বৈশালী মেট্রো স্টেশন

ভারতের দিল্লির মেট্রো স্টেশন

বৈশালী মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির অন্তর্গত উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার গাজিয়াবাদ শহরে বৈশালী সেক্টর ৪-এ অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ব্লু লাইনে আনন্দবিহারের পরে ২.৫৭ কিলোমিটার সম্প্রসারণের পর ২০১১ সালের ১৪ই জুলাই তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১][২][৩] প্রাথমিকভাবে ২০১১ সালের মার্চ মাসে এই মেট্রো স্টেশনটি চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে এই সময় বিলম্বিত হয়ে ১৪ই জুলাই চূড়ান্ত করা হয়। স্টেশনটি বৈশালী বসুন্ধরা মহারাজপুর ইন্দিরাপুরম ও খোরা এলাকায় পরিষেবা দান করে।[৪][৫][৬] স্টেশনটিতে এটিএম এবং লাউঞ্জ পরিষেবা উপলব্ধ।[৭]


বৈশালী
দিল্লি মেট্রো স্টেশন
অবস্থানমদনমোহন মালবীয় মার্গ, গৌড় গঙ্গা ২, ফেজ ১, সেক্টর ৪, বৈশালী, গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ - ২০১০১০
স্থানাঙ্ক২৮°৩৮′৫৯″ উত্তর ৭৭°২০′১৮″ পূর্ব / ২৮.৬৪৯৬৮৬৮° উত্তর ৭৭.৩৩৮৪২৪৭° পূর্ব / 28.6496868; 77.3384247
মালিকানাধীনদিল্লি মেট্রো
পরিচালিতদিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)
লাইন ব্লু লাইন 
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম-১ → অন্তিম স্টেশন
প্ল্যাটফর্ম-২ → দ্বারকা সেক্টর ২১
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত, দুটি ট্র্যাক
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংCar parking উপলব্ধ
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে Handicapped/disabled access
অন্য তথ্য
অবস্থাকার্যকর
স্টেশন কোডভিএএসআই
ইতিহাস
চালু১৪ জুলাই ২০১১; ১২ বছর আগে (2011-07-14)
বৈদ্যুতীকরণউপর দিয়ে ২৫ কি.ভো ৫০ হার্ৎজ পরিবর্তী প্রবাহ
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন দিল্লি মেট্রোপরবর্তী স্টেশন
সমাপ্তিব্লু লাইনকৌশাম্বী
অবস্থান
বৈশালী দিল্লি-এ অবস্থিত
বৈশালী
বৈশালী
দিল্লিতে অবস্থান

স্টেশন বিন্যাস

জিসড়ক স্তরপ্রস্থান/প্রবেশ
এল১মধ্যবর্তী তলাভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার
এল২পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে
পূর্বদিকগামীঅন্তিম স্টেশন
পশ্চিমদিকগামীগন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১
পরবর্তী স্টেশন কৌশাম্বী
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে
এল২

প্রবেশ / প্রস্থান

বৈশালী মেট্রো স্টেশনের প্রবেশ / প্রস্থান[৮]
দ্বার নং-১দ্বার নং-২দ্বার নং-৩
মোহননগর-আনন্দবিহার রোডবৈশালী সেক্টর ৩ ও ৪ফুট-ওভার ব্রিজ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী