ডেব্রা উইঙ্গার

মার্কিন অভিনেত্রী

ডেব্রা লিন উইঙ্গার[১] (জন্ম ১৬ মে ১৯৫৫) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান (১৯৮২), টার্মস অব এন্ডিয়ারমেন্ট (১৯৮৩), ও শ্যাডোল্যান্ডস (১৯৯৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি টার্মস অব এন্ডিয়ারমেন্ট চলচ্চিত্রে তার কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস পুরস্কার এবং আ ডেঞ্জারাস ওম্যান (১৯৯৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল আরবান কাউবয় (১৯৮০), লিগ্যাল ইগলস (১৯৮৬), ব্ল্যাক উইডো (১৯৮৭), বিট্রেইয়েড (১৯৮৮), দ্য শেল্টারিং স্কাই (১৯৯০), ফরগেট প্যারিস (১৯৯৫), ও রেচেল গেটিং ম্যারিড (২০০৮)। ২০১২ সালে ডেভিড ম্যামেটের দি অ্যানার্কিস্ট মঞ্চনাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে। ২০১৪ সালে তিনি ট্রানসিলভানিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননা অর্জন করেন।[২]

ডেব্রা উইঙ্গার
Debra Winger
১৯৮৪ সালে স্টুডিওর ছবিতে উইঙ্গার
জন্ম
ডেব্রা লিন উইঙ্গার

(1955-05-16) ১৬ মে ১৯৫৫ (বয়স ৬৯)
ক্লিভল্যান্ড হাইটস, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, নর্থরিজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীটিমোথি হাটন
(বি. ১৯৮৬; বিচ্ছেদ. ১৯৯০)

আর্লিস হাওয়ার্ড (বি. ১৯৯৬)
সন্তান

প্রারম্ভিক জীবন

ডেব্রা লিন উইঙ্গার ১৯৫৫ সালের ১৬ই মে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড হাইটসে এক গোড়া ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রবার্ট উইংর মাংস মোড়ককারী এবং মাতা রুথ (বিবাহপূর্ব ফেল্ডার) অফিস ব্যবস্থাপক।[৩][৪][৫] তিনি দীর্ঘকাল বিভিন্ন সাক্ষাৎকারে বলে এসেছেন যে তিনি ইসরায়েলি কিববুৎজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, মাঝে মাঝে এও বলেছেন তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতেও প্রশিক্ষণ লাভ করেছেন,[৬] কিন্তু ২০০৮ সালে এক সাক্ষাৎকারে তিনি বলে তিনি কেবল কিববুৎজে সাধারণ এক যুব সফরে গিয়েছিলেন।[৭] ১৮ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার পর তিনি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন এবং সেরেব্রাল হেমোরেজে ভোগেন; এর ফলে ১০ মাস আংশিক পঙ্গু ও অন্ধ ছিলেন, এবং বলা হয়েছিল যে তিনি আর কখনো চোখে দেখবেন না। এই সময়ে তিনি সিদ্ধান্ত নেন যদি তিনি আরোগ্য লাভ করেন, তবে তিনি ক্যালিফোর্নিয়া চলে যাবেন এবং অভিনেত্রী হবেন।[৮]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী