ভোলা সদর উপজেলা

ভোলা জেলার একটি উপজেলা

ভোলা সদর উপজেলা বাংলাদেশের ভোলা জেলার একটি প্রশাসনিক এলাকা।

ভোলা সদর
উপজেলা
মানচিত্রে ভোলা সদর উপজেলা
মানচিত্রে ভোলা সদর উপজেলা
স্থানাঙ্ক: ২২°৪১′১২″ উত্তর ৯০°৩৮′৫৭″ পূর্ব / ২২.৬৮৬৬৭° উত্তর ৯০.৬৪৯১৭° পূর্ব / 22.68667; 90.64917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাভোলা জেলা
আয়তন
 • মোট৪১৩.১৬ বর্গকিমি (১৫৯.৫২ বর্গমাইল)
জনসংখ্যা [১]
 • মোট৪০,৯৪৬
 • জনঘনত্ব৯৯/বর্গকিমি (২৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৮৩০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৯ ১৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

এই উপজেলার উত্তরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাহিজলা উপজেলা, দক্ষিণে বোরহানউদ্দিন উপজেলা, পূর্বে দৌলতখান উপজেলা, পশ্চিমে পটুয়াখালী জেলার বাউফল উপজেলাবরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা

ইতিহাস

ভূ-প্রাকৃতি

মাটির নিচের অংশ থেকে ভূতত্ত্ববিদরা অনুমান করেন অতীতে এটি দেশের মূল ভূখন্ডের সাথে একত্রে ছিল।১৯০৫-১৯০৮ সালে আসাম বেঙ্গল জরিপে কয়েকজন ভূতত্ত্ববিদরা মনে এখানকার মাটি সমতল। এখানে কোন পাহাড়-পর্বত টিলা মালভূমি গভীর এখানে নদীর স্রোত থেকে থিথিয়ে পড়া মাটি বয়ে থেকে লতা পাতা কচুরিপানা আবর্জনা জমে এই ভূ-খন্ডের ভিত্তি ভুমি রচিত হয়।এখানে মিশ্র ও দো-আশ মাটি এবং বেলে মাটির অস্তিস্থ রয়েছে।এখানে শিলা মাটি বা গ্রানাইড এর উপস্থিতি দেখা যায় না। [২]

প্রশাসনিক এলাকাসমূহ

ভোলা সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ভোলা সদর থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভোলা সদর উপজেলার মোট জনসংখ্যা ৪,৩০,৫২০ জন। এর মধ্যে পুরুষ ২,১৪,২১২ জন এবং মহিলা ২,১৬,৩০৮ জন। মোট পরিবার ৮৮,০৬৮টি।[৩]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভোলা সদর উপজেলার সাক্ষরতার হার ৪৫.২%।[৩]

স্বাস্থ্য

সরকারি হাসপাতাল:(১ টি)


নাম: ভোলা সদর হাসপাতাল,যুগিরঘোল, ভোলা ।



বেসরকারি হাসপাতাল:

নাম:

১. হাবিব মেডিকেল, সদর রোড ভোলা ।

২.ভোলা ডায়াগনোস্টিক সেন্টার, সদর রোড, ভোলা ।

৩.সিটি ডায়াগনোস্টিক সেন্টার ,সদর রোড, ভোলা ।

৪. এসিয়া ডায়াগনোস্টিক সেন্টার, সদর রোড, ভোলা।

৫. ন্যাশনাল ডায়াগনোস্টিক সেন্টার,সদর রোড, ভোলা।

৬. ইসলামীয়া ডায়াগনোস্টিক সেন্টার,সদর রোড, ভোলা ।

৭. ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টার,উকিল পাড়া, ভোলা ।

৮.মেরী স্টোপস্ ক্লিনিক,সদর রোড, ভোলা ।

অর্থনীতি

কৃষি

সংস্কৃতি

যোগাযোগ ব্যবস্থা

উল্লেখযোগ্য ব্যক্তি

বিবিধ

  • শিল্প, সাহিত্য ও সংস্কৃতি - ভোলা থিয়েটার।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ


🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী