পশতুনিস্তান

পশতুনিস্তান (পশতু: پښتونستان; পাখতুনিস্তান নামেও পরিচিত,[৩] বা পাঠানিস্তান,[৪][৫] অর্থ পশতুদের দেশ, হচ্ছে পশতু জনগোষ্ঠী অধ্যুষিত একটি ভৌগোলিক ঐতিহাসিক অঞ্চল যা আজকের দিনের আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অঞ্চল নিয়ে গঠিত যেখানে পশতু সংস্কৃতি, ভাষা এবং জাতীয়তা প্রবল।[৬][৭][৮] এই অঞ্চলের জন্য বিকল্প নামও প্রচলিত আছে যেমন "পাখতুনখোয়া" (پښتونخوا), "রোহ" (روه), এবং "আফগানিস্তান" (افغانستان), যা ৩য় শতকের পর থেকেই প্রচলিত।[৩][৯][১০] পশতুনিস্তানের পূর্বে পাঞ্জাব, পশ্চিম ও উত্তরে তুর্কিভাষী অঞ্চল, উত্তরপূর্বে কাশ্মির এবং দক্ষিণে বেলুচিস্তান।

পশতুনিস্তান
پښتونستان
অঞ্চল
সবুজ অংশ পশতুন অধ্যুষিত অঞ্চল (১৯৮০)
সবুজ অংশ পশতুন অধ্যুষিত অঞ্চল (১৯৮০)
দেশসমূহ আফগানিস্তান
 পাকিস্তান
জনসংখ্যা (২০১২)
 • মোটc. ৪২–৫০ মিলিয়ন[১][২]
Demographics
 • নৃতাত্ত্বিক পরিচয়পশতুন
 • ভাষাপশতু
অপ্রধান: ফারসি, উর্দু, হিন্দকো, বালুচি, অরমুরি, পারাচি, দার্দিক, নুরিস্তানি
সময় অঞ্চলUTC+০৪:৩০ এবং UTC+০৬:০০
Largest cities

ভূগোল

ইতিহাস

আরাকোশিয়া নামে নিবন্ধিত ৫০০ খ্রিস্টপূর্বাব্দের অঞ্চল যেখানে প্যাকটিয়ানস নামক লোক বাস করতো

২য় খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলে পশতু জনগোষ্ঠী বসবাস করছে যা বিভিন্ন পর্যায়ে প্রাচীন ইরানি জনগোষ্ঠী, মেডেস, আকামেনিদ, গ্রীক, মৌর্যবংশ, কুশন, হেপথ্যালিট, শাশানীয়,আরব মুসলমান, তুর্কী, মুঘল এবং অন্য অনেকের দ্বারা শাসিত হয়েছে। সাম্প্রতিককালে পশ্চিমা বিশ্ব এই অঞ্চলের ভাগ্যনির্ধারণে ভূমিকা রাখছে।[১১][১২][১৩]

৭ম শতকে আরব মুসলমানগণ এই অঞ্চলে আগমণের পরে পশতুদের মধ্যে ইসলামের বিকাশ ঘটে। কিছু আরবদেশীয় ব্যক্তি সুলাইমান পর্বতে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে পশতু জাতির সংগে একীভূত হয়ে যায়।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী