ব্রুস মার্টিন

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

ব্রুস ফিলিপ মার্টিন (ইংরেজি: Bruce Philip Martin; জন্ম: ২৫ এপ্রিল, ১৯৮০) নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটারনিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে টেস্ট ক্রিকেট খেলছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে অকল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন তিনি।[১] মার্টিন মূলতঃ ধীরগতির বামহাতি অর্থোডক্স স্পিন বোলিং করেন। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও খেলায় অংশগ্রহণ করেন।

ব্রুস মার্টিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ব্রুস ফিলিপ মার্টিন
জন্ম (1980-04-25) ২৫ এপ্রিল ১৯৮০ (বয়স ৪৪)
হোয়ানগারেই, নর্থল্যান্ড, নিউজিল্যান্ড
ডাকনামবাকো
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
সম্পর্কএল. ডব্লিউ. মার্টিন (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৫৯)
৬ মার্চ ২০১৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৬ মে ২০১৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৯/০০-২০০৯/১০নর্দার্ন ডিস্ট্রিক্টস
২০১০/১১–অকল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টএফসিএলএটি২০
ম্যাচ সংখ্যা১২১৭৯৩০
রানের সংখ্যা৭৩২৩০৬৪৭৯৯৮
ব্যাটিং গড়১৮.২৫১৮.১৫১২.৬০১০.৮৮
১০০/৫০০/০২/৫০/০০/০
সর্বোচ্চ রান৪১১১৪৩৭১৯
বল করেছে১২৬০২৫৪৭৮৩৬৯৮৬৬০
উইকেট১০৩৩০৮১৩৬
বোলিং গড়৪৭.১০৩৬.১৪৩২.০৪২৩.০৮
ইনিংসে ৫ উইকেট১৮
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং৫/১৩৩৪/২৩/১৫
ক্যাচ/স্ট্যাম্পিং০/০৪৫/০২৪/০৬/০
উৎস: Cricinfo, ২৩ মে ২০১৩

খেলোয়াড়ী জীবন

হোয়ানগারেই এলাকায় জন্মগ্রহণকারী মার্টিন বে অব আইল্যান্ডের কেরিকেরি এলাকায় অবস্থিত এক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১০ বছর ধরে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে স্টেট চ্যাম্পিয়নশীপ এবং নর্থল্যান্ডের পক্ষে হক কাপে খেলছেন। ২০০৩/০৪ মৌসুমে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন। ২০১১ সালে অকল্যান্ড অ্যাশেজে অভিষেক ঘটে মার্টিনের।

এরপর ২০০৪ সালে নিউজিল্যান্ড এ দলের সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩টি টেস্ট এবং ৯টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত উদীয়মান খেলোয়াড়দের এক প্রতিযোগিতায় নিউজিল্যান্ড এ দলের হয়ে অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী