পশ্চিমবঙ্গ বিধানসভা

পশ্চিমবঙ্গ বিধানসভা পশ্চিমবঙ্গের এককক্ষ রাজ্য আইনসভা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিবাদীবাগ এলাকায় হাইকোর্টের দক্ষিণে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনটি অবস্থিত। বিধানসভার সদস্যদের বিধায়ক বলা হয়। তাঁরা পাঁচ বছরের জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসনসংখ্যা ২৯৫। এর মধ্যে ২৯৪টি আসনের বিধায়করা এক-আসনবিশিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে সরাসরি নির্বাচিত হয়ে আসেন এবং এক জন সদস্য অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সরাসরি নির্বাচিত হন। সাধারণত, বিধানসভার মেয়াদ পাঁচ বছরের; তবে তার আগেই বিধানসভা ভেঙে দেওয়া যায়।

পশ্চিমবঙ্গ বিধানসভা
সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভা
ধরন
ধরন
এককক্ষীয়
কক্ষবিধানসভা ও বিধান পরিষদ (বিলুপ্ত)
মেয়াদসীমা৫ বছর
প্রতিষ্ঠিত১৯৩৭
নেতৃত্ব
উপাধ্যক্ষ
পরিষদীয় নেতা
(মুখ্যমন্ত্রী)
পরিষদীয় উপনেতা
বিরোধী উপনেতা
গঠন
WB Vidhan Sabha 2023
রাজনৈতিক দল
সরকার (২২১)
     তৃণমূল কংগ্রেস (২২১)

সমর্থন (১)

     বিজিপিএম (১)

বিরোধী (৭৩)

     বিজেপি (৬৭)
     সংযুক্ত মোর্চা (১)
     নির্দল (১)

খালি (৩)

  •      খালি (৩)
নির্বাচন
সরল সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি
সর্বশেষ নির্বাচন
২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল, ২০২১
পরবর্তী নির্বাচন
মার্চ-এপ্রিল ২০২৬
সভাস্থল
বিধানসভা ভবন, কলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইট
www.wbassembly.gov.in
পাদটীকা
১৮৬২ সালে বাংলা প্রেসিডেন্সিতে প্রাদেশিক আইনসভা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা প্রেসিডেন্সির পশ্চিমাংশ ১৯৫০ সালে ভারতীয় প্রজাতন্ত্রের একটি রাজ্যের স্বীকৃতি পায়। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমা গঠিত হয় ১৯৬০ সালের ১ মে।

ইতিহাস

১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন বলে, ১৮৬২ সালের ১৮ জানুয়ারি ব্রিটিশ ভারতের তদনীন্তন গভর্নর-জেনারেল ব্রিটিশ বঙ্গপ্রদেশের একটি বারো সদস্যবিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা করেন। এই আইনসভার সদস্য ছিলেন বাংলার লেফটানেন্ট গভর্নর এবং কয়েকজন মনোনীত সদস্য। কাউন্সিলের প্রথম অধিবেশনটি বসে ১৮৬২ সালের ১ ফেব্রুয়ারি।প্রারম্ভিক যুগে এই আইনসভাটিকে বেঙ্গল কাউন্সিল, লেফটেনান্ট গভর্নরের কাউন্সিল, বেঙ্গল অ্যাসেম্বলি ইত্যাদি নামে ডাকা হত।[১] প্রথম দিকে কাউন্সিলের রাজনৈতিক কার্যকলাপ ছিল সীমাবদ্ধ। এই কারণে সঠিকভাবেই এই সভাকে ছোটলাটের দরবার সভা বলে অভিহিত করা হত।[২] তবে ১৮৯২ সালের ভারত শাসন আইন বলে কাউন্সিলের রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে। এই সময় কাউন্সিলের সদস্যসংখ্যা বেড়ে হয় ২০; এঁদের মধ্যে ৭ জন ছিলেন নির্বাচিত।[৩] ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইন বলে সভার সদস্য সংখ্যা বৃদ্ধি করে ৫৩ করা হয়।[৪] ১৯১৯ সালের ভারত শাসন আইন বলে এই সংখ্যা বৃদ্ধি করে ১৩৯ করা হয়।[৫] ১৯১৯ সালের এই আইন বলেই স্থাপিত হয় বঙ্গীয় প্রাদেশিক আইনসভা বা বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল। ১৯২১ সালের ১ ফেব্রুয়ারি, ডিউক অফ কনট আনুষ্ঠানিকভাবে এই সভার উদ্বোধন করেন।[৬]

১৯৩৫ সালের ভারত শাসন আইন বলে বঙ্গীয় প্রাদেশিক আইনসভাকে দুটি কক্ষে বিভক্ত করা হয়: লেজিসলেটিভ কাউন্সিল ও লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ২৫০ সদস্যবিশিষ্ট অ্যাসেম্বলির মেয়াদ ছিল সর্বাধিক পাঁচ বছর। অন্যদিকে কাউন্সিল ছিল একটি স্থায়ী সংস্থা। এই সংস্থায় সদস্যসংখ্যা ৬৩ জনের কম ও ৬৫ জনের বেশি হত না। প্রতি তিন বছর অন্তর সভার এক-তৃতীয়াংশ সদস্য অবসর নিতেন।

১৯৪৭ সালের ১৪ অগস্ট ব্রিটিশ বঙ্গপ্রদেশ পশ্চিমবঙ্গপূর্ব পাকিস্তানে দ্বিধাবিভক্ত হয়ে যায়। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ৯০টি কেন্দ্রের বিধায়ক ও দুই জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ বিধানসভা। বঙ্গীয় প্রাদেশিক আইনসভা বিলুপ্ত হয়ে যায়। ১৯৪৭ সালের ২১ নভেম্বর প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন বসে। এই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু প্রমুখ।[৭]

ভারতীয় সংবিধানে পশ্চিমবঙ্গের দ্বিকক্ষীয় বিধানসভা অনুমোদিত হয়। ১৯৫২ সালে ৫ জুন ৫১ সদস্যবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধান পরিষদ গঠিত হয়। দুই জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য হয় বিধানসভার সদস্যসংখ্যা হয় ২৪০। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর ১৯৫২ সালের ১৮ জুন প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন বসে।

১৯৬৯ সালের ২১ মার্চ, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদ অবলুপ্তির প্রস্তাব গৃহীত হয়। এই অনুসারে, ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ (অবলুপ্তি) আইন পাস হয়। ১৯৬৯ সালের ১ অগস্ট বিধান পরিষদ অবলুপ্ত হয়।

বিধানসভা কেন্দ্রের তালিকা

২০০২ সালে গঠিত সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সুপারিশ অনুযায়ী ২০০৮সালে পুনর্নির্ধারিত সীমানায় পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি হল[৮]:

বিধানসভা কেন্দ্র সংখ্যানামজেলা
মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
শীতলকুচি বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
সিতাই বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
দিনহাটা বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রকোচবিহার জেলা
১০কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
১১কালচিনি বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
১২আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
১৩ফালাকাটা বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
১৪মাদারিহাটজলপাইগুড়ি জেলা
১৫ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
১৬ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
১৭জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
১৮রাজগঞ্জজলপাইগুড়ি জেলা
১৯ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
২০মাল বিধানসভা কেন্দ্রজলপাইগুড়ি জেলা
২১নাগরাকাটাজলপাইগুড়ি জেলা
২২কালিম্পং বিধানসভা কেন্দ্রদার্জিলিং জেলা
২৩দার্জিলিং বিধানসভা কেন্দ্রদার্জিলিং জেলা
২৪কার্শিয়াংবিধানসভা কেন্দ্রদার্জিলিং জেলা
২৫মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রদার্জিলিং জেলা
২৬শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রদার্জিলিং জেলা
২৭ফাঁসিদেওয়াদার্জিলিং জেলা
২৮চোপড়াউত্তর দিনাজপুর জেলা
২৯ইসলামপুরউত্তর দিনাজপুর জেলা
৩০গোয়ালপোখরউত্তর দিনাজপুর জেলা
৩১চাকুলিয়াউত্তর দিনাজপুর জেলা
৩২করণদিঘিউত্তর দিনাজপুর জেলা
৩৩হেমতাবাদউত্তর দিনাজপুর জেলা
৩৪কালিয়াগঞ্জউত্তর দিনাজপুর জেলা
৩৫রায়গঞ্জউত্তর দিনাজপুর জেলা
৩৬ইটাহারউত্তর দিনাজপুর জেলা
৩৭কুশমান্ডিদক্ষিণ দিনাজপুর জেলা
৩৮কুমারগঞ্জদক্ষিণ দিনাজপুর জেলা
৩৯বালুরঘাট বিধানসভা কেন্দ্রদক্ষিণ দিনাজপুর জেলা
৪০তপনদক্ষিণ দিনাজপুর জেলা
৪১গঙ্গারামপুরদক্ষিণ দিনাজপুর জেলা
৪২হরিরামপুরদক্ষিণ দিনাজপুর জেলা
৪৩হাবিবপুর বিধানসভা কেন্দ্রমালদহ জেলা
৪৪গাজোল বিধানসভা কেন্দ্রমালদহ জেলা
৪৫চাঁচল বিধানসভা কেন্দ্রমালদহ জেলা
৪৬হরিশ্চন্দ্রপুরমালদহ জেলা
৪৭মালতীপুরমালদহ জেলা
৪৮রাতুয়ামালদহ জেলা
৪৯মানিকচকমালদহ জেলা
৫০মালদহ বিধানসভা কেন্দ্রমালদহ জেলা
৫১ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রমালদহ জেলা
৫২মোথাবাড়িমালদহ জেলা
৫৩সুজাপুরমালদহ জেলা
৫৪বৈষ্ণবনগরমালদহ জেলা
৫৫ফারাক্কামুর্শিদাবাদ জেলা
৫৬শামসেরগঞ্জমুর্শিদাবাদ জেলা
৫৭সুতিমুর্শিদাবাদ জেলা
৫৮জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রমুর্শিদাবাদ জেলা
৫৯রঘুনাথগঞ্জমুর্শিদাবাদ জেলা
৬০সাগরদিঘিমুর্শিদাবাদ জেলা
৬১লালগোলামুর্শিদাবাদ জেলা
৬২ভগবানগোলামুর্শিদাবাদ জেলা
৬৩রানিনগর বিধানসভা কেন্দ্রমুর্শিদাবাদ জেলা
৬৪মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রমুর্শিদাবাদ জেলা
৬৫নবগ্রামমুর্শিদাবাদ জেলা
৬৬খড়গ্রামমুর্শিদাবাদ জেলা
৬৭বারোয়ানমুর্শিদাবাদ জেলা
৬৮কান্দিমুর্শিদাবাদ জেলা
৬৯ভরতপুর বিধানসভা কেন্দ্রমুর্শিদাবাদ জেলা
৭০রেজিনগরমুর্শিদাবাদ জেলা
৭১বেলডাঙা বিধানসভা কেন্দ্রমুর্শিদাবাদ জেলা
৭২বহরমপুর বিধানসভা কেন্দ্রমুর্শিদাবাদ জেলা
৭৩হরিহরপাড়ামুর্শিদাবাদ জেলা
৭৪নওদামুর্শিদাবাদ জেলা
৭৫ডোমকলমুর্শিদাবাদ জেলা
৭৬জলঙ্গীমুর্শিদাবাদ জেলা
৭৭করিমপুর বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৭৮তেহট্ট বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৭৯পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৮০কালীগঞ্জনদিয়া জেলা
৮১নাকাশিপাড়ানদিয়া জেলা
৮২চাপড়ানদিয়া জেলা
৮৩কৃষ্ণনগর উত্তরনদিয়া জেলা
৮৪নবদ্বীপ বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৮৫কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৮৬শান্তিপুরনদিয়া জেলা
৮৭রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৮৮কৃষ্ণগঞ্জনদিয়া জেলা
৮৯রানাঘাট উত্তরপূর্বনদিয়া জেলা
৯০রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৯১চাকদহনদিয়া জেলা
৯২কল্যাণী বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৯৩হরিণঘাটা বিধানসভা কেন্দ্রনদিয়া জেলা
৯৪বাগদা বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
৯৫বনগাঁ উত্তরউত্তর চব্বিশ পরগনা জেলা
৯৬বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
৯৭গাইঘাটা বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
৯৮স্বরূপনগর বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
৯৯বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১০০হাবড়া বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১০১অশোকনগর বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১০২আমডাঙাউত্তর চব্বিশ পরগনা জেলা
১০৩বীজপুরউত্তর চব্বিশ পরগনা জেলা
১০৪নৈহাটি বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১০৫ভাটপাড়া বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১০৬জগদ্দল বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১০৭নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১০৮ব্যারাকপুরউত্তর চব্বিশ পরগনা জেলা
১০৯খড়দহ বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১০দমদম উত্তর বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১১পানিহাটি বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১২কামারহাটি বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১৩বরানগর বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১৪দমদম বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১৫রাজারহাট নিউ টাউনউত্তর চব্বিশ পরগনা জেলা
১১৬বিধাননগর বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১৭রাজারহাট গোপালপুরউত্তর চব্বিশ পরগনা জেলা
১১৮মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১১৯বারাসাত বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১২০দেগঙ্গাউত্তর চব্বিশ পরগনা জেলা
১২১হাড়োয়াউত্তর চব্বিশ পরগনা জেলা
১২২মিনাখানউত্তর চব্বিশ পরগনা জেলা
১২৩সন্দেশখালিউত্তর চব্বিশ পরগনা জেলা
১২৪বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১২৫বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১২৬হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রউত্তর চব্বিশ পরগনা জেলা
১২৭গোসাবা বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১২৮বাসন্তীদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১২৯কুলতলি বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩০পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩১কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩২সাগর বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩৩কুলপি বিধানসভা কেন্দ্রসুন্দরবনজেলা]]
১৩৪রায়দিঘি বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩৫মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩৬জয়নগরদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩৭বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩৮ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৩৯ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪০বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪১মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪২মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪৩ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪৪ফলতা বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪৫সাতগাছিয়াদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪৬বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪৭সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪৮ভাঙড় বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৪৯কসবা বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫০যাদবপুর বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫১সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫২টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫৩বেহালা পূর্বদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫৪বেহালা পশ্চিমদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫৫মহেশতলা বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫৬বজবজ বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫৭মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রদক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১৫৮কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৫৯ভবানীপুরকলকাতা জেলা
১৬০রাসবিহারী বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬১বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬২চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬৩এন্টালি বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬৪বেলেঘাটা বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬৫জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬৬শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬৭মানিকতলা বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬৮কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৬৯বালি বিধানসভা কেন্দ্রকলকাতা জেলা
১৭০হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭১হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭২শিবপুর বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭৩হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭৪সাঁকরাইল বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭৫পাঁচলা বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭৬উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭৭উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭৮উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৭৯শ্যামপুর বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৮০বাগনান বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৮১আমতা বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৮২উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৮৩জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৮৪ডোমজুড় বিধানসভা কেন্দ্রহাওড়া জেলা
১৮৫উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৮৬শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৮৭চাঁপদানি বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৮৮সিঙ্গুর বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৮৯চন্দননগর বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯০চুঁচুড়া বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯১বলাগড় বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯২পান্ডুয়া বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯৩সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯৪চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯৫জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯৬হরিপাল বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯৭ধনেখালি বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯৮তারকেশ্বর বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
১৯৯পুরশুড়া বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
২০০আরামবাগ বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
২০১গোঘাট বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
২০২খানাকুল বিধানসভা কেন্দ্রহুগলি জেলা
২০৩তমলুক বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২০৪পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২০৫পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২০৬ময়না বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২০৭নন্দকুমার বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২০৮মহিষাদল বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২০৯হলদিয়া বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১০নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১১চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১২পটাশপুর বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১৩কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১৪ভগবানপুর বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১৫খেজুরি বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১৬কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১৭রামনগর, পূর্ব মেদিনীপুর বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১৮এগরা বিধানসভা কেন্দ্রপূর্ব মেদিনীপুর জেলা
২১৯দাঁতন বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২০নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২১গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২২ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২৩কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২৪খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২৫নারায়ণগড় বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২৬সবং বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২৭পিংলা বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২৮খড়গপুর বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২৯দেবড়া বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২২০দাসপুর বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩১ঘাটাল বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩২চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩৩গড়বেতা বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩৪শালবনি বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩৫কেশপুর বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩৬মেদিনীপুর বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩৭বিনপুর বিধানসভা কেন্দ্রপশ্চিম মেদিনীপুর জেলা
২৩৮বান্দোয়ান বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৩৯বলরামপুর বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪০বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪১জয়পুর বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪২পুরুলিয়া বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪৩মানবাজার বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪৪কাশীপুর বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪৫পাড়া বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪৬রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪৭শালতোড়া বিধানসভা কেন্দ্রপুরুলিয়া জেলা
২৪৮ছাতনা বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৪৯রানিবাঁধ বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫০রায়পুর বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫১তালড্যাংরা বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫২বাঁকুড়া বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫৩বরজোড়া বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫৪ওন্দা বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫৫বিষ্ণুপুর, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫৬কোতুলপুর বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫৭ইন্দাস বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫৮সোনামুখী বিধানসভা কেন্দ্রবাঁকুড়া জেলা
২৫৯খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬০বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬১রায়না বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬২জামালপুর বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬৩মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬৪কালনা বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬৫মেমারি বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬৬বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬৭ভাতার বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬৮পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৬৯পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭০কাটোয়া বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭১কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭২মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭৩আউশগ্রাম বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭৪গলসি বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭৫পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭৬দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭৭দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭৮রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৭৯জামুরিয়া বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৮০আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৮১আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৮২কুলটি বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৮৩বরাবনি বিধানসভা কেন্দ্রবর্ধমান জেলা
২৮৪দুবরাজপুর বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৮৫সিউড়ি বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৮৬বোলপুর বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৮৭নানুর বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৮৮লাভপুর বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৮৯সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৯০ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৯১রামপুরহাট বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৯২হাঁসন বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৯৩নলহাটি বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা
২৯৪মুরারই বিধানসভা কেন্দ্রবীরভূম জেলা

পাদটীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী