পণ্ডিত যশরাজ

পণ্ডিত যশরাজ (২৮ জানুয়ারি ১৯৩০ – ১৭ আগস্ট  ২০২০) [৪] ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের মেওয়াতী বা যোধপুর ঘরানার একজন ভারতীয় কণ্ঠশিল্পী। [৫] তিনি সুদীর্ঘ ৭৫ বৎসরের সঙ্গীত জীবনে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি, অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। শাস্ত্রীয় এবং অর্ধ-শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীত, শাস্ত্রীয় ও ভক্তিমূলক সঙ্গীত, বহু অ্যালবামে ও চলচ্চিত্র জগতে, হাভেলি সঙ্গীত ও মেওয়াতী ঘরানাকে জনপ্রিয় করতে  অসামান্য অবদান রেখে গেছেন। পণ্ডিত যশরাজ ভারত, ইউরোপ, কানাডাযুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের  শিক্ষার্থীদের সঙ্গীত শিক্ষা দিয়েছেন।

পণ্ডিত যশরাজ
Pandit Jasraj Performing at Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya, Bhopal in Poonam-35 Program (2015)
জন্ম(১৯৩০-০১-২৮)২৮ জানুয়ারি ১৯৩০
মৃত্যু১৭ আগস্ট ২০২০(2020-08-17) (বয়স ৯০)
পেশাসঙ্গীতশিল্পী,সঙ্গীত প্রশিক্ষক,তবলা বাদক
দাম্পত্য সঙ্গীমধুরা শান্তারাম ( বি.১৯৬২)
সন্তান
  • সারঙ্গ দেব পণ্ডিত
  • দুর্গা যশরাজ
[১][২]
আত্মীয়পণ্ডিত মণিরাম (ভ্রাতা) বসন্ত কুমার পণ্ডিত (ভ্রাতষ্পুত্র)
পুরস্কারSee awards and honours
সঙ্গীত কর্মজীবন
ধরনহিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
বাদ্যযন্ত্রকণ্ঠসঙ্গীত,তবলা বাদন
কার্যকাল১৯৪৫–২০২০[৩]
ওয়েবসাইটwww.pjim.org

জন্ম ও প্রারম্ভিক জীবন

যশরাজ বৃটিশ ভারতের অধুনা হরিয়ানা রাজ্যের হিসার জেলার (বর্তমানে ফতেহাবাদ জেলার) পিলি মন্ডোরী গ্রামে এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে সাঙ্গীতিক পরিবেশে জন্মগ্রহণ করেন। পিতা পণ্ডিত মতিরাম ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এবং মাতা কৃষ্ণ বাঈ। [৬] তাঁদের তিন সন্তানের কনিষ্ঠ ছিলেন যশরাজ। ১৯৩৪ খ্রিস্টাব্দে যশরাজের বয়ঃক্রম যখন চার, তার পিতা মতিরাম মারা যান। কিন্তু ওই অল্প বয়সেই যশরাজ পিতার কাছে কণ্ঠসঙ্গীতের দীক্ষা নেন এবং পরবর্তীতে সাত বৎসর বয়সে  জ্যেঠামশায়, সঙ্গীত জুটি 'যতীন-ললিত', নৃত্যশিল্পী সুলক্ষণা পণ্ডিত ও অভিনেত্রী বিজেতা পণ্ডিতের পিতা, পণ্ডিত প্রতাপ নারায়ণের কাছে তবলা বাজাতে শেখেন। পিতার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত মণিরাম যশরাজের ইচ্ছানুসারে তাকে কণ্ঠসঙ্গীতেই তালিম দেন এবং ১৪ বৎসর বয়সেই কণ্ঠ সঙ্গীতে পারদর্শিতা অর্জন করেন [৭][৮]

যশরাজ তার তারুণ্যের বেশিভাগ সময়ই হায়দ্রাবাদে কাটান এবং সেখান থেকে গুজরাতের সানন্দে যাতায়াত করতেন মেওয়াতী ঘরানা শিছতে। [৯] শাস্ত্রীয় সঙ্গীতপ্রিয়  ঠাকুর সাহেব নামে পরিচিত সানন্দের মহারাজ জয়ন্তসিং বাঘেলার জন্য যশরাজ সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং তার কাছেও তালিম নেন। [১০][১১]

১৯৪৬ খ্রিস্টাব্দে যশরাজ কলকাতায় এবং বেতারে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। [৯]

ব্যক্তিগত জীবন

Jasraj with his wife Madhura on the stage of Satsang Bhawan in Govind Dev Ji Temple, Jaipur (2011).

১৯৬২ খ্রিস্টাব্দে চিত্রপরিচালক ভি শান্তারামের  কন্যা মধুরা শান্তারামকে বিবাহ করেন। এদের পরিচয় ১৯৬০ খ্রিস্টাব্দে মুম্বইয়ে হয়েছিল। তারা প্রথমদিকে কলকাতায় বসবাস করতেন। ১৯৬৩ খ্রিস্টাব্দে তারা মুম্বই চলে যান। তাদের দুই সন্তান - পুত্র সারঙ্গদেব পণ্ডিত ও কন্যা দুর্গা যশরাজ। এবং তিন নাতি। [৮] ২০০৯ খ্রিস্টাব্দে তার স্ত্রী  মধুরা "সঙ্গীত মার্তান্ড পণ্ডিত যশরাজ" একটি ছবি তৈরি করেন। [১২] এবং ২০১০ খ্রিস্টাব্দে  "আজ তুজা আশীর্বাদ" নামে প্রথম  মারাঠি ছবির পরিচালনা করেন। এই ছবিতে তার স্বামী  ও লতা মঙ্গেশকর কণ্ঠদান করেন। [১৩][১৪]

কর্মজীবন

২০১৫ সালে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রাহালয় পুনম-৩৫, ভোপালের যসরাজ

প্রশিক্ষণ

যশরাজ প্রথমে কণ্ঠসঙ্গীতে শিক্ষা নেন পণ্ডিত পিতার কাছে। পিতার মৃত্যুর পর জ্যেঠামশায় পণ্ডিত প্রতাপ নারায়ণ তবলা বাদনের শিক্ষা দেন। কিন্তু কণ্ঠসঙ্গীতে তার আগ্রহের জন্য প্রায়ই তার জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত মণিরামের সঙ্গে থেকে একক সঙ্গীত পরিবেশন করতে শিখেছেন। পরে বেগম আখতারের অনুপ্রেরণায় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নেন।

যশরাজ চৌদ্দ বৎসর বয়সে  গায়ক হিসাবে প্রশিক্ষণ শুরু করেন এবং প্রতিদিন দিনে ১৪ ঘণ্টা গান গাওয়ার অভ্যাস করতেন। তবে তিনি প্রথম মঞ্চে আসেন ২২ বৎসর বয়সে কাঠমান্ডুতে নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহের দরবারে। এর আগে অবশ্য তিনি বেতারে পারফর্মিং আর্টিস্ট হিসাবে কিছুদিন কাজ করেন। [১৫]

প্রথমদিকে পণ্ডিত মণিরামের কাছে ধ্রুপদী স্টাইলে শিক্ষা লাভ করলেও পরে জয়বন্ত সিংহ বাঘেলার কাছে কণ্ঠসঙ্গীতে তালিম নেন। মেওয়াতি ঘরানার শিক্ষা নেন গোলাম কাদির খান এবং আগ্রা ঘরানার শিক্ষা নেন স্বামী বল্লভদাস দামুলজির কাছে। [১৫]

কৌশল এবং শৈলী

ভুবনেশ্বরে একটি কনসার্টে জসরাজ

শাস্ত্রীয় সঙ্গীত

যশরাজ মেওয়াতি ঘরানায় পারদর্শিতা অর্জনের পর খেয়াল গানে কিছুটা নমনীয়তার সাথে ঠুমরি হাল্কা স্টাইলের নিজস্ব উপাদান যোগ করেন। এজন্য সঙ্গীতসমাজে প্রথমদিকে সমালোচিত হলেও, প্রখ্যাত সঙ্গীত সমালোচক এস কালিদাসের মতে, সেগুলির সাধারণভাবে গৃহীত হয়েছে। [১৫]

যশরাজ মূর্ছনার আদলে এক গায়ক এবং  এক গায়িকা সহযোগে যুগলবন্দির এক অভিনব রূপ সৃষ্টি করেছিলেন, সেটি "যশরঙ্গী" নামে পরিচিতি লাভ করে। এছাড়াও তিনি আবিরী, তোড়ি, পটদীপাকি সহ অনেক বিরল রাগ রচনা করেছেন। [১৬]

আধা-শাস্ত্রীয় এবং জনপ্রিয় সঙ্গীত

তিনি চলচ্চিত্রের জন্যও শাস্ত্রীয় ও আধা শাস্ত্রীয় সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল - ১৯৬৬ সালের 'লড়কী সাহ্যদ্রী কী' ছবিতে আহির ভৈরব রাগে বসন্ত দেসাই সুরারোপিত 'বন্দনা করো', ১৯৭৫ সালে বীরবল মাই ব্রাদার ছবিতে ভীমসেন জোশীর সাথে দ্বৈত কণ্ঠে এবং বিক্রম ভাট পরিচালিত ভৌতিক সিনেমা '১৯২০' এক গীতিনাট্য বড়া তুমসে হ্যাঁয় বড়া।,[১৭][১৮]

যশরাজ তার পিতার স্মরণে হায়দ্রাবাদে পণ্ডিত মতিরাম সঙ্গীত সমারোহ নামে বার্ষিক সঙ্গীত উৎসবের সূচনা করেন। ১৯৭২ খ্রিস্টাব্দ হতে প্রতি বৎসর উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে।[৯][১৯][২০]

পণ্ডিত যসরাজ কনসার্ট নয়াদিল্লিতে নবরসা ডুয়েন্ডের

২০১৭ খ্রিস্টাব্দের ২৮ শে জানুয়ারি নভারসা ডিউন্ডে নামের এক প্রযোজনা প্রতিষ্ঠান পণ্ডিত যশরাজের ৮৭তম জন্মদিন এবং সঙ্গীত জীবনের আশি বৎসর উপলক্ষে  নতুন দিল্লির জওহরলাল নেহরু সেটডিয়ামে মাই জার্নি: এন ইনটিমেট ইভনিং উইথ পণ্ডিত যশরাজ শীর্ষক এক সন্ধ্যাকালীন শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করে। তিনি একটি স্থায়ী সম্মান গ্রহণ করেন। [২১]

জীবনাবসান

পণ্ডিত যশরাজ যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন তখন সেখানে কোভিডের সংক্রমণের কারণে লকডাউনে চলছিল। [২২] কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি ২০২০ খ্রিস্টাব্দের ১৭ ই আগস্ট এ নিউ জার্সিতে তার বাড়িতে প্রয়াত হন। [২৩][২৪] পরে তার মৃতদেহ এয়ার ইন্ডিয়ার বিমানে মুম্বই আনা হয় [২৫] এবং ভিল পার্লের পবন হ্যান্স শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টি সম্পন্ন করা হয়। [১][২]

পুরস্কার এবং সম্মাননা

  • পদ্মশ্রী (১৯৭৫) [49]
  • সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার (১৯৮৭) [50]
  • পদ্মভূষণ (১৯৯০) [49]
  • পদ্ম বিভূষণ (২০০০) [49]
  • স্বাথী সঙ্গীত পুরস্করম ( ২০০ )) [৫১] [৫২]
  • সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ (২০১০) [53] [54]

পু লা দেশপান্ডে আজীবন সম্মাননা পুরস্কার (২০১২) [৫৫]

  • ভারতরত্ন ভীমসেন জোশি শাস্ত্রীয় সঙ্গীত জীবন অর্জন পুরস্কার (২০১))
  • আজীবন অর্জনের জন্য সুমিত্র চরাত রাম পুরস্কার (২০১৪) [57]
  • মারওয়ার সঙ্গীত রত্ন পুরস্কার (২০১৪) [58]
  • গাঙ্গুবাই হাঙ্গাল আজীবন অর্জন পুরস্কার (২০১৬) [59]
  • গ্রহাণু 300128 পণ্ডিতজরাজ, 2006 সালে মাউন্ট লেমন জরিপের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, তার সম্মানে নামকরণ করা হয়েছিল। []০] আনুষ্ঠানিক নামকরণ উদ্ধৃতি মাইনর প্ল্যানেট সেন্টার কর্তৃক ২ August আগস্ট ২০১ (( এমপিসি 115895 ) প্রকাশিত হয়েছিল। [61]
  • সঙ্গীত কালরত্ন [57]
  • মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার [50]
  • মহারাষ্ট্র গৌরব পুরস্কার [62]

ডিস্কোগ্রাফি

  • রাগ সিম্ফনি (২০০৯)) [ডিস্কোগ্রাফি ১]
  • অনুরাগ (২০০০) [ডিস্কোগ্রাফি ১]
  • ডিভোশনালি ইয়োরস্ [ডিস্কোগ্রাফি ২]
  • দ্য গ্লোরি অফ ডন - প্রভাতী রাগ (২০০৫) ডিস্কোগ্রাফি
  • ইনভোকেশন (১৯৯৩) [ডিস্কোগ্রাফি ৪]
  • কানহা [ডিস্কোগ্রাফি ৫]
  • খাজানা (২০০৮) [ডিস্কোগ্রাফি ১]

কনসার্ট ভ্যাঙ্কুভার খণ্ড ১ এবং ২ (১৯৯৭) [ডিস্কোগ্রাফি ৬]মালহার - আ ডাউনার অফ মিউজিক (২০০৫) [ডিস্কোগ্রাফি ৭]পণ্ডিত জসরাজের ধ্যান সঙ্গীত [ডিস্কোগ্রাফি ৮]

  • পরম্পরা - দ্য মেওয়াতি ট্রাডিশন [ডিস্কোগ্রাফি ৯]
  • প্রাইড অফ ইন্ডিয়া (২০০২) [ডিস্কোগ্রাফি ১]

মুলতানি ও দিন-কি-পুর্য [ডিস্কোগ্রাফি 1]শ্রী কৃষ্ণ অনুরাগ (২০০০) [ডিস্কোগ্রাফি ১০]

  • সঙস্ অফ কৃষ্ণা খণ্ড ১ 1 এবং খণ্ড ২ (২০০০) [ডিস্কোগ্রাফি ১]
  • দ্য স্পিরিচুয়াল জার্নি (২০০৫) [ডিস্কোগ্রাফি ১১]
  • বৈজু বাওরা খণ্ড ১ এবং ২ (২০০৮) [ডিস্কোগ্রাফি ১২]
  • দেবী উপাসনা (২০০৭) [ডিস্কোগ্রাফি ১৩]
  • মিয়াঁ তানসেন খণ্ড ১ এবং খণ্ড ২ (২০০৬) [ডিস্কোগ্রাফি ১৪]
  • তপস্যা খণ্ড ১ (২০০৫) [ডিস্কোগ্রাফি ১৫]
  • দরবার (২০০৩) [ডিস্কোগ্রাফি ১৬]

মহেশ্বর মন্ত্র (২০০২) [ডিস্কোগ্রাফি ১৭]

  • সোল ফুড (২০০৫) [ডিস্কোগ্রাফি ১৮]
  • হাভেলি সঙ্গীত (২০০১) [ডিস্কোগ্রাফি ১৯]
  • অনুপ্রেরণা (২০০) [ডিস্কোগ্রাফি ২০]

রাগ ত্রিবেণী এবং মুলতানি লাইভ [ডিস্কোগ্রাফি 21]

  • রাগ বিহাগদা এবং গৌড় গিরি * * মল্লার [ডিস্কোগ্রাফি ২২]

সঙ্গীত/লাইভ স্টুগার্ট '৮৮ দ্বারা উপাসনা [ডিস্কোগ্রাফি ২৩]

  • অরনামেন্টাল ভয়েস [ডিস্কোগ্রাফি ২৪]

ডিস্কোগ্রাফি রেফারেন্স

বহিঃ সংযোগ

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী