দারুল হুদা ইসলামী বিশ্ববিদ্যালয়

দারুল হুদা ইসলামী বিশ্ববিদ্যালয় ভারতের কেরল রাজ্যের মালাপ্পুরমের চেমমাদ জেলায় অবস্থিত একটি ইসলামি বিশ্ববিদ্যালয়।[১][২] বিশ্ববিদ্যালয়টি ইসলামিক বিশ্ববিদ্যালয়সমূহের সংঘ এবং ইসলামী বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলির সংঘের সদস্য।[৩][৪] সৈয়দ হায়দরলি শিহাব থাঙ্গাল উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন [৫] এবং বাহাউদ্দিন মুহাম্মদ (কুরিয়াদ) উপাচার্য। [৬][৭][৮]

দারুল হুদা ইসলামিক বিশ্ববিদ্যালয়
جامعة دار الهدى الإسلامية
দারুল হুদা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের লোগো
স্থাপিত১৯৮৬
উপাচার্যবাহাউদ্দিন মুহাম্মদ, কুরিয়াদ
অবস্থান
চেমমাদ , মালাপ্পুরম
, ,
ওয়েবসাইটdhiu.in
মানচিত্র

১৯৮৬ সালে দারুল হুদা ইসলামিক একাডেমি নামে একটি ইসলামী কলেজ হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সমগ্র কেরলসহ এবং ভারতের অন্যান্য মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং আসাম রাজ্যগুলিতে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।[৯] কেরালার মালায়ালামভাষী শিক্ষার্থীদের পাশাপাশি এটি উত্তর ভারতের উর্দুভাষী শিক্ষার্থীদেরও পাঠদান করে।[১০]

দ্য পেনিনসুলা (সংবাদপত্র)-এর মতে, বিশ্ববিদ্যালয়টি শত শত দক্ষ ইসলামি পণ্ডিতকে ইসলামী জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের উপর দক্ষ পন্ডিতদের দ্বারা সম্প্রদায়কে ক্ষমতায়ন করার লক্ষ্যে তাদের তৈরি করেছে।[১১] মুসলিম সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্ববিদ্যালয়ের অবদানও সুপরিচিত।[১২]

অনুমোদিত কলেজ

মূল ক্যাম্পাস ছাড়াও দারুল হুদা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিশটি অনুমোদিত কলেজ রয়েছে। [১৩]

শিক্ষায়তনিক

পাঠ্যধারাগুলি

ডঃ বাহাউদ্দিন মুহাম্মদ নাদভী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্যের বক্তব্য প্রদান করেন।

দারুল হুদা বিশ্ববিদ্যালয় ১২-বছর মিয়াদী কোর্স পরিচালনা করে যা সাধারণ বিষয়ের সাথে ধর্মীয় শিক্ষাকে সংযুক্ত করে। [১৪]

সরকার অনুমোদিত ধর্মনিরপেক্ষ বিষয়গুলো ইংরেজিতে পড়ানো হয়। [১৫]

সহযোগিতা

দারুল হুদা রাবাত ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ইসলামি বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের সংঘসহ ইসলামি বিশ্ববিদ্যালয়গুলির সংঘের সদস্যপদ রয়েছে।[১৬] বিশ্ববিদ্যালয়টি নিম্নলিখিত পাঁচটি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেঃ

মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় দারুল হুদার কোর্সকে স্বীকৃতি দেয়। [২২] [২৩]

ছাত্রজীবন

থেলিচাম মাসিক

থেলিচাম মাসিক, এই বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ছাত্রদের লেখা একটি পত্রিকা। ডাক্তার বাহাউদ্দিন নদভী পত্রিকার প্রধান সম্পাদক। [২৪] [২৫]

প্রাক্তন ছাত্র

  • ফয়সাল কেপি হুদাভি, ২০১৯ সাল থেকে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কেরালা শাখার পরিচালক [২৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী