অসংখ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে, যা সে সময়ে একক চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তির রেকর্ড।

কুশীলব

  • দিলীপ কুমার - দেবিন্দর / আনন্দ
  • বৈজয়ন্তীমালা - মধুমতি / মাধবী / রাধা
  • প্রাণ - রাজা উগ্র নারায়ণ
  • জনি ওয়াকার - চরণদাস
  • জয়ন্ত - পবন রাজা, মধুমতির পিতা
  • রামায়ণ তিওয়ারি - বীর সিং
  • তরুণ বসু - দেবিন্দরের সহকর্মী
  • মিশ্র
  • বাইজ শর্মা
  • ভুডো আডভানি - বাবা
  • জগদীশ
  • সাগর
  • রণজিৎ সুদ
  • শেওজিভাই

বক্স অফিস

মধুমতি ১৯৫৮ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র।[২] এটি প্রায়  কোটি আয় করে,[২][৩] তন্মধ্যে নীট আয়  কোটি।[২] মুদ্রাস্ফীতি হিসাব করলে চলচ্চিত্রটির আয় ২০১৬ সালের ৪৭৮ কোটির ($৭৪ ) সমতুল্য।[৪][৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী