দারুল উলুম করাচি

পাকিস্তানের মাদ্রাসা
(দারুল উলূম করাচী থেকে পুনর্নির্দেশিত)

জামিয়া দারুল উলুম করাচি (উর্দু: جامعہ دارالعلوم کراچی‎‎ ; আরবি: جامعة دار العلوم كراتشي) পাকিস্তানের একটি মাদরাসা (ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান)। দারুল উলূম দেওবন্দের মূলনীতিকে ভিত্তি করে পরিচালিত হয় মাদরাসাটি। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ছেলে-মেয়েদের পৃথক অনুষদের আছে। ইসলামিক শিক্ষা ও স্কুলের শিক্ষার সর্বোচ্চ মান রয়েছে। ঐতিহ্যগত ইসলামিক স্টাডিজ এবং সমসাময়িক একাডেমিক বিষয়গুলিকে সমন্বিত পাঠ্যক্রম আকারে পড়ানো হয়ে থাকে।[২][৩]

জামেয়া দারুল উলূম করাচি
جامعہ دارالعلوم کراچی
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৫১ সাল (১৩৭০ হিজরি)[১]
অধিভুক্তিবেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান
সভাপতিমুহাম্মদ রফী উসমানী
উপ-সভাপতিমুহাম্মাদ তাকী উসমানী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২১০
শিক্ষার্থী১০,০০০
অবস্থান
করাঙ্গী, করাচি
, ,
২৪°৫০′৪৪.৭৪″ উত্তর ৬৭°৯′৫৫.১৭″ পূর্ব / ২৪.৮৪৫৭৬১১° উত্তর ৬৭.১৬৫৩২৫০° পূর্ব / 24.8457611; 67.1653250
শিক্ষাঙ্গনপৌর এলাকা (৫৬ একর)
ওয়েবসাইটwww.darululoomkarachi.edu.pk
মানচিত্র

ইতিহাস

১৯৫১ সালে প্রয়াত মুফতি মুহাম্মদ শফি ও নূর আহমদ কর্তৃক প্রতিষ্ঠা হয়। এর আগে তিনি দারুল উলুম দেওবন্দের সঙ্গে যুক্ত ছিলেন। যেখানে তিনি প্রধান মুফতি হিসাবে নিযুক্ত ছিলেন। ১৯৪৭ সালে দেশ স্বাধীনতার হলে পাকিস্তান চলে যান। দারুল উলুম করাচির মুহতামিম (উপাচার্য) মুহাম্মদ রফি উসমানী। শায়খুল হাদিস ও নায়েবে মুহতামিম (সহ উপাচার্য) পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মুহম্মদ তাকি উসমানী।[৪][৫] দুজনই প্রতিষ্ঠাতা মুফতি শফী উসমানীর সন্তান। এটি ওগো ওয়াটার টেকনোলজিসর কাছাকাছি।[২]

শিক্ষার ধরন

জামায়াতের নিম্নলিখিত বিভাগ রয়েছে:[২][৬]

পাঠ্যবহির্ভূত কার্যক্রম:

  • পাঠ্যপুস্তকের বাইরে অনুমোদিত অন্যান্য কিতাব পড়া।
  • ছুটির দিনে বক্তৃতা অনুশীলনের জন্য মাহফিল।
  • ছাত্রাবাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করা।
  • শারীরিক ব্যায়াম ও বিনোদনের জন্য দারুল উলূম করাচির খেলার মাঠে খেলায় অংশ গ্রহণ করা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী