নার্গিস ফাখরি

চলচ্চিত্র অভিনেত্রী

নার্গিস ফাখরি (জন্মঃ ২০ অক্টোবর ১৯৭৯) একজন আমেরিকান মডেল ও অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্র বা বলিউডে কাজ করে থাকেন।[১] তিনি সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এরপর তিনি ২০১১ সালের বলিউডি চলচ্চিত্র রকস্টার অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে সকলের নজর কাড়েন। এছাড়াও তার ২০১৩ সালের মাদ্রাজ ক্যাফে ও ২০১৪ সালের ম্যায় তেরা হিরো চলচ্চিত্র তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

নার্গিস ফাখরি
ফাখরি ২০১৭ সালে
জন্ম
নার্গিস মুহাম্মাদ ফাখরি

(1979-10-20) ২০ অক্টোবর ১৯৭৯ (বয়স ৪৪)
কুইন্স, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাআমেরিকান
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০০৪–বর্তমান
ওয়েবসাইটনার্গিস ফাখরি

প্রাথমিক জীবন

নার্গিস ১৯৭৯ সালের ২০ অক্টোবর তারিখে নিউইয়র্ক এর কুইন্স সিটিতে[২] পাকিস্তানি পিতা মুহাম্মাদ ফাখরি ও চেক মাতা মারিও ফাখরির ঘরে জন্মগ্রহণ করেন।[৩][৪] যখন তার বয়স ছয় অথবা সাত বছর, তখন তার পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। [৫] নার্গিসের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি।[৬]

চলচ্চিত্রের তালিকা

কী
এখনও পর্যন্ত মুক্তি দেয়া হয়নি এমন চলচ্চিত্র উল্লেখ করা হল
বছরচলচ্চিত্রভূমিকানোট
২০১১রকস্টারহির কওল
২০১৩মাদ্রাজ ক্যাফেজয়া সাহনি
২০১৩ফাটা পোস্টার নিকলা হিরোঅজানা"ধাতিং নাচ" গানে বিশেষ উপস্থিতি
২০১৪ম্যায় তেরা হিরোআয়েশা
২০১৪কিকনিজ"ইয়ার না মিলে" গানে বিশেষ উপস্থিতি
২০১৫স্পাইলিয়া
২০১৬সাগাসামনিজ"দেশী গার্ল" গানে বিশেষ উপস্থিতি
২০১৬আজহারসঙ্গীতা বিজলানী
২০১৬হাউসফুল ৩সরস্বতী "সারাহ" প্যাটেল
২০১৬ডিশুমসামিরা ডালালবিশেষ উপস্থিতি
২০১৬বাঞ্জুক্রিস্টিয়ানা (ক্রিস)পোস্ট-প্রোডাকশন
২০১৭৫ ওয়েডিংপ্রি-প্রোডাকশন

পুরস্কার এবং মনোনয়ন

বছরচলচ্চিত্রপুরস্কারবিভাগফলাফল
২০১৫রকস্টারআইএফা পুরস্কারপ্রাণবন্ত জুটি (রণবীর কাপুর এর সাথে যৌথভাবে)বিজয়ী[৭]
ফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ নারী অভিষেকমনোনীত[৮]
স্টারডাস্ট পুরস্কারআগামীকালের সুপারস্টার - নারীমনোনীত[৭]
জি সিনে পুরস্কারশ্রেষ্ঠ নারী অভিষেকমনোনীত[৮]
২০১৪মাদ্রাজ ক্যাফেবিগ স্টার এন্টারটেইন্টমেন্ট পুরস্কারসামাজিক/নাটকীয় চলচ্চিত্রের সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা - মহিলামনোনীত[৯]
২০১৫ম্যায় তেরা হিরোস্টারডাস্ট পুরস্কারব্রেকথ্রু সাপোর্টিং পারফরম্যান্স - মহিলামনোনীত[১০]
ম্যায় তেরা হিরোলাইফ ওকে নাও পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী - মহিলাবিজয়ী[১১]
বলিউড লাইফ পুরস্কারসামাজিক মাধ্যম সর্বাধিক প্রেরণামূলক সেলিব্রিটিবিজয়ী[১২]
ফিল্মফেয়ার গ্ল্যামার এবং স্টাইল অ্যাওয়ার্ডসচার্কোক নট দ্য ইউসুয়াল অ্যাওয়ার্ডবিজয়ী[১৩]
২০১৬স্পাইএমটিভি মুভি অ্যাওয়ার্ডসশ্রেষ্ঠ ফাইটিং (মেলিসা ম্যাকার্থি এর সাথে)মনোনীত[১৪]

চিত্রমালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী