বাবুশান মহান্তি

ওড়িয়া অভিনেতা

বাবুশান মহান্তি (ওড়িয়া: ବାବୁଶାନ୍ ମହାନ୍ତି) ওড়িয়া চলচ্চিত্রের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র প্রযোজক। তার আসল নাম তন্ময় মহান্তি[১][৩]

বাবুশান মহান্তি
বাবুশান (ବାବୁଶାନ୍)
ওড়িয়া চলচ্চিত্র অভিনেতা বাবুশান মহান্তি
জন্ম
তন্ময় মহান্তি (ତନ୍ମୟ ମହାନ୍ତି)

(1989-07-30) ৩০ জুলাই ১৯৮৯ (বয়স ৩৪)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনDAV পাবলিক স্কুল, চন্দ্রশেখরপুর; KIIT বিশ্ববিদ্যালয়
পেশা
  • অভিনেতা
  • সঙ্গীতশিল্পী
  • মডেল
কর্মজীবন২০০৯- বর্তমান
দাম্পত্য সঙ্গীত্রুপ্তি শতপথী
পিতা-মাতাউত্তম মহান্তি
অপরাজিতা মহান্তি[১][২]

প্রাথমিক জীবন

ওড়িয়া ছবির নায়ক বাবুশান মহান্তি ১৯৮৯ সালের ৩০ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। তিনি ওলিউডের জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি ও অভিনেত্রী অপরাজিতা মহান্তির একমাত্র সন্তান। তিনি DAV পাবলিক বিদ্যালয়, চন্দ্রশেখরপুর (ভুবনেশ্বর) ও KIIT বিশ্ববিদ্যালয়ে (কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি) পড়াশোনা করেছেন।[১][২]

পেশা ও ব্যক্তিজীবন

বাবুশান মৌলিক গানের উপর একজন প্রশিক্ষিত সঙ্গীতশিল্পী। ১০ বছর বয়স থেকেই গান করেন তিনি। সঙ্গীতশিল্পী হিসেবে পেশা জীবন শুরু করলেও ২০০৯ সালে হর পত্তনায়ক পরিচালিত রোমিও- দ্য লাভার বয় ছবিতে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি ওলিউডে তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। সমগ্র ওড়িশা জুড়ে তার অসংখ্য ও অগণিত ভক্ত রয়েছে। ৬ জুলাই, ২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী ত্রুপ্তি শতপথীকে বিয়ে করেন বাবুশান। বাবুশান এবং ত্রুপ্তি DAV পাবলিক স্কুলে একসাথে পড়াশোনা করতেন।[১][২][৪]

অভিনীত ছবি

সালছবির নামচরিত্রপরিচালকভাষাঅন্যান্য তথ্য
২০০৯রোমিও- দ্য লাভার বয়[১][২]সঞ্জয় চৌধুরিহর পট্টনায়কওড়িয়া
২০১০তো আখিরে মু[১][৫]সুর্যএস.কে. মুরালিধরনওড়িয়া
২০১০প্রেম অঢ়েই অক্ষর[১]অমরসুধাকর বসন্তওড়িয়া
২০১০সঞ্জু আউ সঞ্জনা[১]সঞ্জুঅশোক পতিওড়িয়া
২০১০লভ কানেকশনজিতবীরেশ চট্টোপাধ্যায়বাংলা
২০১১লোফার[১]সঞ্জুঅশোক পতিওড়িয়া
২০১১চকলেট[১]বন্টি/ ড. সৌরভ দাসসুশান্ত মণিওড়িয়া
২০১১১৪৩ আই লাভ ইউ[১]অশোক পতিওড়িয়া
২০১১দোস্তি[১]আকাশওড়িয়া
২০১২থুকুল [১]পঞ্চমপ্রশান্ত নন্দওড়িয়া
২০১২লুচকালি[১]তন্ময় মহান্তিসুশান্ত মণিওড়িয়া
২০১২ইডিয়ট: আই ডু ইশক অনলি তুমসে[১]সঞ্জুঅশোক পতিওড়িয়া
২০১২লভ মাস্টার[১]জিতচন্ডি পরিজাওড়িয়া
২০১৩দিওয়ানা দিওয়ানি[১]অশোক পতিওড়িয়া
২০১৩ডাহা বালুঙ্গা[১]ওম্কারসুধাকর বসন্তওড়িয়া
২০১৩নখি নানি পুঅ ভগিয়া [৬]সুধাকর বসন্তওড়িয়া
২০১৩আখিরে আখিরে[১]রাহুলসুশান্ত মণিওড়িয়া
২০১৪লেখু লেখু লেখি দেলি[১]অজয়সুশান্ত মণিওড়িয়া
২০১৫যিএ যাহা কহু মোর ঢো[১]রাজামৃত্যুঞ্জয় সাহুওড়িয়া
২০১৫সুপার মিছুয়া[১]রোমিওঅশোক পতিওড়িয়া
২০১৫ভলপাএ ততে ১০০ রু ১০০[১][৭]সুধাংশু মোহন সাহুওড়িয়া
২০১৬তু যে সেই[১]অশোক পতিওড়িয়া
২০১৬জবরদস্ত প্রেমিক[১]চন্দুরাজু সরবাইয়াওড়িয়া
২০১৬লভ স্টেশন[১]সঞ্জু/ সঞ্জয় শতপথীঅশোক পতিওড়িয়া
২০১৬ঝিয়টা বিগিড়ি গলা[১]বিনি পট্টনায়কওড়িয়া
২০১৬লভ পেইন কুছভি করেগা[৮]অশোক পতিওড়িয়া
২০১৬সুইট হার্ট[৯]সুশান্ত মণিওড়িয়া
২০১৭দিল দিওয়ানা হেইগলা[১০]সুধাংশু মোহন সাহুওড়িয়া
২০১৭সুনা পিলা টিকে স্ক্রু ঢিলা[১১]কুঞ্জসুধাকর বসন্তওড়িয়া
২০১৭সিস্টার শ্রীদেবী[১২]অশোক পতিওড়িয়া
২০১৭হিরো নম্বর ১[১৩]তাপস সরগরিয়াওড়িয়া
২০১৮অনলি পেয়ার[১৪][১৫]তাপস সরগরিয়াওড়িয়া
২০১৮সুন্দরগড়হ সলমন খাঁ[১৬][১৭]অশোক পতিওড়িয়া
২০১৮লোকাল টোকা লভ চোখা[১৮][১৯]সুধাংশু সাহুওড়িয়া
২০১৮শ্রীমান সুরদাসঅশোক পতিওড়িয়া
২০১৯অজব সঞ্জুর গজব লাভঅশোক পতিওড়িয়া

পুরস্কার

৭ম ওড়িয়া ফিল্মফেয়ার এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার নিচ্ছেন চিত্রনায়ক বাবুশান

তরং চলচ্চিত্র পুরস্কার
৭ম তরং চলচ্চিত্র পুরস্কার- (২০১৫)- সেরা অভিনেতা (ভলপাএ ততে ১০০ রু ১০০)[২০]
৮ম তরং চলচ্চিত্র পুরস্কার (২০১৬)- সেরা অভিনেতা (লভ পেইন কুছভি করেগা)[২১]
৯ম তরং চলচ্চিত্র পুরস্কার (২০১৭)- স্টার পারফর্মার ২০১৭ (সিস্টার শ্রীদেবী)[২২]

ওড়িয়া ফিল্মফেয়ার পুরস্কার
৬ষ্ঠ ওড়িয়া ফিল্মফেয়ার পুরস্কার (২০১৫)- সেরা অভিনেতা (সুপার মিছুয়া)[২৩]
৭ম ওড়িয়া ফিল্মফেয়ার পুরস্কার (২০১৬)- সেরা অভিনেতা (লভ স্টেশন)[২৪]
৮ম ওড়িয়া ফিল্মফেয়ার পুরস্কার (২০১৭)- সেরা অভিনেতা (হিরো নম্বর ১)[২৫][২৬]

ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার
ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার ২০১০- সেরা অভিনেতা (প্রেম অঢ়েই অক্ষর)[২৭]
ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার ২০১০- সেরা পুরুষ কন্ঠশিল্পী (প্রেম অঢ়েই অক্ষর)[২৭]
ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার ২০১২- সেরা গায়ক (লভ মাস্টার)[২৮]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী