পবন কল্যাণ

ভারতীয় অভিনেতা এবং পরিচালক

কোনিদেলা কল্যাণ বাবু (জন্মঃ ২রা সেপ্টেম্বর ১৯৭১ সাল),[৩] পবন কল্যাণ মঞ্চ নামে বেশি পরিচিতি পান, তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রলেখক, লেখক, এবং রাজনীতিবিদ। তিনি রাজনীতিবিদ বনে যাওয়া নায়ক চিরঞ্জীবীর ছোট ভাই এবং প্রধানত তেলুগু চলচ্চিত্রে কাজ করে থাকেন। পবন কল্যাণ ১৯৯৬ সালে তেলুগু ছবি আক্কাডা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ১৯৯৮ সালে তিনি থোলি প্রেমা ছবি দ্বারা প্রথম প্রধান চরিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন যেটি ঐ বছরেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সেরা তেলুগু বৈশিষ্টমন্ডিত ছবি পুরস্কার অর্জন করে।

পবন কল্যাণ
২০১৩ সালে
জন্ম
কোনিদেলা কল্যাণ বাবু[১]

(1971-09-02) ২ সেপ্টেম্বর ১৯৭১ (বয়স ৫২)
বাপাটলা, অন্দ্র প্রদেশ, ভারত[২]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ, লেখক, পরিচালক।
কর্মজীবন১৯৯৬ সাল – বর্তমান
দাম্পত্য সঙ্গীনন্দিনী (১৯৯৭ সাল – ২০০৭ সাল)
রেনু দেসাই (২০০৯ সাল – ২০১২ সাল)
আন্না লেজনেভা (২০১৩ সাল – বর্তমান)
সন্তান
পিতা-মাতাভেঙ্কট রাও কোনিদেলা
আঞ্জনা দেবী কোনিদেলা
পরিবার

তার করা জনপ্রিয় আরো অনেক ছবি হলো গোকুল আম্ল সেথা, সুস্বাগথম, থাম্মুডু, বদ্রি, খুশি, জলসা, গব্বর সিঙ্ঘ। যে ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার- সেরা নায়ক, তেলুগু লাভ করেন,[৪] এবং Attarintiki Daredi যা সর্বকালের highest grossing Telugu film এর মধ্যে অন্যতম।[৫] ২০১৩ সালে ফরবেস ভারতের ১০০ জন তারকার মধ্যে তাকে ২৬তম স্থানে তালিকাবদ্ধ করে।[৬] As of 2014, he holds a net worth of ১৮৫ মিলিয়ন (US$ ২.২৬ মিলিয়ন).[৭]

ব্যক্তিগত জীবন

কল্যাণ কোনিডেলা ভেঙ্কট রাও এবং অঞ্জনা দেবীর পুত্র হিসেবে বাপাটলা, অন্দ্র প্রদেশে জন্ম গ্রহণ করেন।[৮] তিনি চিরঞ্জীবীনাগেন্দ্র বাবুর ছোট ভাই। মার্শাল আর্ট ট্রেনিংয়ের প্রদর্শ্নীর পরেই "পবন" উপাধি ধারণ করেন।[৯] তিনি মার্শাল আর্টে কারাতের একজন ব্ল্যাক বেল্ট ধারী।[১০]

পবন কল্যাণ তিন বিবাহ সম্পন্ন করেন: নন্দিনী (১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল), রেণু দেসাই (২০০৯ সাল থেকে ২০১২ সাল) এবং আন্না লেজনেভাকে (২০১৩ থেকে বর্ত্মান)।[১১] He has a son, Akira, and a daughter, Aadhya, with Renu Desai.[১১]

চলচ্চিত্র জীবন


মানবীয় কর্মকাণ্ড

রাজনৈতিক কর্মজীবন

পণ্য উপস্থাপক

পবন কল্যাণ ২০০১ সালের এপ্রিল মাসে একটি কোলা প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করেন। তিনি ছিলেন অন্দ্র প্রদেশের পেপসি কোল ডিংস-এর বাণিজ্যিক মুখপাত্র।[১২]

চলচ্চিত্রের তালিকা

প্রধান নিবন্ধ: পবন কল্যাণের চলচ্চিত্র তালিকা‎ .

নির্বাচিত চলচ্চিত্র তালিকা
  • ১৯৯৮ সাল: থোলি প্রেমা
  • ১৯৯৯ সাল: থাম্মুদু
  • ২০০০ সাল : বদ্রি
  • ২০০১ সাল: খুশি
  • ২০০৮ সাল : জলসা
  • ২০১২ সাল : গব্বর সিঙ্ঘ
  • ২০১৩ সাল : আত্তারিন্তিকি দারেদি
  • ২০১৬ সাল : সর্দার গব্বর সিঙ্ঘ

পুরস্কার ও মনোনয়ন

সালপুরস্কারবিষয়শ্রেণীছবিফলাফল
২০০১৪৯তম ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ)ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়ক – তেলুগু[১৩]খুশিমনোনীত
২০০৮৫৬তম ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ)Filmfare Award for Best Actor – Telugu[১৪]জলসামনোনীত
২০১২৬০তম ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ)ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়ক – তেলুগু[১৫]গব্বর সিংবিজয়ী
Hyderabad Times Film Awardsসেরা অভিনেতা (পুরুষ)[১৬]বিজয়ী
সিনেমা পুরস্কার (CineMAA Award)CineMAA Award for Best Actor – Male[১৭]বিজয়ী
South Indian International Movie AwardsSIIMA Award for Best Actor[১৮]বিজয়ী
২০১৩61st Filmfare Awards SouthFilmfare Award for Best Actor – Telugu[১৯]Attarintiki Darediমনোনীত
Santosham Film AwardsBest Actor – Telugu[২০]বিজয়ী
Margadarsi Big Telugu Entertainment AwardsBest Actor (Male)[২১]বিজয়ী
South Indian International Movie AwardsSIIMA Award for Best Actor[২২]মনোনীত
২০১৫1st IIFA Utsavam Awards SouthBest Supporting Actor (Male) – Telugu[২৩]Gopala Gopalaমনোনীত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী