থাই পাঙ্গাশ

থাই পাঙ্গাশ (বৈজ্ঞানিক নাম: Pangasianodon hypophthalmus) (ইংরেজি: sutchi catfish) হচ্ছে Pangasianodon পরিবারের Pangasiidae গণের একটি স্বাদুপানির মাছ

থাই পাঙ্গাশ
Pangasianodon hypophthalmus
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:Animalia
পর্ব:Chordata
উপপর্ব:Vertebrata
মহাশ্রেণী:Osteichthyes
শ্রেণী:Actinopterygii
বর্গ:Siluriformes
পরিবার:Pangasiidae
গণ:Pangasianodon
প্রজাতি:Pangasianodon hypophthalmus
দ্বিপদী নাম
Pangasianodon hypophthalmus
(Sauvage, 1878)
প্রতিশব্দ

Pangasius sutchi Fowler, 1937[২]
Pangasius pleurotaenia (non Sauvage, 1878)[২]
Pangasius hypophthalmus (Sauvage, 1878)[৩]
Helicophagus hypophthalmus Sauvage, 1878[২]
Pangasius pangasius (non Hamilton1822)[২]

বর্ণনা

থাই পাঙ্গাশের আদি নিবাস থাইল্যান্ড, ভিয়েতনাম ও এর পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে থাই পাঙ্গাশ চাষাবাদের ক্ষেত্রে একটি জনপ্রিয় নাম। দেশি পাঙ্গাশের তুলনায় এ জাত দ্রুত বৃদ্ধি পায়। এ মাছ সর্বোচ্চ ১০-১২ কেজি ওজনের হয়ে থাকে। আঙ্গুলী পোনা অবস্থায় শরীরের উভয় পাশে লম্বালম্বি কালো দাগ থাকে এবং বয়স বাড়ার সাথেসাথে তা মিলিয়ে যায়। প্রাপ্তবয়স্ক অবস্থায় এই মাছের বর্ণ রুপালি হয়ে থাকে। পৃষ্ঠ ও পুচ্ছ পাখনার বর্ণ ধুসর-কালো অন্যান্য পাখনার বর্ণ লাল-কমলা এবং এই বর্ণ বয়স ও পরিবেশের উপর নির্ভরশীল। আঁশবিহীন এই মাছ প্রচুর চর্বি যুক্তও হয়ে থাকে।

চাষ

উৎপাদন খরচের তুলনায় আয় প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকেই এ মাছ চাষে আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে দেশে বছরে প্রায় ২ - ৩ লক্ষ মেট্রিক টন থাই পাঙ্গাশ চাষ হচ্ছে।

বিস্তৃতি

এই প্রজাতির মাছ দক্ষিণপূর্ব এশিয়ার থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম ও এর পার্শ্ববর্তী অঞ্চলে পাওয়া যায়। এটি বাংলাদেশে বহিরাগত প্রজাতি হিসেবে বিবেচিত।১৯৮১ সালে থাইল্যান্ড থেকে এ জাত প্রথম বাংলাদেশে আনা হয়।[৪]

খাদ্য

এদের প্রধান খাদ্য ক্ষুদ্র উদ্ভিদ কণা(ফাইটোপ্লাংকটন) ও প্রাণীকণা(জুপ্লাংকটন)।এছাড়াও ছোট ছোট মাছ,ক্রাস্টেসিয়া,ইনসেক্ট খেয়ে থাকে।

প্রজনন

এরা ৩-৪ বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়।প্লাবিত নদীতে এমনকি প্লাবন ভূমিতে প্রজনন করে।[৫]

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকায় এই প্রজাতিটি অন্তর্ভুক্ত নয়।[৬]

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী