পিকে (চলচ্চিত্র)

২০১৫ রাজকুমার হিরানী পরিচালিত চলচ্চিত্র

পিকে (ইংরেজি: PK; অনু. মাতাল)[৪] ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র।[৫][৬][৭] এই চলচ্চিত্রটির পরিচালক রাজকুমার হিরানী এবং প্রযোজক হিরানী, বিধু বিনোদ চোপড়া ও সিদ্বার্থ রায় কাপুর। এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন রাজকুমার হিরানী এবং অভিজিৎ জোশী।[৮] ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের পিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির খান এবং অন্যান্য চরিত্রে অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ঈরানীসৌরভ শুকলা। চলচ্চিত্রটিতে পিকে নামের এক মানব-আকৃতির ভিনগ্রহবাসীর গল্প বলা হয়েছে, যে এক তরুণী টিভি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মান্ধতা ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তোলে।

পিকে
পিকে থিয়েটারি পোস্টার (২০১৪)
পরিচালকরাজকুমার হিরানী
প্রযোজকরাজকুমার হিরানী
বিধু বিনোদ চোপড়া
সিদ্বার্থ রায় কাপুর
চিত্রনাট্যকারঅভিজাৎ জোশী
রাজকুমার হিরানী
শ্রেষ্ঠাংশেআমির খান
অনুষ্কা শর্মা
সুশান্ত সিং রাজপুত
সঞ্জয় দত্ত
বোমান ইরানি
সৌরভ শুক্লা
সুরকারঅজয়-অতুল
শান্তনু মৈত্র
অঙ্কিত তিওয়ারি
চিত্রগ্রাহকসী কে মুরলীধরন
সম্পাদকরাজকুমার হিরানী
প্রযোজনা
কোম্পানি
বিনোদ চোপড়া ফিল্মস
রাজকুমার হিরানী ফিল্মস
ইউটিভি মোশন পিকচার
পরিবেশকইউটীভি মোশন পিকচার
মুক্তি
  • ১৯ ডিসেম্বর ২০১৪ (2014-12-19)
স্থিতিকাল১৫২ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয় ৮৫ কোটি (US$ ১০.৩৯ মিলিয়ন)[২]
আয় ৭৯২ কোটি (US$ ৯৬.৮১ মিলিয়ন)[৩]

নির্মাতা হিরানীর মতে চলচ্চিত্রে তিনি আমিরের পিকে চরিত্রটি আব্রাহাম কোভুর নামে এক যুক্তিবাদীর বাস্তব জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সাজিয়েছেন।[৯]

কাহিনী

সুদূর মহাকাশের পৃথিবী-সদৃশ এক গ্রহ থেকে মানুষের গঠন ও আকৃতিবিশিষ্ট একটি প্রাণী (আমির খান) পৃথিবীতে আসে। অবতরণের কিছু পরেই তার গলায় ঝোলানো লকেট আকৃতির রিমোট চুরি হয়ে যায়, যেটা দিয়ে সে নিজের মহাকাশ-যানকে ফিরিয়ে আনতে পারতো। রিমোটের খোঁজে পৃথিবীর মানুষের বৈচিত্রময় ভাষা, নিয়ম-রীতি, ধর্ম ও সংস্কৃতির সম্পর্কে ধারণাহীন পিকে একের পর এক নতুন নতুন মতানৈক্যের সমস্যায় পড়তে থাকে, উক্ত যাত্রায় নিজ অদ্ভুত আচরণের জন্য সে প্রায় সবার কাছ থেকে পিকে (মাতাল) উপাধি ডাকনাম হিসেবে লাভ করে। ঈশ্বরকে ক্রমাগত খুঁজে চলে পিকে যে একমাত্র তার হারানো রিমোটটি ফিরিয়ে দিতে পারে। কিন্তু ইশ্বর খুঁজতে গিয়ে সে এও বুঝতে পারে যে প্রত্যেক ধর্ম নিজেদের মত করে ঈশ্বরকে ব্যখা করেছে এবং ঈশ্বর ব্যবসার অস্ত্রে পরিণত। এক পর্যায়ে এক গুজরাটি ব্যান্ডবাদক বড়ভাই ভৈরন সিংহ (সঞ্জয় দত্ত) ও এক দুঃসাহসী তরুণী টিভি সাংবাদিক জগজ্জননী সাহানি বা জাগগু'র (অনুষ্কা শর্মা) সাহায্য নিয়ে সেগুলো নিরসনে একরোখাভাবে লেগে থাকে। প্রচন্ড কৌতূহলী এলিয়েনটি একপর্যায়ে আবিষ্কার করে যে কুসংষ্কার ও ধর্মান্ধতার আশ্রয় নিয়ে তপস্বী মহারাজ (সৌরভ শুকলা) নাম্নী প্রতারক এক ধর্মগুরু তার চুরি যাওয়া বিরল আকৃতির দৃষ্টিনন্দন রিমোটটিকে বেদখল করে ধর্মাশ্রয়ী মিথ্যা ব্যবসার কাজে ব্যবহার করছে। এরপর ঐ ধর্মগুরুর সঙ্গে দীর্ঘ সময়ের তুমুল প্রকাশ্য বিতর্ক, দ্বন্দ্ব-সংঘাত ও টেলিভিশনে সরাসরি তর্কযুদ্ধে তাকে প্রতারক ও মিথ্যা প্রমাণের পর সবশেষে সে তার রিমোট ফিরে পায়। পাশাপাশি এরই মধ্য দিয়ে অভূতপূর্বভাবে উপহার দেয় বিশ্বমানবতার অন্ধ ধর্মীয় বিশ্বাস ও কুসংষ্কার নিয়ে বিভ্রান্তি ও মতানৈক্যের এক সার্বজনীন, চিরসত্য, যৌক্তিক ও বাস্তববাদী সমাধান।

শিল্পী

সঙ্গীত

পিকে
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৭ নভেম্বর ২০১৪ (2014-11-17)
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
দৈর্ঘ্য৩০:১৭
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীটি সিরিজ
শান্তনু মৈত্র কালক্রম
মর্দানী
(২০১৪)
পিকে
(২০১৪)
ওয়াজির
(২০১৬)






পিকে (চলচ্চিত্র) থেকে একক গান
  1. "ঠারকী ছোকরো"
    মুক্তির তারিখ: ০৮ নভেম্বর ২০১৪[১০]


  1. "লাভ ইজ ভেস্ট অফ টাইম্ִ"
    মুক্তির তারিখ: ১৪ নভেম্বর ২০১৪[১১]

চলচ্চিত্রের অ্যালবামের আবহসঙ্গীত রচনা করেন অতুল রানিঙ্গা এবং সঞ্জয় ওয়ান্ড্রেকার; গীতিকার ছিলেন শান্তনু মৈত্র, অজয়-অতুলঅঙ্কিত তিওয়ারি

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."ঠারকী ছোকরো"স্বানন্দ কিরকিরেঅজয়-অতুলস্বরূপ খান৪:৫৫
২."লাভ ইজ ভেস্ট অফ টাইম্ִ"অমিতাভ বর্মাশান্তনু মৈত্রসোনু নিগম, শ্রেয়া ঘোষাল৪:৩০
৩."নাঙ্গা পুঙ্গা দোস্ত"স্বানন্দ কিরকিরেশান্তনু মৈত্রশ্রেয়া ঘোষাল৪:৪৬
৪."চার কদম"স্বানন্দ কিরকিরেশান্তনু মৈত্রশান, শ্রেয়া ঘোষাল৪:২০
৫."ভগবান হে কাহা রে তূ"স্বানন্দ কিরকিরেশান্তনু মৈত্রসোনু নিগম৫:১২
৬."দিল দরবাদর"মনোজ মুন্তাশিরঅঙ্কিত তিওয়ারিঅঙ্কিত তিওয়ারি৫:৩১
৭."পিকে সিনেমাটির নৃত্যের মূলভাব" শান্তনু মৈত্রযান্ত্রিক২:২৩
মোট দৈর্ঘ্য:৩০:১৭

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী