ফুটবল ক্লাব দেসনা চেরনিহিভ

চেরনিহিভ ভিত্তিক ইউক্রেনীয় ফুটবল ক্লাব

ফুটবল ক্লাব দেসনা চেরনিহিভ (ইউক্রেনীয়: Футбольний клуб Десна Чернігова; এছাড়াও এফসি দেসনা চেরনিহিভ অথবা দেসনা চেরনিহিভ নামে পরিচিত) হচ্ছে চেরনিহিভ ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেসনা চেরনিহিভ তাদের সকল হোম ম্যাচ চেরনিহিভের স্তাদিওন ইয়ুরি গাগারিনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,০৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ওলেকসান্দ্র রয়াবকন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভলদিমির লেভিন ইলিখ। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ভ্লাদিস্লাভ ওহিরিয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দেসনা চেরনিহিভ
পূর্ণ নামফুটবল ক্লাব দেসনা চেরনিহিভ
ডাকনামসিভেরিয়ানি (উত্তরাঞ্চলবাসী)
প্রতিষ্ঠিত১৯৬০; ৬৪ বছর আগে (1960)
মাঠস্তাদিওন ইয়ুরি গাগারিন
ধারণক্ষমতা১২,০৬০
সভাপতিইউক্রেন ভলদিমির লেভিন ইলিখ
ম্যানেজারইউক্রেন ওলেকসান্দ্র রয়াবকন
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, দেসনা চেরনিহিভ এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ইউক্রেনীয় দ্বিতীয় লিগ শিরোপা।

অর্জন

  • ইউক্রেনীয় প্রথম লিগ
রানার-আপ (১): ২০১৬–১৭
  • ইউক্রেনীয় দ্বিতীয় লিগ
চ্যাম্পিয়ন (৩): ১৯৯৬–৯৭ (গ্রুপ এ), ২০০৫–০৬ (গ্রুপ এ), ২০১২–১৩ (গ্রুপ এ)
রানার-আপ (৪): ২০০০–০১ (গ্রুপ সি), ২০০৩–০৪ (গ্রুপ সি), ২০০৪–০৫ (গ্রুপ সি), ২০১১–১২ (গ্রুপ এ)

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফুটবল ক্লাব দেসনা চেরনিহিভটেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী