মজু চৌধুরীর হাট

বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি পর্যটনকেন্দ্র ও শহর

মজু চৌধুরী হাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটনকেন্দ্র ও শহর। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চররমনী মোহন ইউনিয়নে অবস্থিত। এই শহরটি ১৯৬৫ সালে মজু চৌধুরীর হাট নামে স্থাপিত হয়। এটির পূর্বের নাম ছিল রহমত খালি[২]বরিশাল বিভাগের ৩০ শতাংশ জনসাধারণ এই মজু চৌধুরী হাট দিয়েই যাতায়াত করেন।

মজু চৌধুরীর হাট
পৌরশহর
মজু চৌধুরীর হাটে সূর্যাস্তের দৃশ্য।
মজু চৌধুরীর হাটে সূর্যাস্তের দৃশ্য।
মজু চৌধুরীর হাট বাংলাদেশ-এ অবস্থিত
মজু চৌধুরীর হাট
মজু চৌধুরীর হাট
বাংলাদেশে মজু চৌধুরীর হাটের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫২′২৯″ উত্তর ৯০°৪৭′০৫″ পূর্ব / ২২.৮৭৪৫৯৬৭° উত্তর ৯০.৭৮৪৬৯১০° পূর্ব / 22.8745967; 90.7846910
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলালক্ষ্মীপুর সদর
স্থাপিত১৯৬৫
আয়তন
 • মোট৬৮.৪২ বর্গকিমি (২৬.৪২ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২[১])
 • মোট১,০০,০০০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
এলাকা কোড৩৭০০
ওয়েবসাইটমজু চৌধুরীর হাটের তথ্য বাতায়ন

আয়তন ও সীমানা

মজু চৌধুরীর হাটের অবস্থান লক্ষ্মীপুর সদর উপজেলার সর্ব পশ্চিমে অবস্থিত মেঘনা নদীর তীরে (২২°৫২′২৯″ উত্তর ৯০°৪৭′০৫″ পূর্ব / ২২.৮৭৪৫৯৬৭° উত্তর ৯০.৭৮৪৬৯১০° পূর্ব / 22.8745967; 90.7846910), ভোলা জেলার সর্ব পূর্বে বাংলাদেশের দক্ষিণ পূর্বে কেন্দ্রীয় বাণিজ্য ঘাটতি অবস্থিত একটি ইউনিয়ন। লক্ষ্মীপুর জেলা শহর থেকে এর দূরত্ব ১২ কিলোমিটার ভোলা সদর উপজেলা থেকে ২৬ কিলোমিটার আর কমলনগর উপজেলা থেকে ২০ কিলোমিটার হাইমচর উপজেলা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। এর মোট আয়তন ১৪৫.১৮ বর্গকিমি (৫৬.০৫ বর্গমাইল)[৩]

ইতিহাস

মজু চৌধুরী ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেন লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন এলাকার এক চৌধুরী পরিবারে। মজু চৌধুরী ছিলেন পানা মিয়া হাজীর দ্বিতীয় পুত্র তিনি ছিলেন পানা মিয়ার চার পুত্রের মধ্যে অত্যন্ত মেধাবী,ততকালীন তিনি রহমত খালি এলাকায় এসে প্রায় শতাধিক জায়গা জমি কিনেন, ততদূর কেউ তাহার সমান প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠিত ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার ও পূর্বে এই মজু চৌধুরীর হাট টি প্রতিষ্ঠা পায়। ১৯৬৫ সাল সম্পর্কিত এটির নাম উল্লেখ করেছে এখানকার অস্থায়ী লোকজন রা তখন থেকেই মজু চৌধুরীর হাট জায়গাটি ভালো পরিচিত হয়ে উঠে।[৪]

জনসংখ্যা

জনসংখ্যা প্রায় ৫০ হাজার বর্তমান

শিক্ষা

এখানে ২ টি উচ্চ বিদ্যালয় ও ৭ টি মাদ্রাসা রয়েছেএবং প্রাথমিক বিদ্যালয় ৮ টি।

প্রশাসনিক এলাকা

এখানে একটি বাংলাদেশ কোষ্ট গার্ডের ক্যাম্প ও একটি ফাড়ি থানা রয়েছে, পাশাপাশি রয়েছে বাংলাদেশ আনসারের ক্যাম্প।

কৃষি

  • শস্যঃ ধান, গম, সরিষা, পাট, মরিচ, আলু, ডাল, ভুট্টা, সয়াবিন, আখ, কাঠবাদাম।
  • প্রধান ফলঃ আম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, তাল, লেবু, নারিকেল, সুপারি, চালতা, সারিফা, আমড়া, জাম।

যোগাযোগ ব্যবস্থা

ভোলা থেকে মজু চৌধুরীর হাট ২৬ কিলোমিটার, বরিশাল থেকে ৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভোলার ইলিশা ঘাট থেকে মজু চৌধুরীর হাটে ৩টি ফেরি চলাচল করে ও তাতে ৪ ঘণ্টা সময় লাগে।এছাড়াও এখান থেকে বিভিন্ন রুটে ত্রিশ থেকে চল্লিশটি বাস যাতায়াত করে থাকে।[৫]

দর্শনীয় স্থান ও স্থাপনা

  • সুইচ গেট
  • সাইফিয়া দরবার শরীফ কেন্দ্রীয় মসজিদ
  • বাংলাদেশ কোষ্ট গার্ড দপ্তর
  • মেঘনা পার্ক এন্ড স্ট্রিট
  • ভাসমান মাছ চাষের হ্যাচারি
  • জাহাজের ক্যাপ্টেন ডক।

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী