প্রাকৃতিক উপগ্রহ

জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যা গ্রহের চারিদিকে ঘূর্ণায়মান

প্রাকৃতিক উপগ্রহ একটি জ্যোতির্বৈজ্ঞানিক বা মহাকাশীয় বস্তু যা কোনো একটি গ্রহ বা তার থেকে বড় অন্য কোন বস্তুকে কেন্দ্রকে করে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে এবং অবশ্যই যা মানব সৃষ্ট নয়। এ ধরনের বস্তুকে সাধারণত বা মাঝেমাঝেই চন্দ্র হিসেবে অভিহিত করা হয়। এই সংজ্ঞাটির উপর ভিত্তি করে একটি তারা চতুর্দিকে ঘূর্ণায়মান কোন গ্রহ বা কোন ছায়াপথের কেন্দ্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোন তারাকেও এই শ্রেণিতে ফেলা যায়, অবশ্য এই ব্যবহারটি সচরাচর করা হয় না। সকল ক্ষেত্রেই কোন গ্রহ, বামন গ্রহ বা ক্ষুদ্র গ্রহ-এর সাথে প্রাকৃতিকভাবে বিরাজমান বস্তুগুলোকে প্রাকৃতিক উপগ্রহ বলা হয়ে থাকে।

পার্থিব চাঁদ, পৃথিবী-নিকটস্থ অন্যান্য বস্তুসমূহ; মঙ্গল গ্রহের ফোবোস, ডিমোস; বৃহস্পতি গ্রহের গ্যানিমিড, ক্যালিস্টো, আয়ো, ইউরোপা সহ মোট ৭৯টি; শনি গ্রহের টাইটান, রিয়া, ইয়াপেটাস, ডায়োন, টেথিস, এনসেলাডাস, মাইমাস, হাইপেরিয়ন, ফোব সহ মোট ৮২টি; ইউরেনাস গ্রহের টাইটানিয়া, ওবেরন, আমব্রিয়েল, এরিয়েল, মিরান্ডা সহ মোট ২৭টি; নেপচুন গ্রহের ট্রাইটন, প্রোটেয়াস, নেরেইড সহ মোট ১৪টি; প্লুটো এর ক্যারন, নিক্স, হাইড্রা, কারবেরোস, স্টিক্স, এরিস, ডিসনোমিয়া, হাউমেয়া, হিʻইয়াকা, নামাকা, মাকেমাকে, এস/২০১৫ (১৩৬৪৭২) ১ ইত্যাদি সৌরজগতের প্রাকৃতিক উপগ্রহ।

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা– গ্রহের জন্মের সময় একএকটি নক্ষত্র কে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্তিত হতো। এরা নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে অবশেষে জমাট বেঁধে গ্রহে রূপান্তরিত হয়। আবার, এভাবেই গ্রহের চারপাশে জমা মহাজাগতিক মেঘ থেকেই উপগ্রহ সৃষ্টি হয়েছে। এসব উপগ্রহ গুলো হলো প্রাকৃতিক উপগ্রহ।

সৌর জগতের উপগ্রহসমূহ

সৌর জগতের মধ্যে এখন পর্যন্ত প্রায় ২৪০ টি প্রাকৃতিক উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৬২ টি উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘুরছে,[১] ৪ টি উপগ্রহ ঘূর্ণায়মান আছে বামন গ্রহ-কে কেন্দ্র করে এবং অন্যগুলো ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু-কে কেন্দ্র করে ঘূর্ণায়মান আছে। অন্যান্য তারা এবং তাদের গ্রহদেরও উপগ্রহ রয়েছে।

গড় ব্যাস
(কিমি)
গ্রহের উপগ্রহবামন গ্রহের উপগ্রহSatellites of
SSSBs[২]
উপগ্রহহীন
তুলনার জন্য
পৃথিবীমঙ্গলবৃহস্পতিশনিইউরেনাসনেপচুনপ্লুটোএরিস
৬০০০-৭০০০মঙ্গল
৫০০০-৬০০০গ্যানিমেডটাইটান
৪০০০-৫০০০ক্যালিস্টোবুধ
৩০০০-৪০০০চাঁদ[৩]আইয়ো
ইউরোপা
২০০০-৩০০০ট্রাইটনএরিস
প্লুটো
১৫০০-২০০০Rheaটাইটানিয়া
Oberon
(136472) 2005 FY9
৯০৩৭৭ Sedna
১০০০-১৫০০Iapetus
Dione
Tethys
Umbriel
Ariel
ক্যারন(136108) 2003 EL61
৯০৪৮২ Orcus
৫০০০০ Quaoar
৫০০-১০০০Enceladusসেরেস
২০০০০ Varuna
২৮৯৭৮ Ixion
২ Pallas, ৪ Vesta
আরো অনেক TNOs
২৫০-৫০০Mimas
Hyperion
Mirandaপ্রোটিয়াস
নিয়ারিড
DysnomiaS/২০০৫ (2003 EL61) ১
S/২০০৫ (৭৯৩৬০) ১
১০ Hygiea
{{subst:#invoke:ConvertDigit|main|511}} Davida
৭০৪ Interamnia
এবং আরো অনেক
১০০-২৫০অ্যামলথিয়া
Himalia
থিবি
ফিবি
Janus
Epimetheus
Sycorax
পাক
পোর্শিয়া
লারিসা
গ্যালাটিয়া
ডেসপাইনা
S/২০০৫ (2003 EL61) ২
আরো অনেক TNOs
অনেক
৫০-১০০Elara
Pasiphaë
Prometheus
Pandora
Caliban
জুলিয়েট
বেলিন্ডা
ক্রেসিডা
রোজালিন্ড
ডেসডিমোনা
বিয়াংকা
থাল্যাসা
হ্যালিমিডি
নিসো
নেয়্যাড
Nix[৪]
Hydra[৪]
Menoetius[৫]
S/২০০০ (৯০) ১
আরো অনেক TNOs
অনেক
১০-৫০ফোবোস
ডিমোস
Carme
মেটিস
Sinope
Lysithea
অ্যানানকি
লিডা
অ্যাড্রাস্টিয়া
Siarnaq
Helene
Albiorix
Atlas
Pan
Telesto
Paaliaq
Calypso
Ymir
Kiviuq
Tarvos
Ijiraq
Erriapo
ওফেলিয়া
কর্ডেলিয়া
Setebos
Prospero
Perdita
Mab
Stephano
কিউপিড
Francisco
Ferdinand
Margaret
Trinculo
সেও
লেওমাডিয়া
স্যামাথি
Linus[৬]
S/২০০০ (৭৬২) ১
S/২০০২ (১২১) ১
Romulus[৭]
Petit-Prince[৮]
S/২০০৩ (২৮৩) ১
S/২০০৪ (১৩১৩) ১
এবং অনেক TNOs
অনেক
১০ এর কমঅন্তত ৭৯অন্তত ১১৮অনেকঅনেক

তথ্যসূত্র ও পাদটীকা

বহিঃসংযোগ

বৃহস্পতির চন্দ্র

শনির চন্দ্র

নেপচুনের চন্দ্র

সকল চন্দ্রসমূহ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী