তিরুবেরকাড়ু

তিরুবেরকাড়ু দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভেলুর জেলার একটি আবাসিক অঞ্চল ও চেন্নাই মহানগরের পশ্চিমের লোকালয়৷ তিরুবেরকাড়ু শব্দের অর্থ পবিত্র গাছ সংবলিত অরণ্য। এটি কূবম নদীর উত্তর তীরে অবস্থিত। এই লোকালয়ে থাকা দুটি পরিচিত মন্দির হল করুমারী আম্মান মন্দির‌‌[১] ও বেদপুরীশ্বর মন্দির। এই বেদপুরীশ্বর মন্দিরের গর্ভগৃহে শিব পার্বতী মূর্তি বৈবাহিক আঙ্গিকে তৈরি।

তিরুবেরকাড়ু
திருவேற்காடு
Suburb
তিরুবেরকাড়ু চেন্নাই-এ অবস্থিত
তিরুবেরকাড়ু
তিরুবেরকাড়ু
তিরুবেরকাড়ু তামিলনাড়ু-এ অবস্থিত
তিরুবেরকাড়ু
তিরুবেরকাড়ু
তিরুবেরকাড়ু
স্থানাঙ্ক: ১৩°০৪′১০″ উত্তর ৮০°০৭′২৭″ পূর্ব / ১৩.০৬৯৫২৯° উত্তর ৮০.১২৪২৩° পূর্ব / 13.069529; 80.12423
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাতিরুভেলুর
মহানগরচেন্নাই
আয়তন
 • মোট২৮.৫০ বর্গকিমি (১১.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬২,২৮৯
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০৭৭
যানবাহন নিবন্ধনTN 12 (টিএন ১২)

জনতত্ত্ব

ধর্মভিত্তিক জনগণনা-২০১১[২]
ধর্মশতাংশ(%)
হিন্দু
  
৯৩.১৭%
মুসলিম
  
১.৩৬%
খ্রিষ্টান
  
৪.৯৮%
শিখ
  
০.০৪%
বৌদ্ধ
  
০.০৫%
জৈন
  
০.০৪%
অন্যান্য
  
০.৩৩%
অবিবৃত
  
০.০৩%

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে তিরুবেরকাড়ু লোকালয়ের জনসংখ্যা ছিল ৬২,৮২৪ জন, যেখানে প্রতি হাজার পুরুষে ৯৭৭ জন নারী বাস করতেন অর্থাৎ রাষ্ট্রীয় গড়ের তুলনায় অধিক।[৩] মোট শিশু সংখ্যা ৭,১৮৯ জন যেখানে শিশুপুত্র সংখ্যা ৩,৬১৭ জন এবং শিশুকন্যা সংখ্যা ৩,৫৭২ জন। জনসংখ্যা অনুপাতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শতাংশ যথাক্রমে ২৩.৮৬ ও ০.৩৭। শহরটির সাক্ষরতার হার ছিল ৮২.৩৭ শতাংশ যা জাতীয় সাক্ষরতার হারের তুলনায় বেশি।[৩] শহরে মোট পরিবার সংখ্যা ১৫,৮৬৩ টি। মোট শ্রমজীবীর সংখ্যা ২৫,২৪৫ জন, যার মধ্যে কৃষক ১৩৮ জন, মূল কৃষিজীবী ২১০ জন গৃহস্থলী সংক্রান্ত শ্রমজীবী ৬২৮ জন, অন্যান্য শ্রমজীবী ২১,৭৭০ জন। মোট প্রান্তিক শ্রমজীবী সংখ্যা ২,৪৯৯ জন, যার মধ্যে প্রান্তিক কৃষক ৫৭ জন, প্রান্তিক কৃষিজীবী ৮১ জন, প্রান্তিক গৃহস্থলী সংক্রান্ত শ্রমজীবী ১৫৬ জন, অন্যান্য প্রান্তিক শ্রমজীবী ২,২০৫ জন।[৪]

অবস্থান

এই লোকালয়টি চেন্নাই-ব্যাঙ্গালোর মহাসড়ক থেকে ২ কিলোমিটার ও আবাড়ি-পুন্তমল্লী সড়ক তথা ৫৫ নং রাজ্য সড়ক থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। চেন্নাই মেট্রোপলিটন বাস টার্মিনাস বা সিএমবিডি থেকে এটি ১০ কিলোমিটার দূরে অবস্থিত। নিকটবর্তী লোকালয়গুলি হল পোরূর, কাট্টুবক্কম, আইয়াপ্পানতাঙ্গল, কুমাননচাবাড়ি, করয়ানচাবাড়ি, পুন্তমল্লী, পারুতিপট্টু, অয়বক্কম, অম্বাত্তুর, বানগরম ও মাদুরবায়ল

পরিবহন

তিরুবেরকাড়ুর নিকটবর্তী দুটি রেল স্টেশন হলো, আন্নানূর ও তিরুমুল্লাইবায়ল রেলওয়ে স্টেশন। এই লোকাল রয়েছে চেন্নাই মহানগর বাস পরিষেবার একটি বাস টার্মিনাল। বাস পরিষেবার মাধ্যমে সড়কপথে এখান থেকে সরাসরি ব্রডওয়ে, আবাড়ি, তিরুবোত্রিয়ুর, ভিল্লিবক্কম, আন্না স্কোয়ার, ত্যাগরায়নগর, পেরাম্বুর, পট্টাভিরাম, মঙ্গাড়ু, তাম্বরম, বেলাচেরি যাওয়া যায়৷[৫]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী