দালি ব্লিন্ড

ওলন্দাজ ফুটবলার

দালি ব্লিন্ড (জন্ম ৯ মার্চ ১৯৯০) একজন ডাচ পেশাদার ফুটবলার যিনি একজন লেফট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জার্মান বুন্দেসলিগা ক্লাব বায়ার্ন মিউনিখ এবং নেদারল্যান্ডস জাতীয় দলে খেলে থাকেন। তিনি আয়াক্সের প্রাক্তন ডিফেন্ডার ড্যানি ব্লিন্ডের পুত্র।

দালি ব্লিন্ড
ব্লিন্ড ২০১৬ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামদালি ব্লিন্দ[১]
জন্ম (1990-03-09) ৯ মার্চ ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থানআমস্টারডম, নেদারল্যান্ডস
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থানডিফেন্সিভ মিডফিল্ডার / লেফট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর২৩
যুব পর্যায়
১৯৯৫–১৯৯৮এএফসি
১৯৯৮–২০০৮জং আয়াক্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৮–২০১৪আয়াক্স১০২(৩)
২০১০→ এফসি গ্রনিংগেন (ধারে)১৭(০)
২০১৩→ জং আয়াক্স (ধারে)(০)
২০১৪–২০১৮ম্যানচেস্টার ইউনাইটেড৯০(৪)
২০১৮–২০২৩আয়াক্স১২৪(৭)
২০২৩–বায়ার্ন মিউনিখ(০)
জাতীয় দল
২০০৪নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৫(০)
২০০৬নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৬(০)
২০০৬-০৭নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭১৩(৩)
২০০৭–০৯নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯১৬(০)
২০০৯-২০১৩নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১২৩(০)
২০১৩–নেদারল্যান্ডস৯৯(৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০:১৫, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:৫০, ৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ব্লিন্ড আয়াক্সের যুব একাডেমীর হয়ে বেড়ে উঠেন এবং এফসি গ্রনিংগেনের হয়ে ধারে খেলাকালীন সময় তিনি দলে নিয়মিত হন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি £১৩.৮ মিলিয়নের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ব্লিন্ড ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডস জাতীয় দলের নিয়মিত সদস্য এবং ২০১৪ বিশ্বকাপে রানার-আপ হওয়া ডাচ দলে অন্তর্ভুক্ত ছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী