পেড্রো কলিন্স

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

পেড্রো টাইরন কলিন্স (ইংরেজি: Pedro Collins; জন্ম: ১২ আগস্ট, ১৯৭৬) বার্বাডোসের সেন্ট পিটারের বস্কোবেল এলাকা জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন।

পেড্রো কলিন্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
পেড্রো টাইরোন কলিন্স
জন্ম (1976-08-12) ১২ আগস্ট ১৯৭৬ (বয়স ৪৭)
বস্কোবেল, সেন্ট পিটার, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট মিডিয়াম
ভূমিকাবোলার
সম্পর্কফিদেল অ্যাডওয়ার্ডস (সৎ ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২২৫)
৫ মার্চ ১৯৯৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৩০ জুন ২০০৬ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ৯৮)
১৯ অক্টোবর ১৯৯৯ বনাম পাকিস্তান
শেষ ওডিআই২২ মে ২০০৫ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৬ - ২০১২বার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআই
ম্যাচ সংখ্যা২৯৩০
রানের সংখ্যা২৩১৩০
ব্যাটিং গড়৫.৮৭৪.২৮
১০০/৫০-/--/-
সর্বোচ্চ রান২৪১০*
বল করেছে৬২৬৫১৫৭৭
উইকেট১০৬৩৯
বোলিং গড়৩৪.১৩৩১.০৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট--
সেরা বোলিং৬/৫৩৫/৪৩
ক্যাচ/স্ট্যাম্পিং৫/-৮/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৫ জুলাই ২০১৭

দলে তিনি মূলতঃ বামহাতি ফাস্ট মিডিয়াম বোলারের দায়িত্ব পালন করতেন। এছাড়াও নিচেরসারিতে ডানহাতে পারদর্শিতা দেখিয়েছেন পেড্রো কলিন্স

খেলোয়াড়ী জীবন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ফিদেল অ্যাডওয়ার্ডস সম্পর্কে তার সৎ ভাই। তার ন্যায় খুব কমসংখ্যক বামহাতি সিম বোলারই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। তার বোলিং সঠিক দিক ও নিশানা বরাবর ছিল যা তাকে ক্যারিবীয় ক্রিকেটে দূর্দান্ত প্রতাপে রাজত্ব করতে সহায়তা করেছিল। ৩৪.১৩ গড়ে ১০৬ উইকেট নিয়ে সন্তোষজনক টেস্ট রেকর্ড গড়া স্বত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত সদস্য হতে পারেননি তিনি। তাস্বত্ত্বেও ২০০৭ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।

২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেন।[১] এরপর ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপেও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ঐ প্রতিযোগিতায় তার দল গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে।

কাউন্টি ক্রিকেট

২০০৭ সালে সারে দলের পক্ষে কোলপ্যাক খেলোয়াড় হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন। এরফলে তার ওয়েস্ট ইন্ডিজ দলে ভবিষ্যতে খেলার সম্ভাবনা কমে যায়। তবে, শেষ পর্যন্ত তিনি এ চুক্তি থেকে দূরে সরে আসেন। ৩০ মার্চ, ২০১০ তারিখে মিডলসেক্স কর্তৃপক্ষ ২০১০ মৌসুমে খেলার জন্য তার চুক্তিবদ্ধতার কথা ঘোষণা করে।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী