নটর ডেম কলেজ (যুক্তরাষ্ট্র)

নটর ডেম কলেজ (ইংরেজি: Notre Dame College), নটর ডেম কলেজ অব ওহাইও বা সহজভাবে এনডিসি হিসেবেও পরিচিত একটি ক্যাথলিক সহশিক্ষামূলক লিবারেল আর্ট কলেজ যা দক্ষিণ ইউক্লিড, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ১৯২২ সালে মহিলা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এখানে ছেলে-মেয়ে উভয়েই পাঠলাভ করে থাকে। ২০০১ সালের জানুয়ারি থেকে এখানে উভয়েরাই পাঠলাভ করা শুরু করে। পাঁচটি একাডেমিক বিভাগের মাধ্যমে নটর ডেম কলেজ ৩০টি মেজর এবং পৃথক অস্নাতক ও স্নাতক ডিগ্রী দিয়ে থাকে। এই প্রাঙ্গনে প্রায় ২, ২৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন। এই কলেজের ৪৮-একর (১৯.৪ হেক্টর) এর প্রধান একাডেমিক এলাকা এবং দক্ষিণ ইউক্লিডের প্রায় ১০ মাইল (১৬ কিমি) আবাসিক এলাকা।

নটর ডেম কলেজ
নীতিবাক্যChanging the world, one student at a time.[১]
ধরনবেসরকারি
স্থাপিত১৯২২
ধর্মীয় অধিভুক্তি
ক্যাথলিক খ্রিস্টান গির্জা
বৃত্তিদান$ ৬.২ মিলিয়ন (২০০৯ অনুযায়ী)[২]
সভাপতিড. জে. মাইকেল প্রেসিমোন
শিক্ষার্থী২,১০০[৩]
ঠিকানা
৪৫৪৫ কলেজ রোড,
দক্ষিণ ইউক্লিড, ওহাইও ৪৪১২১
,
দক্ষিণ ইউক্লিড
, ,
শিক্ষাঙ্গনশহুরে
৪৮ একর (১৯.৪ হেক্টর)
পোশাকের রঙরাজকীয় নীল ও সোনালি হলুদ
         
সংক্ষিপ্ত নামফ্যালকনস
অধিভুক্তিদ্বিতীয় বিভাগ, (এমইসি)
ওয়েবসাইটwww.notredamecollege.edu
মানচিত্র

এই কলেজের সক্রিয় এথলেটিক দল নটর ডেম ফ্যালকনস এর মাধ্যমে এই কলেজ দ্বিতীয় বিভাগে ন্যাশনাল কলেজিয়েট এথলেটিক অ্যাসোসিয়েশন (এনসিএএ) এর সদস্য হয়।[৪] নটর ডেম মাউন্টেন ইস্ট কনফারেন্স (এমইসি), এর দ্বিতীয় বিভাগের সদস্য যা ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে খেলা শুরু করে।[৫] এনসিএএ তে অংশ নেয়া ছাড়াও এই কলেজ এনএআইএ তে আমেরিকান মিডইস্ট কনফারেন্সের সদস্য হিসেবে প্রতিযোগিতা করে। অফিশিয়ালভাবে এই প্রতিষ্ঠান ও এথলেটিক এর লোগোর রঙ নীল ও সোনালী হলুদ।[৬]

নটর ডেম কলেজের শিক্ষার্থীরা মূলত ওহাইও'র হলেও এখানে প্রায় ৩৮টি প্রদেশ ও ১৯টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে।[৭] কলেজ এর শিক্ষার্থীদের নানারকমের সহশিক্ষা কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করায়। তন্মধ্যে এথলেটিকস, হরর সোসাইটি, ক্লাব এবং বিভিন্ন প্রকার শিক্ষার্থী সংস্থা উল্লেখযোগ্য। এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পদে যেমন সরকারি পদ, ব্যবসায়, বিজ্ঞান, ঔষধ, শিক্ষা, খেলাধুলা ও বিনোদন এ অধিভুক্ত হয়েছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী