ডেলাওয়্যার রুট ৩৪

ডেলাওয়্যার রুট (ডিই ৩৪) যা ফকল্যাণ্ড রোড নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের নিউ ক্যাসল কাউন্টিতে অবস্থিত একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটি ডানকান রোড থেকে শুরু হয়ে(যেটি ডিই ৪১ এর একটু পশ্চিমে এবং প্রাইসেস কর্ণারের উত্তরে অবস্থিত) এলসমিয়ারের ডিই ১০০ পর্যন্ত বিস্তৃত। শহরতলী হয়ে রাস্তাটি পশ্চিম উইলমিংটন এর যাত্রাপথে ডিই ৪১ এবং ডিই ১৪১ কে অতিক্রম করে এগিয়ে যায়। রাস্তাটি ১৯৩০ সালে পাঁকা সড়কে পরিনত করা হলেও ১৯৭০ সালে এর নামকরণ করা হয় ডিই ৩৪।

Delaware Route 34 marker

Delaware Route 34

Faulkland Road
পথের তথ্য
ডেলডট কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৩.৩০ মা[১] (৫.৩১ কিমি)
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:প্রাইসেস কর্ণারের পাশে ডানকান রোডে
প্রধান সংযোগস্থলডিই ৪১, DE ৪১ প্রাইসেস কর্ণার
ডিই ১৪১ DE ১৪১, প্রাইসেস কর্ণার
পূর্ব প্রান্ত: DE ১০০ ডিই ১০০, এলসমিয়ার
অবস্থান
কাউন্টিসমূহনিউ ক্যাসল
মহাসড়ক ব্যবস্থা
  • Delaware State Route System
  • List
  • Byways
DE ৩২ DE ৩৬

রাস্তার বিবরণ

ছবিতে দেখা যাচ্ছে ডিই ৩৪ দক্ষিণ প্রান্তে, ডিই ৪১ এবং ডিই ১৪১ কে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে

রাস্তাটি উত্তরের ডানকান রোড থেকে শুরু হয়, যা কিনা প্রাইসেস কর্ণারে অবস্থিত। এটি একটি দুই-লেন বিশিষ্ট ফকল্যাণ্ড রোড, যাটি বাড়িঘর এবং বনজঙ্গল ভেদ করে চলতে থাকে। রাস্তাটি ডিই ৪১ অতিক্রমের পূর্বে রেড ক্লে ক্রিক এবং উইলমিংটন এন্ড ওয়েস্টান রেলরোড অতিক্রম করে। ডিই ৩৪ শহরতলী ধরে সেন্টারভ্যালী রোড অতিক্রম করে ডিই ১৪১ এ উপনিত হয়। এছাড়াও রাস্তাটি দক্ষিণে অবস্থিত গবেষণাগার ডুপন্ট চেস্টনাট রান প্লাজা অতিক্রম করে। ডিই ৩৪ ইস্টপেন রেলরোড অতিক্রম করে, এবং দুইটি কবরস্থান পাশ কাটিয়া যায়। রাস্তাটি এলসমিয়ারে ডিই ১০০ তে গিয়ে সমাপ্ত হয়, যেটি উইলমিংটন শহরের প্রান্ত বিন্দু থেকে একটু পশ্চিমে অবস্থিত।[২][৩]

ডিই ৩৪ এ বাৎসরিক গাড়ীর চলাচলের সংখ্যা ডিই ১০০ প্রান্তে সর্বোচ্চ ১০,৭৪৪ টি[১] এবং ডিই ৪১ প্রান্তে সর্বনিম্ন ৩,৮৭৪ টি। রাস্তাটি জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়।[৪]

ইতিহাস

বর্তমান ডিই ৩৪,১৯২০ সাল থেকে বিদ্যমান। তারপর ১৯৩৬ সালে রাস্তাটিকে পাঁকা সড়কে পরিনত করা হয়।[৫][৬] ডিই ৩৪ ১৯৭৬ সাল থেকে ডানকান রোড এবং ডিই ১০০ এর মধ্যবর্তি সড়ক হিসেবে নামকরণ করা হয়।[৭]

মূখ্য অংশবিশেষ

সম্পূর্ণ রুট হল নিউ ক্যাসল কাউণ্টি-এ।

অবস্থানমাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
প্রাইসেস কর্ণার০.০০০.০০ডানকান রোডপশ্চিম প্রান্তবিন্দু
০.২৩০.৩৭ডিই ৪১ DE ৪১ (নিউপোর্ট গ্যাপ পাইক)
ডিই ১৪১ DE ১৪১ (সেন্টার রোড)
এলসমিয়ার৩.৩০৫.৩১ডিই ১০০ DE ১০০ (ডুপন্ট রোড) to DE ২ থেকে ডিই ২পূর্ব প্রান্তবিন্দু
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

KML is from Wikidata
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী