বিটিভি ওয়ার্ল্ড

বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল

বিটিভি ওয়ার্ল্ড রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশনের মালিকানাধীন একটি বাংলাদেশী বাংলা ভাষার স্যাটেলাইট ও কেবল টেলিভিশন চ্যানেল। এশিয়াস্যাট ৩ স্যাটেলাইটের মাধ্যমে এটি ২০০৪ সালের ১১ এপ্রিলে সম্প্রচার শুরু করে।[১] এর অনুষ্ঠানসূচীর বেশিরভাগ সময় বিটিভির ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান সিমুলকাস্ট করে।[২] পরে এর টেরেস্ট্রিয়াল ফিডের সম্প্রচার বন্ধের সময় বিটিভি ঢাকা বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার সিমুলকাস্ট করে। ঢাকার রামপুরায় অবস্থিত বিটিভি ভবন থেকে বিটিভি ওয়ার্ল্ড সারা বিশ্বে সম্প্রচার করে। বিটিভি ঢাকার থেকে একটি আলাদা অনুষ্ঠানসূচী সহ চ্যানেলটিকে একটি বিনোদন চ্যানেলে রূপান্তর করার ঘোষণাও করা হয়েছে।[২]

বিটিভি ওয়ার্ল্ড
উদ্বোধন১১ এপ্রিল ২০০৪; ২০ বছর আগে (2004-04-11)
মালিকানাবাংলাদেশ সরকার
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানবিশ্বজুড়ে
প্রধান কার্যালয়রামপুরা, ঢাকা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
বিটিভি ঢাকা
বিটিভি চট্টগ্রাম
সংসদ বাংলাদেশ টেলিভিশন
ওয়েবসাইটbtv.gov.bd
স্ট্রিমিং মিডিয়া
জাগোবিডিwww.jagobd.com/btvworld

ইতিহাস

বাংলাদেশ টেলিভিশন মূলে ২০০৩ সালের ২৫ ডিসেম্বরে স্যাটেলাইট টেলিভিশনে সম্প্রচার শুরু করার পরিকল্পনা করেছে, যা এর ৩৯তম বার্ষিকীতে ঘটে, কিন্তু প্রযুক্তিগত অসুবিধার কারণে এটি স্থাগিতদেশ হয়। ২০০৪ সালের ১১ এপ্রিলে বিটিভি ওয়ার্ল্ডের উদ্বোধনের সাথে এটি স্যাটেলাইটে সম্প্রচার শুরু করে। এটি হংকংয়ের এশিয়াস্যাট ৩ এর মাধ্যমে সম্প্রচার করেছে, স্যাটেলাইটের ব্যান্ড সি ব্যবহার করে, যা ওশেনিয়া, এশিয়া, এবং ইউরোপ কভার করেছে। বিটিভি ওয়ার্ল্ড আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি ভাষার অনুষ্ঠান প্রযোজন করার পরিকল্পনাও করেছে।[১]

২০১২ সালের ৫ নভেম্বরে বিটিভি ঢাকা স্যাটেলাইটে ২৪-ঘণ্টার সম্প্রচার শুরু করে এবং, এর টেরেস্ট্রিয়াল ফিডের সম্প্রচার বন্ধের সময়, বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার সিমুলকাস্ট করা শুরু করে।[৩] ২০১৭ সাল হিসেবে এশিয়াস্যাট ৭ স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি বিশ্বের ৪৯ দেশে সম্প্রচার হচ্ছিল, অন্তর্ভূক্তে পুরো এশিয়া মহাদেশ।[৪][৫] ২০১৮ সালে বিটিভি ওয়ার্ল্ড বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার শুরু করে।[৬]

২০১৯ সালের ২ সেপ্টেম্বরে ভারতের ডিডি ফ্রি ডিশে বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু করে।[৭][৮] ২০২০ সালের ১০ এপ্রিলে বিটিভি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়ও সম্প্রচার শুরু করে।[৯] ২০২১ সালের মেতে বিটিভি ওয়ার্ল্ড, এর ভ্রাতৃপ্রতিম চ্যানেলসমূহ সহ, বিশ্বজুড়ে স্ট্রিম করার জন্য বিটিভি অ্যাপে উপলব্ধি করা হয়।[১০] যেহেতু বিটিভিতে ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ প্রচার হচ্ছিল, ২০২১ সালের ২৯ অক্টোবরে জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান, যা সাধারণত উভয় চ্যানেলে প্রচারিত, শুধু বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হয়েছিল।[১১] ২০২২ সালের মেতে বাংলাদেশ সরকার দেশের বিমানবন্দরে এর ভ্রাতৃপ্রতিম সহ বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের আদেশ দেয়।[১২]

সম্প্রচার মাধ্যম সমূহ

ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার: শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ট্রান্সমিশন কেন্দ্র থেকে
স্যাটেলাইট সম্প্রচার: দেশব্যাপী ও দেশের বাইরে।
ইন্টারনেট সম্প্রচার: btvlive.gov.bd অফিশিয়াল সম্প্রচার মাধ্যম এ

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানসামাজিক সমস্যালামিনে ইয়ামালকোপা আমেরিকা২০২৪ কোপা আমেরিকাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপউয়েফা ইউরো ২০২৪আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মুকেশ আম্বানিঅপারেশন সার্চলাইটছয় দফা আন্দোলনরবীন্দ্রনাথ ঠাকুরতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশআশুরাযুক্তফ্রন্টবাংলা ভাষা আন্দোলনব্রাজিল জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানস্পেন জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামআনহেল দি মারিয়ালিওনেল মেসিলাহোর প্রস্তাববাংলাদেশের সংবিধানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধফিফা বিশ্ব র‌্যাঙ্কিংইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকারাজাকারকারবালার যুদ্ধমিয়া খলিফাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহকিম কার্দাশিয়ানভূমি পরিমাপ