দ্য সোশ্যাল নেটওয়ার্ক

ডেভিড ফিঞ্চার পরিচালিত চলচ্চিত্র, ২০১০

দ্য সোশ্যাল নেটওয়ার্ক (ইংরেজি: The Social Network) হল ডেভিড ফিঞ্চার পরিচালিত ২০১০ সালের মার্কিন জীবনীমূলক নাট্য চলচ্চিত্র। বেন মেজরিখের ২০০৯ সালে দি অ্যাক্সিডেন্টাল বিলিয়নিয়ারস বই অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন অ্যারন সর্কিন। এতে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠা ও এর ফলে জড়িত আইনি ঝামেলা চিত্রিত হয়েছে। ছবিটিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ চরিত্রে জেসি আইজেনবার্গ, তার বন্ধু এদুয়ার্দো স্যাভেরিন চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড, শন পার্কার চরিত্রে জাস্টিন টিম্বারলেক, ক্যামেরন চরিত্রে আর্মি হ্যামার এবং দিব্য নরেন্দ্র চরিত্রে ম্যাক্স মিনজেলা অভিনয় করেছেন। জুকারবার্গ বা ফেসবুকের অন্য কোন কর্মী এই চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন না, তবে স্যাভেরিন মেজরিখের বইয়ের উপদেষ্টা ছিলেন।[৩]

দ্য সোশ্যাল নেটওয়ার্ক
ইংরেজি: The Social Network
পরিচালকডেভিড ফিঞ্চার
প্রযোজক
  • স্কট রুডিন
  • ড্যানা ব্রুনেটি
  • মাইকেল ডা লুকা
  • শন চ্যাফিন
চিত্রনাট্যকারঅ্যারন সর্কিন
উৎসবেন মেজরিখ কর্তৃক 
দি অ্যাক্সিডেন্টাল বিলিয়নিয়ারস
শ্রেষ্ঠাংশে
সুরকার
  • ট্রেন্ট রেজনর
  • অ্যাটিকাস রস
চিত্রগ্রাহকজেফ ক্রোনেনওয়েথ
সম্পাদক
  • অ্যাঙ্গাস ওয়াল
  • কার্ক ব্যাক্সটার
প্রযোজনা
কোম্পানি
  • কলাম্বিয়া পিকচার্স
  • রিলেটিভিটি মিডিয়া
  • স্কট রুডিন প্রডাকশন্স
  • মাইকেল ডা লুকা প্রডাকশন্স
  • ট্রিগার স্ট্রিট প্রডাকশন্স
পরিবেশকসনি পিকচার্স রিলিজিং
মুক্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০১০ (2010-09-24)
- নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসব
  • ১ অক্টোবর ২০১০ (2010-10-01)
- মার্কিন যুক্তরাষ্ট্র
স্থিতিকাল১২০ মিনিট[১]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৪০ মিলিয়ন[২]
আয়$২২৪.৯ মিলিয়ন[২]

দ্য সোশ্যাল নেটওয়ার্ক ২০১০ সালের ১লা অক্টোবর কলাম্বিয়া পিকচার্সের ব্যানারে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। চলচ্চিত্রটি ব্যাপক সমাদৃত হয়, সমালোচকগণ এর পরিচালনা, চিত্রনাট্য, অভিনয়, সম্পাদনা ও সুরের প্রশংসা করেন। চলচ্চিত্রটি ৭৮ জন সমালোচকের ২০১০ সালের শীর্ষ ১০ তালিকায় স্থান করে নেয়, তন্মধ্যে ২২ জন চলচ্চিত্রটিকে শীর্ষ স্থান প্রদান করে, যা এই বছরের সর্বোচ্চ। এছাড়া ন্যাশনাল বোর্ড অব রিভিউ চলচ্চিত্রটিকে তাদের ২০১০ সালের সেরা চলচ্চিত্রের তালিকায় স্থান দেয়।

কুশীলব

মুক্তি

দ্য সোশ্যাল নেটওয়ার্ক ২০১০ সালে ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এবং ১লা অক্টোবর কলাম্বিয়া পিকচার্সের ব্যানারে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী