মঞ্জু বরা

মঞ্জু বোরা আসামের একজন যশস্বী চলচ্চিত্র পরিচালক ও গল্পকার৷ তিনি উৎকৃষ্ট চলচ্চিত্র পরিচালনার জন্য ইতিমধ্যে বহুসংখ্যক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন৷ এছাড়াও তিনি ইণ্ডিয়ান প্যানেরোমা, এই এফ এফ আই, ২০০৭, দশম মামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০০৮, থার্ড আই সপ্তম এশিয়ান চলচ্চিত্র উৎসব মুম্বাই ২০০৮, ৫৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৭ দিল্লি (ফীচার্ড চলচ্চিত্র) ইত্যাদিতে জুরি মেম্বার হিসাবে অবদান রেখেছেন।[১]

মঞ্জু বোরা
জন্ম
পেশাচলচ্চিত্র পরিচালক

প্রারম্ভিক জীবন

কর্মজীবন

ম্ঞ্জু বোরা তার প্রথম চলচ্চিত্র বৈভব-এ ১৯৯৯ সালে চলচ্চিত্র পরিচালক রূপে আত্মপ্রকাশ করেন৷ এই চলচ্চিত্রটি ২০০০ সালে অনুষ্ঠিত হওয়া ৪৭ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে বিচারক মণ্ডলীর বিশেষ পুরস্কার (জুরিস স্পেশাল মেনশান) লাভ করতে সক্ষম হয়৷ এছাড়া বৈভবের জন্য মঞ্জু বোরা চেন্নাইতে ১৯৯৯ সালে গ'লাপুড়ি শ্রীনিবাস শ্রেষ্ঠ নবীন পরিচালক পুরস্কার লাভ করেন৷

পরবর্তীকালে মঞ্জু বোরা অন্য এক যাত্রা (২০০১), আকাশীতরার কথারে (২০০২), লাজ (২০০৪), জয়মতী (২০০৬), আই ক'ত নাই ইত্যাদি চলচ্চিত্র পরিচালনা করেন৷[২]

অবদান

চলচ্চিত্র

বর্ষনামইংরেজি নামভাষা
১৯৯৯বৈভবA Scam in Verseঅসমীয়া[৩]
২০০১অন্য এক যাত্রাঅসমীয়া
২০০৩আকাশীতরার কথারেA Tale Told Thousand Timesঅসমীয়া
২০০৪লাজShameঅসমীয়া[৪]
২২০৬জয়মতীThe Saviourঅসমীয়া[৫]
২০০৮আই ক’ত নাইMaঅসমীয়া
২০১২ক:য়াদA Silent Wayমিচিং
২০১৫ডাও হুদুনি মেথাইSong of the Horned Owlবড়ো[৬]
২০১৬সর্বগুণাকর শ্রীমন্ত শংকরদেবSarvagunakar Srimanta Sankardevaঅসমীয়া

পুরস্কার ও সম্মাননা

  • শ্রেষ্ঠ নবীন পরিচালকের জন্য গ'লাপুড়ি শ্রীনিবাস পুরস্কার (২০০০)
  • ৪৭ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে বৈভব চলচ্চিত্রর জন্য বিচারক মণ্ডলীর বিশেষ পুরস্কার (জুরিস স্পেশাল মেনশন)[৭]
  • ৫১ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে আকাশীতরার কথারে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার (Best Feature Film in Assamese)
  • ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র উৎসবত আই ক'ত নাই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার[৮]
  • ২০১২ সালে মুম্বাইতে অনুষ্ঠিত থার্ড আই এশীয় চলচ্চিত্র উৎসবে সত্যজিত রায় স্মারক পুরস্কার[৯]
  • ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র উৎসবে মিচিং চলচ্চিত্র ক: য়াদ-র জন্য রাষ্ট্রীয় পুরস্কার[১০]
  • ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ডাও হুদুনি মেথাই-র জন্য বড়ো ভাষার শ্রেষ্ঠ ছবির রজতকমল পুরস্কার[১১]

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী