বরুড়া উপজেলা

কুমিল্লা জেলার একটি উপজেলা

বরুড়া উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা

বরুড়া
উপজেলা
মানচিত্রে বরুড়া উপজেলা
মানচিত্রে বরুড়া উপজেলা
স্থানাঙ্ক: ২৩°২২′৪৬″ উত্তর ৯১°৩′৪৩″ পূর্ব / ২৩.৩৭৯৪৪° উত্তর ৯১.০৬১৯৪° পূর্ব / 23.37944; 91.06194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
বাংলাদেশের জাতীয় সংসদ২৫৬ কুমিল্লা-৮
সরকার
 • জাতীয় সংসদ সদস্যআবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন (বাংলাদেশ আওয়ামীলীগ)
 • উপজেলা চেয়ারম্যানহামিদ লতিফ ভূঁইয়া কামাল
আয়তন
 • মোট২৪২ বর্গকিমি (৯৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৪,০৫,৬১১
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৯ ০৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
বরুড়া উপজেলা পরিষদ।

অবস্থান ও আয়তন

বরুড়া উপজেলা কুমিল্লা জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ উপজেলার উত্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলাচান্দিনা উপজেলা, দক্ষিণে লাকসাম উপজেলাচাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা, পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলালাকসাম উপজেলা, পশ্চিমে চান্দিনা উপজেলাচাঁদপুর জেলার কচুয়া উপজেলা

ইতিহাস

বৌদ্ধদের ধর্মীয় খেতাব বড়ুয়া। এছাড়াও এ অঞ্চলে অধিকাংশ স্থানে পান চাষ করা হত যা এখনও বিদ্যমান। যারা পান চাষ করে তাদেরকে বারই বলে এবং চাষকৃত জমিকে (বরজ) আঞ্চলিক ভাষায় বর বলা হয়। ফলে ধর্মীয় প্রভাব এবং সংস্কৃতিক ঐতিহ্য এ দুটি বিষয়কে সমন্বয় করে বরুড়া উপজেলার নামকরণ করা হয়েছে।বরুড়া ১৯৪৮ সালের ২৪ মার্চ থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালের ২৪ মার্চ এটি উপজেলায় উন্নিত হয়।

প্রশাসনিক এলাকা

বরুড়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

আয়তন২৪২ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৪,০৫,৬১১ জন
জনসংখ্যার ঘনত্ব১,৪৩৫ জন
পৌরসভা১ টি
ইউনিয়ন১৬ টি
গ্রাম৩৩৫ টি

শিক্ষা

শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী

- বিশ্ববিদ্যালয় কলেজ০১ টি- ডিগ্রি কলেজ০৩টি (১টি সরকারি)- উচ্চ মাধ্যমিক কলেজ০৩টি (১টি মহিলা)- মাধ্যমিক বিদ্যালয়৪২ টি (১টি সরকারি বালিকা)- কারিগরি কলেজ০১ টি- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়০৩ টি- সরকারি প্রাথমিক বিদ্যালয়১৪৯ টি- এনজিও পরিচালিত প্রাঃ বিদ্যালয়৮৪ টি- বেসরকারি মাদ্রাসা৩০ টি (কামিল-০১টি)। দাখিল-১৮টি। আলিম-০৪টি। ফাজিল -০৭টি। এবতেদায়ী মাদ্রাসা-১০টি। কওমী মাদ্রাসা-৬০টি। মক্তব-৪০০টি

- শিক্ষার হার ৫৬%পুরুষ- ৬৩%মহিলা- ৪৯%

স্বাস্থ্য

স্বাস্থ্য বিভাগ হাসপাতালের সংখ্যা৭ টি।( বেড-১০১ টি)সরকারী০১ টি। ( বেড- ৫০ টি)বেসরকারী ০৬ টি। ( বেড- ৭০ টি)ক্লিনিক০৬ টি( বেসরকারী)।.ডাক্তারের সংখ্যা.এম,বি,বি এস - সাব সেণ্টারসহ ১৫ জন ।রেজিষ্টার্ড গ্রাম্য ডাক্তার- ৫ জন।গ্রাম ডাক্তার- ২৬৭ জন।হোমিও প্যাথিক ডাক্তার- ৭৮ জন।কবিরাজ- ৪৫ জন।অন্যান্য( ডিপ্লোমা)- ৮ জন।.স্বাস্থ্য কেন্দ্র.উপজেলা স্বাস্থ্য কেন্দ্র- ১ টি।উপ-স্বাস্থ্য কেন্দ্র- ৫ টি।পরিবার কল্যাণ কেন্দ্র- ১৫ টি।কমিউনিটি ক্লিনিক- ১৯ টি।

অর্থনীতি

কুমিল্লা জেলার মধ্যে স্বাভাবিকভাবেই বরুড়া উপজেলায় হরেক রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। উপজেলায় বিশ্বের খেতনামা শিল্পপতিদের জন্মস্হান হওয়াই এখানে শিল্পের প্রভাব রয়েছে।এ উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে বর্তমানে অনেক বৃহৎ শপিং সেন্টার গড়ে উঠেছে, এ সকল শপিং সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারের মাধ্যমে জনসাধারণের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে। নিম্নে বরুড়া উপজেলার উল্লেখযোগ্য হাট-বাজার এর নাম দেয়া হলঃ

উল্লেখযোগ্য হাট-বাজার

একবাড়িয়া বাজার, গনকখুলী বাজার, সরাফতি পদয়ার বাজার, বাতাইছড়ি বাজার, রামমোহন বাজার, খোশবাস বাজার, হরিপুর বাজার, মহেশপুর বাজার, ঝলম বাজার, শশইয়া বাজার, লগ্নসার বাজার, আমড়াতলী বাজার, শিলমুড়ী বাজার, ভাউকসার বাজার, অশ্বদিয়া বাজার, শাকপুর নতুন বাজার, শাকপুর পুরাতন বাজার, ধনিশ্বর বাজার, চিলোনিয়া বাজার, আড্ডা বাজার, পেরপেটি বাজার, সোনাইমুড়ী বাজার, পয়ালগাছা বাজার, কাজীর বাজার, লক্ষীপুর বাজার সুলতানপুর বাজার।

যোগাযোগ

  • কুমিল্লা শহরের জাঙ্গালিয়া হতে বরুড়া গামী বলাকা বাস প্রতি ৮ মিনিট পর পর বরুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ৭ টা হতে সন্ধ্যা ৮ টা অবধি বাস পাওয়া যায়।
  • কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের লাকসাম রোড থেকে সিএনজি চালিত অটোরিকশা ও বাস পাওয়া যায় বরুড়ার উদ্দেশ্যে।

দর্শনীয় স্থান

  • নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি - গালিমপুর ইউনিয়নের ভাউকসার;
  • ভাউকসার জমিদার বাড়ি
  • ভাউকসার কেন্দ্রীয় মসজিদ - গালিমপুর ইউনিয়নের ভাউকসার;
  • আনন্দ বৌদ্ধ বিহার - লগ্নসার;
  • রোহিতগিরি তপোবন বৌদ্ধ বিহার - লগ্নসার।
  • কৃষ্ণসাগর দিঘি - বরুড়া আলিয়া মাদ্রাসা
  • উপজেলা পরিষদ - বরুড়া উপজেলা।
  • মুক্তিযুদ্ধা স্মৃতিসৌধ - বটতলী
  • দারুল উলুম বরুড়া মাদ্রাসা

জনপ্রতিনিধি

সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[২]সংসদ সদস্য[৩][৪][৫][৬][৭]রাজনৈতিক দল
২৫৬ কুমিল্লা-৮বরুড়া উপজেলাআবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনবাংলাদেশ আওয়ামী লীগ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী