ফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়া

ফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়া (ইউক্রেনীয় উচ্চারণ: [ˈwɔrsklɐ polˈtɑwɐ], ইউক্রেনীয়: ФК «Во́рскла» Полта́ва; এছাড়াও এফসি ভর্সক্লা পলতাওয়া, ভর্সক্লা পলতাওয়া অথবা শুধুমাত্র ভর্সক্লা নামে পরিচিত) হচ্ছে পলতাওয়া ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৫৪ সালের ৩০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ভর্সক্লা পলতাওয়া তাদের সকল হোম ম্যাচ পলতাওয়ার বুতোভস্কি ভর্সক্লা স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৪,৭৯৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুরি মাকসিমভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রোমান চেরনিয়াক। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ভলদিমির চেসনাকভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ভর্সক্লা পলতাওয়া
পূর্ণ নামফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়া
ডাকনামজেলেনো-বিলি (সউজ-সাদা)
প্রতিষ্ঠিত৩০ নভেম্বর ১৯৫৪; ৬৯ বছর আগে (1954-11-30)
মাঠবুতোভস্কি ভর্সক্লা স্টেডিয়াম
ধারণক্ষমতা২৪,৭৯৫[১]
সভাপতিইউক্রেন রোমান চেরনিয়াক
ম্যানেজারইউক্রেন ইয়ুরি মাকসিমভ
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ভর্সক্লা পলতাওয়া এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ইউক্রেনীয় কাপ এবং ১টি ইউক্রেনীয় প্রথম লিগ শিরোপা রয়েছে।

অর্জন

  • ইউক্রেনীয় কাপ
    • চ্যাম্পিয়ন (১): ২০০৮–০৯
  • ইউক্রেনীয় পেরশা লিহা
    • চ্যাম্পিয়ন (১): ১৯৯৫–৯৬
  • ইউক্রেনীয় এসএসআর-এর ফুটবল চ্যাম্পিয়নশিপ (সোভিয়েত দ্বিতীয় লিগের অংশ হিসেবে)
    • রানার-আপ (১): ১৯৮৮

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফুটবল ক্লাব ভর্সক্লা পলতাওয়াটেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী