দি এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ

ইউরোপীয় দক্ষিণ মানমন্দির সংস্থার নির্মাণাধীন অতিবৃহৎ দূরবীক্ষণ যন্ত্র ও মানমন্দির

দি এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ (Extremely Large Telescope; সংক্ষেপে ELT, ইএলটি) অর্থাৎ অত্যন্ত বৃহৎ দূরবীক্ষণ যন্ত্র একটি নির্মীয়মান জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। নির্মাণকাজ সমাপ্ত হবার পরে এটি বিশ্বের বৃহত্তম আলোকীয়/প্রায়-অবলোহিত অতিবৃহৎ দূরবীক্ষণ যন্ত্র হিসেবে কাজ করবে। এটি ইউরোপীয় দক্ষিণ মানমন্দির সংস্থার একটি অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র চিলির উত্তরভাগে আতাকামা মরুভূমিতে আন্দেস পর্বতমালার সেররো আর্মাসোনেস (Cerro Armazones) পর্বতের উপর অবস্থান করবে।

দি এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ
যার অংশইউরোপীয় দক্ষিণ মানমন্দির সংস্থা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অবস্থানসেররো আর্মাসোনেস, আন্তোফাগাস্তা প্রদেশ, আন্তুফাগাস্তা অঞ্চল, চিলি
স্থানাঙ্ক২৪°৩৫′২১″ দক্ষিণ ৭০°১১′৩০″ পশ্চিম / ২৪.৫৮৯৩° দক্ষিণ ৭০.১৯১৬° পশ্চিম / -24.5893; -70.1916 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সংস্থাইউরোপীয় দক্ষিণ মানমন্দির সংস্থা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
উচ্চতা৩,০৪৬ মি (৯,৯৯৩ ফু) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
নির্মিত২৬ মে ২০১৭– (26 May 2017–) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দূরবীক্ষণ যন্ত্রের ধরনঅতিবৃহৎ দূরবীক্ষণ যন্ত্র
অবলোহিত দূরবীক্ষণ যন্ত্র
নাসমিথ দূরবীক্ষণ যন্ত্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ব্যাস৩৯.৩ মি (১২৮ ফু ১১ ইঞ্চি) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
গৌণ ব্যাস৪.০৯ মি (১৩ ফু ৫ ইঞ্চি) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
তৃতীয়ক ব্যাস৩.৭৫ মি (১২ ফু ৪ ইঞ্চি) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
কৌণিক বিভেদনমাত্রা০.০০৫ আর্কসেকেন্ড উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সংগ্রহ এলাকা৯৭৮ মি (১০,৫৩০ ফু) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ফোকাল দৈর্ঘ্য৭৪৩.৪ মি (২,৪৩৯ ফু ০ ইঞ্চি) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
বেষ্টনগম্বুজ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটelt.eso.org উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দি এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ চিলি-এ অবস্থিত
দি এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ
দি এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপের অবস্থান
কমন্স পাতা উইকিমিডিয়া কমন্সে সম্পর্কিত মিডিয়া

দূরবীক্ষণ যন্ত্রটির নকশা অনুযায়ী এটি একটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, যেটি একটি ৩৯.৩ মি (১৩০ ফু) ব্যাসবিশিষ্ট খণ্ডায়িত মূল দর্পণ এবং একটি ৪.২ মি (১৪ ফু) ব্যাসবিশিষ্ট গৌণ দর্পণ নিয়ে গঠিত। দূরবীক্ষণ যন্ত্রটিকে উপযোজনশীল আলোকবৈজ্ঞানিক যন্ত্রপাতি (adaptive optics), ছয়টি লেজার নির্দেশিত নক্ষত্র অংশ (laser guide star) এবং একাধিক বৃহৎ বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা থাকবে।[১][২] মানমন্দিরটিকে মানব চক্ষু অপেক্ষা ১০ কোটি গুণ বেশি আলোকরশ্মি গ্রহণ করার জন্য নকশা করা হয়েছে, যার পরিমাণ ২০২৩ সালে বিদ্যমান বৃহত্তম আলোকীয় দূরবীক্ষণ যন্ত্রের তুলনায় ১০ গুণ বেশি। একই সাথে এটি বায়ুমণ্ডলজনিত বিকৃতিগুলিও সংশোধন করে নেবে। এই দূরবীক্ষণ যন্ত্রটির আলোক সংগ্রহকারী এলাকার ক্ষেত্রফল হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের তুলনায় ২৫০ গুণ বেশি এবং নকশার বিনির্দেশ অনুযায়ী এটির ধারণকৃত চিত্রগুলি হাবলের চেয়ে ১৬ গুণ বেশি স্পষ্ট হবে।[৩]

এই প্রকল্পটি আদিতে ইউরোপীয় অত্যন্ত বৃহৎ দূরবীক্ষণ যন্ত্র (European Extremely Large Telescope, সংক্ষেপে E-ELT) নামে পরিচিত ছিল। ২০১৭ সালে এর নামটি ছোট করে বর্তমান নামটি প্রদান করা হয়।[৪] অত্যন্ত বৃহৎ দূরবীক্ষণ যন্ত্রটিকে সৌরজগৎ-বহির্ভূত বিভিন্ন নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান গ্রহসমূহ, মহাবিশ্বের প্রথম ছায়াপথসমূহ, অতিভারী কৃষ্ণগহ্বর, মহাবিশ্বের তমোক্ষেত্রের প্রকৃতি, অন্যান্য নক্ষত্রের চারপাশে আদি-গ্রহীয় চাকতিগুলিতে জল (পানি) ও জৈব অণুসমূহ শনাক্তকরণ বিষয়ক বিস্তারিত খুঁটিনাটি গবেষণার মাধ্যমে জ্যোতির্বৈজ্ঞানিক জ্ঞান উন্নত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।[৫] ২০১১ সালের পরিকল্পনা অনুযায়ী এই ব্যবস্থাটিকে ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১ বছর ধরে নির্মাণ করার কথা ছিল।[৬] ২০১৪ সালের জুন মাসে নির্মাণকাজ শুরু হয়[৭] এবং ঐ বছরের ডিসেম্বরে প্রকল্পটির অর্থসংস্থানের ৯০% ও নির্মাণকাজের অনুমতি জোগাড় হয়ে যায়। নির্মাণকাজের প্রথম দশার ব্যয় ধরা হয় প্রায় ১০০ কোটি ইউরো।[৮] ২০১৭ সালের ২৬শে মে দূরবীক্ষণ যন্ত্রটির ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানটি উদযাপন করা হয়, যার পরে গম্বুজটির মূল কাঠামো ও দূরবীক্ষণ যন্ত্রটির নির্মাণকাজ শুরু হয়।[৯][১০] ২০২৩ সালের জুলাই মাসে নির্মাণ ও উন্নয়নকাজের অর্ধেক সমাপ্ত হয়। পরিমার্জিত পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে নির্মাণকাজ সমাপ্ত হবে ও ঐ বছরেই প্রথম আলোকগ্রহণের ঘটনাটি সম্পাদিত হবে।[১১][২]

আরও দেখুন

  • দূরবীক্ষণ যন্ত্রের তালিকা
  • বৃহত্তম আলোকীয় প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের তালিকা
  • আলোকীয় দূরবীক্ষণ যন্ত্রের তালিকা
  • বৃহৎ দ্বিনেত্র দূরবীক্ষণ যন্ত্র
  • ইউরোপীয় সৌর দূরবীক্ষণ যন্ত্র (পরিকল্পিত নির্মাণকাজ সমাপ্তি ২০২৫)
  • গ্রান তেলেস্কোপিও কানারিয়াস
  • জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দিরের তালিকা
  • উচ্চতম জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দিরের তালিকা
  • চিলির অন্যান্য মানমন্দির:
    • ইয়ানো দে চাহনান্তর মানমন্দির
      • আতাকামা বৃহৎ মিলিমিটার অ্যারে
    • পারানাল মানমন্দির
      • অতি বৃহৎ দূরবীক্ষণ যন্ত্র
    • সেররো আমাসোনেস মানমন্দির
    • লা সিইয়া মানমন্দির
    • সেররো তোলোলো আন্তঃআমেরিকীয় মানমন্দির

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:European Southern Observatoryটেমপ্লেট:Astronomical observatories in Chileটেমপ্লেট:Exoplanet search projects

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী