নিপ বরুয়া

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

নিপ বরুয়া (অসমীয়া: নিপ বরূৱা) অসমীয়া চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি। অসমীয়া চলচ্চিত্র বাণিজ্যিক উন্নতি তার সময় থেকে হওয়া বলে জানা যায়। তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রয়োজক। সর্বমোট ১৫টি অসমীয়া চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র ছাড়াও তার আগ্রহ ছিল অভিনয়, সংগীত ও ফুটবল খেলায়। কার্টুনিষ্ট হিসেবে তিনি অসমীয়া খবরের কাগজ আসাম ট্রিবিউন-এ বহু ছবি অঙ্কন করেছেন।[২]

নিপ বরুয়া
জন্ম১৯২৫[১]
মৃত্যু১৯৯২[১]
জাতীয়তাভারত ভারতীয়
পেশাচলচ্চিত্র প্রযোজক, পরিচালক

জন্ম ও পরিবার

কামরূপ জেলার বিহদিয়া গাঁও নামক স্থানে নিপ বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম চন্দ্রনাথ বরুয়া ও মাতার নাম জোনপ্রভা বরুয়া। পিতা চন্দ্রনাথ বরুয়া অসমের গড়কপ্তানী বিভাগের সাব ডিভিসনেল অফিসার ছিলেন। তার মাতা-পিতার ৯টি পুত্র ও ৪টি কন্যা সন্তান ছিল।তাদের সকল ভাই-বোনেরা কম-বেশি পরিমানে চলচ্চিত্র জগতের সহিত জড়িত ছিলেন।[৩][৪]

পরিচালিত চলচ্চিত্র

নিপ বরুয়া কর্তৃক পরিচালিত ১৫টি চলচ্চিত্রের নাম[৫]

ছবির নাম[২]বর্ষ
স্মৃতির পরশ১৯৫৫
মাক আরু মরম১৯৫৮
রঙা পুলিশ
ভক্ত প্রহ্লাদ১৯৫৯
আমার ঘর১৯৬১
নরকাসুর১৯৭০
বরুয়ার সংসার১৯৭৩
সোনেতরা১৯৭৭
সোণমাই১৯৭৮
মনিমা১৯৮০
আজলী নবৌ১৯৮০
ককাদেউতা নাতি আরু হাতী১৯৮৪
শকুন্তলা আরু শংকর যোচেফ আলি১৯৮৫
দাদু নাতি ও হাতী১৯৮৬বাংলা চলচ্চিত্র
এন্থনী মোর নাম১৯৮৮
আই মোর জনমে জনমে১৯৮০

অভিনয়

ছবির নামপরিচালকবর্ষ
মনিমানিপ বরুয়া১৯৮০[২]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী