ব্লেজ মাতুইদি

ফরাসি ফুটবল খেলোয়াড়

ব্লেজ মাতুইদি (ফরাসি উচ্চারণ: ​[blɛz matɥidi]; জন্ম: ৯ এপ্রিল ১৯৮৭) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি ইতালীয় ক্লাব জুভেন্টাস এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত সেন্টাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। তাকে মাঝেমাঝেই "ভয়ঙ্কর এবং শক্তিশালী খেলোয়াড়" হিসেবে অভিহিত করা হয়ে থাকে।[২] ইলে-দে -ফ্রান্সের অঞ্চলভিত্তিক অপেশাদার ফুটবল ক্লাবের হয়ে খেলার মাধ্যমে মাতুইদি ফুটবল জগতে পদার্পণ করেন; তার মধ্যে ইউএস ফন্তেনে-সু-বোয়া এবং সিও ভিন্সেনোয়া উল্লেখযোগ্য। ১৯৯৯ সালে, মর্যাদাপূর্ণ ফরাসি ক্লাব আইএনএফ ক্লেয়ারফন্তেনের একাডেমী পর্যায়ে যোগদান করেন। আইএনএফ ক্লেয়ারফন্তেন হতে চলে আসার পর, মাতুইদি অর্ধ-পেশাদার ক্লাব ইউএস ক্রেতেইল-লুজিতানোসে যোগদান করেন এবং সেখানে ৩ মৌসুম ক্লাবের একাডেমী পর্যায়ে অতিবাহিত করেন। ২০০৪ সালে, তিনি পেশাদার ক্লাব ত্রয়েস এসিতে যোগদান করেন এবং ২০০৪–০৫ মৌসুমে লীগ ১-এ খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ত্রয়েসের হয়ে ৩ মৌসুম খেলার পর, মাতুইদি এএস সেন্ট-ইতিয়েনে যোগদান করেন। এএস সেন্ট-ইতিয়েনের হয়ে তিনি প্রথমবারের মতো কোন উয়েফা লীগে খেলেন। ২০০৯–১০ মৌসুমে, আলাইন পেরিন তাকে দলের অধিনায়কের জন্য নির্ধারণ করেন। ২০১১ সালের জুলাই মাসে, এএস সেন্ট-ইতিয়েনে ৪ মৌসুম খেলার পর, মাতুইদি ৩ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগদান করেন।

ব্লেজ মাতুইদি
২০১২ সালে ব্লেজ মাতুইদি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামব্লেজ মাতুইদি
জন্ম (1987-04-09) ৯ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থানতুলুস, ফ্রান্স
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[১]
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জুভেন্টাস
জার্সি নম্বর১৪
যুব পর্যায়
১৯৯৩–১৯৯৮ইউএস ফন্তেনে-সু-বোয়া
১৯৯৮–২০০১সিও ভিন্সেনোয়া
২০০০–২০০৩আইএনএফ ক্লেয়ারফন্তেন
২০০১–২০০৪ক্রেতেইল
২০০৪–২০০৫ত্রয়েস
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৪–২০০৭ত্রয়েস৬৭(৪)
২০০৭–২০১১সেন্ট-ইতিয়েন১৩২(৩)
২০১১–২০১৭প্যারিস সেন্ট জার্মেই২০৩(২৩)
২০১৭–জুভেন্টাস২৬(৩)
জাতীয় দল
২০০৬–২০০৭ফ্রান্স অনূর্ধ্ব-১৯(০)
২০০৬–২০০৯ফ্রান্স অনূর্ধ্ব-২১২৫(০)
২০১০–ফ্রান্স৬৪(৯)
অর্জন ও সম্মাননা
ফ্রান্স-এর প্রতিনিধিত্বকারী
রৌপ্য পদক - দ্বিতীয় স্থানউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ২০১৬
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি ফ্রান্সের বয়সভিত্তিক বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন; যার মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১। ২০১০ সালের আগস্ট মাসে, তৎকালীন নতুন ম্যানেজার লরেন্ত ব্লাঙ্ক দ্বারা তিনি প্রথমবারের মতো ফ্রান্সের জাতীয় দলে ডাক পান। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে, ২০১২ উয়েফা ইউরোর বাছাইপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তার অভিষেকের পর থেকে এপর্যন্ত তিনি ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ১টি ফিফা বিশ্বকাপ অংশগ্রহণ করেছেন। তিনি ২০১৬ উয়েফা ইউরো রানার-আপ ফ্রান্স দলের একজন সদস্য ছিলেন।

সম্মাননা

ক্লাব

প্যারিস সেন্ট জার্মেই[৩]
  • লীগ ১ (৪): ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬
  • কুপে দে ফ্রান্স (৩): ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭
  • কুপে দে লা লীগ (৪): ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭
  • ত্রফি দেস চ্যাম্পিয়ন্স (৫): ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭
জুভেন্টাস[৩]
  • সিরি এ (১): ২০১৭–১৮
  • কোপা ইতালিয়া (১): ২০১৭–১৮

ব্যক্তিগত

  • লীগ ১ বছরের সেরা দল: ২০১২–১৩,[৪] ২০১৫–১৬
  • বছরের সেরা ফরাসি খেলোয়াড়: ২০১৫[৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী