ফুটবল ক্লাব লুগানো

ফুটবল ক্লাব লুগানো (ইংরেজি: FC Lugano; এছাড়াও এফসি লুগানো অথবা শুধুমাত্র লুগানো নামে পরিচিত) হচ্ছে লুগানো ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি লুগানো তাদের সকল হোম ম্যাচ লুগানোর করনারেদো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬,৩৩০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মৌরিৎসিয়ো ইয়াকোবাচ্চি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আঙ্গেলো রেনজেত্তি। উরুগুয়েয়ীয় মধ্যমাঠের খেলোয়াড় জনাথন সাবাতিনি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

লুগানো
পূর্ণ নামফুটবল ক্লাব লুগানো
প্রতিষ্ঠিত১৯০৮; ১১৬ বছর আগে (1908)
মাঠকরনারেদো স্টেডিয়াম[১]
ধারণক্ষমতা৬,৩৩০
সভাপতিসুইজারল্যান্ড আঙ্গেলো রেনজেত্তি
ম্যানেজারসুইজারল্যান্ড মৌরিৎসিয়ো ইয়াকোবাচ্চি[২]
লিগসুইস সুপার লীগ
২০১৮–১৯৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি লুগানো এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি সুইস সুপার লীগ, ৩টি সুইস কাপ এবং ১টি সুইস চ্যালেঞ্জ লীগ শিরোপা রয়েছে।

অর্জন

সুইস সুপার লীগ

  • বিজয়ী: ১৯৩৭–৩৮, ১৯৪০–৪১, ১৯৪৮–৪৯

সুইস কাপ

  • বিজয়ী: ১৯৩০–৩১, ১৯৬৭–৬৮, ১৯৯২–৯৩

সুইস চ্যালেঞ্জ লীগ

  • বিজয়ী: ২০১৪–১৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফুটবল ক্লাব লুগানোটেমপ্লেট:সুইস সুপার লীগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী